সুন্দরবন রক্ষায় বাগেরহাটের আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বলেছেন, আমাদের দেশের বন কমতে কমতে বনাঞ্চল ৮ থেকে ১০ শতাংশে এসে দাঁড়িয়েছে। সুন্দরবন না থাকলে প্রাকৃতিক দুর্যোগে আপনারা বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আপনাদের পরবর্তী প্রজন্ম নিশ্চিহ্ন হয়ে যাবে। ইতিমধ্যে এ উপক‚লীয় এলাকার পানিতে লবণাক্ততা বেড়েছে। কমে যাচ্ছে কৃষিজমির উর্বরতা। দেখা দিয়েছে খাওয়ার পানির সংকট। সুন্দরবনের বাঘ-হরিণ শিকারি ও বন ধ্বংসকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সুন্দরবনসংলগ্ন জনপদ বাগেরহাট জেলার আইনজীবীদের উদ্দেশে দেওয়া প্রধান বিচারপতির বক্তব্য তাৎপর্যের দাবিদার। বিশ্বের বৃহত্তম বাদাবন, বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃত সুন্দরবন সুরক্ষার সঙ্গে বাংলাদেশের পরিবেশ সুরক্ষণের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। ঘূর্ণিঝড়, জলোচ্ছাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগ থেকে উপক‚লীয় এলাকাকে রক্ষা করে থাকে এই অনিন্দ্যসুন্দর বাদাবন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য কিছু লোভী মানুষের জন্য সুন্দরবনের অস্তিত্ব হুমকির মুখে। একসময় সুন্দরবনের বিস্তৃতি ছিল আরও ব্যাপক এলাকাজুড়ে। বন থেকে বেপরোয়াভাবে বৃক্ষ নিধন এবং বনের রক্ষক হিসেবে বিবেচিত সুন্দরবনের বাঘ নিধন সুন্দরবনের অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। সুন্দরবনের মধ্য দিয়ে যান্ত্রিক নৌযান চলাচল এবং পরিবেশদূষণের ঘটনা বিশ্বের বৃহত্তম বাদাবনের জন্য বিসংবাদ সৃষ্টি করছে। এর পাশাপাশি এ বনের সন্নিকটে শিল্প কলকারখানা স্থাপন বা বায়ুদূষণের হুমকি নিজেদের পায়ে কুড়াল মারার মতো অপরিণামদর্শিতা কিনা প্রশ্ন উঠেছে। সুন্দরবন সুরক্ষায় বাগেরহাটের আইনজীবীদের ভ‚মিকা পালনের যে তাগিদ প্রধান বিচারপতি দিয়েছেন তা বিশেষ গুরুত্ববহ ও আশাজাগানিয়া। আইনজীবীরা সমাজের অগ্রসর অংশ। শুধু বাগেরহাট নয়, সুন্দরবনসংলগ্ন জেলাগুলোর আইনজীবীরা সবার প্রিয় এই বাদাবনের সুরক্ষায় যতœবান হলে তা যেমন জনসচেতনতা সৃষ্টিতে অবদান রাখবে তেমনি বন রক্ষায় যেসব আইন রয়েছে তার যথাযথ প্রয়োগও নিশ্চিত হবে।
শিরোনাম
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
সুন্দরবনের সুরক্ষা
প্রধান বিচারপতির আহ্বান আশাজাগানিয়া
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর