ভাবমূর্তির সংকট কাটিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে দেশের তৈরি পোশাকশিল্প। বিদেশি ক্রেতাদের আকর্ষণে দেশের গার্মেন্ট কারখানাগুলোকে পরিবেশবান্ধব করে গড়ে তোলা হচ্ছে। বাংলাদেশের তৈরি পোশাক যাতে বিশ্বব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয় তা নিশ্চিত করতে এ শিল্পের উদ্যোক্তারা পরিবেশবান্ধব সবুজ কারখানা নির্মাণে আগ্রহী হয়ে উঠেছেন। গার্মেন্ট খাতের সফল উদ্যোক্তাদের প্রায় সবাই ইতিমধ্যে সবুজ পরিবেশবান্ধব কারখানা নির্মাণের উদ্যোগ নিয়েছেন বা এ প্রক্রিয়া শুরু করতে যাচ্ছেন। এ বিষয়ে বিদেশি ক্রেতাদের কাছ থেকেও উদ্যোক্তারা ইতিবাচক সাড়া পাওয়ায় তারা তাদের কারখানার মানোন্নয়নে সক্রিয় হয়ে উঠেছেন। ইতিমধ্যে পরিবেশবান্ধব সবুজ কারখানার স্বীকৃতি হিসেবে দেশের ২৮টি কারখানা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিড সনদ পেয়েছে। এ স্বীকৃতি পাওয়ার জন্য অপেক্ষা করছে আরও ১১৮টি কারখানা। পানি, বিদ্যুৎ ও জ্বালানির অপচয় রোধ করে পরিবেশবান্ধব কারখানায় পোশাক তৈরি হলে বিশ্বে বাংলাদেশের জন্য যেমন আলাদা সুনাম বয়ে আনবে একইভাবে ভালো পরিবেশে কাজ করায় শ্রমিকরাও উৎপাদনে বেশি মনোযোগী হতে পারবেন। বিশ্ববাজারে সবুজ কারখানায় তৈরি পোশাকের চাহিদা ভালো থাকায় বেশি দামে পোশাক বিক্রি করে উদ্যোক্তারা যেমন লাভবান হবেন, তেমন দেশের জন্য অতিরিক্ত বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ সৃষ্টি হবে। পরিবেশবান্ধব সবুজ কারখানা নির্মাণ খরচ বেশি হলেও তা উদ্যোক্তাদের জন্য লাভজনক। এ ধরনের কারখানায় শতকরা ২৪ শতাংশ জ্বালানি সাশ্রয় হয়। অন্যদিকে ৫০ শতাংশ পানির অপচয়ও কমে। পাশাপাশি কারখানার পরিবেশও সুন্দর হয়। এ ছাড়া শ্রমিকদের স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে পোশাক উৎপাদনও বৃদ্ধি পাবে। উদ্যোক্তাদের পরিবেশবান্ধব কারখানা নির্মাণে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক থেকে ৯ শতাংশ সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ গ্রিন নিট পোশাক কারখানা নির্মাণে উদ্যোক্তাদের সহায়তা করছে। পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থা বাংলাদেশের পোশাকশিল্পকে টেকসই ভিত্তির ওপর দাঁড় করাবে বলে আশা করা যায়।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
পরিবেশবান্ধব পোশাকশিল্প
দেশের ভাবমূর্তির উন্নয়নে অবদান রাখবে
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর