রাজধানীতে ঈদকে সামনে রেখে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর বাস-লঞ্চ টার্মিনাল ও রেলওয়ে স্টেশনসহ জনাকীর্ণ অন্তত শতাধিক পয়েন্টে অজ্ঞান পার্টি ও ছিনতাইকারী চক্রের পাঁচ শতাধিক সদস্য সক্রিয় রয়েছে। চেতনানাশক মেশানো জুস, ডাবের পানি, খেজুর, ঝাল-মুড়ি, শরবতসহ বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রি করছে অপরাধচক্রের সদস্যরা। গেল ছয় মাসে কেবল চেতনানাশক উপাদান মিশ্রিত ডাবের পানি পান করেই অজ্ঞান হয়ে মারা গেছেন দুজন। গেল ঈদ ও দুর্গাপূজায় ঢাকা মহানগরীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বেশ কয়েকজন ছিনতাইকারী-অজ্ঞান পার্টির সদস্যকে গ্রেফতার করেছিল। এতে কিছু দিন এই চক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে থাকে। তবে এর কিছু দিন পর থেকেই শুরু হয় তাদের কার্যক্রম। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে সম্প্রতি বেড়েছে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য। এ চক্রের সদস্যদের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছে সহজ সরল খেটে খাওয়া সাধারণ মানুষ। গণপরিবহনে যাত্রীবেশে পথচারী কিংবা বিভিন্ন পেশার ছদ্মবেশে তত্পরতা চালায় অজ্ঞান পার্টির সদস্যরা। প্রায় প্রতিদিনই মহানগরীর গুলিস্তান, তিন বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশন, লঞ্চ টার্মিনালসহ জনাকীর্ণ এলাকায় পথচারী ও যাত্রীদের অজ্ঞান করে তারা সর্বস্ব হাতিয়ে নিচ্ছে। পুলিশ ও হাসপাতালসহ সংশ্লিষ্ট সূত্রমতে, গেল এক মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারানোসহ অসুস্থ হয়েছে অর্ধশতাধিক। মুক্তিযোদ্ধা, চিকিৎসক, সাংবাদিক, পুলিশ, ব্যবসায়ী, চাকরিজীবী, ছাত্র, শিক্ষক কেউই এদের হাত থেকে রেহাই পাচ্ছে না। মাঝে মাঝে অজ্ঞান পার্টির সদস্যরা গ্রেফতার হলেও কয়েক দিনের মাথায় তারা জামিনে মুক্তি পেয়ে ফের একই অপরাধে জড়াচ্ছে। মাহে রমজানে তত্পরতা বেড়ে যাওয়ায় অজ্ঞান পার্টির বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর উদ্যোগ নিচ্ছে ঢাকা মহানগর পুলিশ। আমরা আশা করব অজ্ঞান পার্টির সদস্যদের শুধু গ্রেফতার নয়, তারা যাতে তাদের অপরাধের যথাযথ সাজা পায় তা নিশ্চিত করতে হবে। গ্রেফতারকৃত অপরাধীরা আইনের ফাঁক গলিয়ে কেন জামিন পাচ্ছে, সে রহস্যও উদ্ঘাটিত করতে হবে। অজ্ঞান পার্টির বিরুদ্ধে অভিযোগ দায়ের ও মামলা পরিচালনায় শুভঙ্করের ফাঁকি যাতে না থাকে তা নিশ্চিত হওয়া দরকার।
শিরোনাম
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
অজ্ঞান পার্টির দৌরাত্ম্য
শুধু গ্রেফতার নয় শাস্তিও নিশ্চিত করুন
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর