ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড হারাম এমন ফতোয়া দিয়েছেন দেশের এক লাখেরও বেশি আলেম ওলামা। গত শনিবার এক সংবাদ সম্মেলনে ফতোয়া কমিটির আহ্বায়ক আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, বাংলাদেশ জমিয়াতুল উলামার উদ্যোগে যে ফতোয়া হয়েছে তাতে এক লাখ এক হাজার ৫২৪ জন মুফতি ও আলেম ওলামা স্বাক্ষরদান করেছেন। নারী আলেমরাও এ ফতোয়ায় স্বাক্ষর দিয়েছেন। জঙ্গিবাদ নিয়ে মূল ফতোয়ার সঙ্গে দেওবন্দ, হাটহাজারী, ইসলামিক রিসার্চ সেন্টার, চরমোনাই, শায়খ জাকারিয়া রিসার্চ সেন্টার, জমিয়াতুল আসআদ মাদ্রাসা এবং হেফাজত নেতাদের ফতোয়াও সংযুক্ত করা হয়েছে। আল্লামা মাসঊদ আশা প্রকাশ করেছেন আলেম সমাজের দেওয়া ফতোয়ায় সন্ত্রাসী জঙ্গিবাদের মেরুদণ্ড ও মানসিক শক্তি ভেঙে পড়বে। কারণ লক্ষ অস্ত্রের চেয়েও ফতোয়ার শক্তি অনেক ধারালো। মনোচেতনা মানবকর্মের মূল উৎস। সঠিক ফতোয়া সেই মনোচেতনাকে শুদ্ধ করে, আলোড়িত করে, মানবতাবাদী বানায়। মুসলিম সমাজে ফতোয়ার ব্যাপক ও সুদূরপ্রসারী প্রভাব অনস্বীকার্য মন্তব্য করে তিনি বলেন, ধর্মের নামে সন্ত্রাস যারা করছে তারা বেহেশত লাভের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বিভ্রান্তিতে জড়িয়েছে। এটা যে বেহেশতের নয়, জাহান্নামের পথ তা যখন বুঝতে পারবে নিশ্চয় তারা এ পথে পা বাড়াবে না। সুতরাং মানবকল্যাণ ও শান্তির ফতোয়ার এই বারতা সন্ত্রাস পুরোপুরি ঠেকাতে না পারলেও এতে যে তা বহুলাংশে হ্রাস পাবে তাতে সন্দেহ নেই। ফতোয়ার ফলে সন্ত্রাসের মদদদাতারা হতোদ্যম হবে, দ্বিধাহীনভাবে তা বলা যায়। কিন্তু যারা জাগতিক স্বার্থ সামনে রেখে অর্থ, নারী ও ক্ষমতার জন্য হিংস্রতা-বর্বরতাকে অবলম্বন বানিয়েছে, কোরআনের ভাষায় অন্তরে যাদের মরচে পড়েছে তাদের কথা স্বতন্ত্র। দেশের লাখো আলেম ওলামার দেওয়া জঙ্গিবাদ সন্ত্রাসবাদবিরোধী ফতোয়ায় জঙ্গিবাদ বেহেশতের পথ বলে জঙ্গিবাদীরা যে বিভ্রান্তি ছড়াচ্ছে তা অপনোদনের চেষ্টা করা হয়েছে। বিপথগামীরা এই ফতোয়ার মাধ্যমে সঠিক পথ খুঁজে পেলে অর্থাৎ সন্ত্রাস ও জঙ্গিবাদের পথ ছেড়ে আল্লাহ ও তার রসুল (সা.)-এর নির্দেশিত শান্তি ও কল্যাণের পথে ফিরে এলে তা এক বিরাট অর্জন বলে বিবেচিত হবে।
শিরোনাম
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে
- উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে তরুণ প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তোলা আবশ্যক : প্রধান উপদেষ্টা
- নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল