মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার স্বপ্নকে সামনে রেখে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার মেগা বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২ লাখ ৪২ হাজার ৭৫২ কোটি টাকা। উন্নয়ন ব্যয় ১ লাখ ১৭ হাজার ২৭ কোটি টাকা। বাজেটে আয় ও ব্যয়ের ঘাটতি ৯৭ হাজার ৮৫৩ কোটি টাকা। মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার যে স্বপ্নকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছিলেন ক্ষমতায় আসার পর, তার বাস্তবায়নে নতুন বাজেটে অন্তত দশটি মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আকাশছোঁয়া ব্যয়ের এই উচ্চাভিলাষী বাজেট জাতিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখালেও সে স্বপ্ন পূরণ অনেকাংশেই সঠিকভাবে বাজেট বাস্তবায়নের ওপর নির্ভর করছে। সন্দেহ নেই প্রস্তাবিত বাজেট সফলভাবে বাস্তবায়িত হলে প্রবৃদ্ধি ৭ শতাংশে স্থিতি লাভের কৃতিত্ব দেখাবে। মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার পথে জাতি আরও একধাপ এগিয়ে যেতে সক্ষম হবে। তবে কঠিন বাস্তবতা হলো, সাধ ও সাধ্যের বৈপরীত্য ঠেকাতে অর্থমন্ত্রী তথা সরকারকে অর্থবছরের সারাক্ষণই প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। প্রস্তাবিত বাজেটে প্রায় ৯৮ হাজার কোটি টাকার ঘাটতির বোঝা চাপানো হয়েছে জাতির ঘাড়ে। এ ঘাটতি পূরণেও সরকারকে সর্বক্ষণ তটস্থ থাকতে হবে। বাজেটে যে সম্ভাব্য রাজস্ব আয় দেখানো হয়েছে তা এতটাই উচ্চাভিলাষী যে, সেখানেও দেখা দিতে পারে সমস্যা। বিদায়ী অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়েও ৩৫ দশমিক ৪ শতাংশ বেশি রাজস্ব আদায়ের আকাঙ্ক্ষা পেশ করেছেন অর্থমন্ত্রী। এ ব্যাপারে অর্থমন্ত্রী এনবিআরের ওপর যে আস্থা রেখেছেন, তা তারা কতটা রক্ষা করতে পারবেন তা এখন দেখার বিষয়। বাজেটে এডিপি বাস্তবায়নে ১ লাখ ১৭ হাজার ২৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বিশাল বাজেটের এ অংশটুকুই সাধারণ মানুষের কল্যাণে ব্যয় হয়। দক্ষ এবং সক্ষম সৎ প্রশাসনের অভাবে উন্নয়ন বাজেট বাস্তবায়নের নামে এলোমেলো করে দে মা লুটেপুটে খাই তত্ত্বের অনুশীলন চলে এদেশে। বাজেটের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে হলে লুটেরাদের সামাল দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। সেটিই বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
স্বপ্নবিলাসী মেগা বাজেট
যথাযথ বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর