ইসলামে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড হারাম এমন ফতোয়া দিয়েছেন দেশের এক লাখেরও বেশি আলেম ওলামা। গত শনিবার এক সংবাদ সম্মেলনে ফতোয়া কমিটির আহ্বায়ক আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, বাংলাদেশ জমিয়াতুল উলামার উদ্যোগে যে ফতোয়া হয়েছে তাতে এক লাখ এক হাজার ৫২৪ জন মুফতি ও আলেম ওলামা স্বাক্ষরদান করেছেন। নারী আলেমরাও এ ফতোয়ায় স্বাক্ষর দিয়েছেন। জঙ্গিবাদ নিয়ে মূল ফতোয়ার সঙ্গে দেওবন্দ, হাটহাজারী, ইসলামিক রিসার্চ সেন্টার, চরমোনাই, শায়খ জাকারিয়া রিসার্চ সেন্টার, জমিয়াতুল আসআদ মাদ্রাসা এবং হেফাজত নেতাদের ফতোয়াও সংযুক্ত করা হয়েছে। আল্লামা মাসঊদ আশা প্রকাশ করেছেন আলেম সমাজের দেওয়া ফতোয়ায় সন্ত্রাসী জঙ্গিবাদের মেরুদণ্ড ও মানসিক শক্তি ভেঙে পড়বে। কারণ লক্ষ অস্ত্রের চেয়েও ফতোয়ার শক্তি অনেক ধারালো। মনোচেতনা মানবকর্মের মূল উৎস। সঠিক ফতোয়া সেই মনোচেতনাকে শুদ্ধ করে, আলোড়িত করে, মানবতাবাদী বানায়। মুসলিম সমাজে ফতোয়ার ব্যাপক ও সুদূরপ্রসারী প্রভাব অনস্বীকার্য মন্তব্য করে তিনি বলেন, ধর্মের নামে সন্ত্রাস যারা করছে তারা বেহেশত লাভের প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে বিভ্রান্তিতে জড়িয়েছে। এটা যে বেহেশতের নয়, জাহান্নামের পথ তা যখন বুঝতে পারবে নিশ্চয় তারা এ পথে পা বাড়াবে না। সুতরাং মানবকল্যাণ ও শান্তির ফতোয়ার এই বারতা সন্ত্রাস পুরোপুরি ঠেকাতে না পারলেও এতে যে তা বহুলাংশে হ্রাস পাবে তাতে সন্দেহ নেই। ফতোয়ার ফলে সন্ত্রাসের মদদদাতারা হতোদ্যম হবে, দ্বিধাহীনভাবে তা বলা যায়। কিন্তু যারা জাগতিক স্বার্থ সামনে রেখে অর্থ, নারী ও ক্ষমতার জন্য হিংস্রতা-বর্বরতাকে অবলম্বন বানিয়েছে, কোরআনের ভাষায় অন্তরে যাদের মরচে পড়েছে তাদের কথা স্বতন্ত্র। দেশের লাখো আলেম ওলামার দেওয়া জঙ্গিবাদ সন্ত্রাসবাদবিরোধী ফতোয়ায় জঙ্গিবাদ বেহেশতের পথ বলে জঙ্গিবাদীরা যে বিভ্রান্তি ছড়াচ্ছে তা অপনোদনের চেষ্টা করা হয়েছে। বিপথগামীরা এই ফতোয়ার মাধ্যমে সঠিক পথ খুঁজে পেলে অর্থাৎ সন্ত্রাস ও জঙ্গিবাদের পথ ছেড়ে আল্লাহ ও তার রসুল (সা.)-এর নির্দেশিত শান্তি ও কল্যাণের পথে ফিরে এলে তা এক বিরাট অর্জন বলে বিবেচিত হবে।
শিরোনাম
- নেপালের প্রথম নারী অ্যাটর্নি জেনারেল সবিতা
- খেলার বাইরে রাজনীতি: ভারত–পাকিস্তান ম্যাচে ইতিহাসে নজিরবিহীন বিতর্ক
- ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে মামলা
- ইসরায়েলকে রুখতে ইসলামিক সামরিক জোট গঠনের আহ্বান ইরাকের
- শাহ আমানত বিমানবন্দরে হারানো ব্যাগ ফেরত পেলেন ইন্দোনেশিয়ান নাগরিক
- ভারতের কাছে পাকিস্তানের হারের প্রধান তিন কারণ
- বাঁশবোঝাই ট্রাকের পেছনে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
- ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল বার্সেলোনা
- পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় চালু হচ্ছে আজ
- আমেরিকার ‘মিত্র’ কাতারের প্রতি ইসরায়েলকে ‘খুব সতর্ক’ হতে হবে : ট্রাম্প
- ইসরায়েলের হামলায় গাজায় অর্ধশতাধিক নিহত, দুর্ভিক্ষে মৃত বেড়ে ৪২২
- পদোন্নতির অপেক্ষায় সহস্রাধিক প্রভাষক
- সিডনির পাঞ্জবোলে নারায়ণগঞ্জ জালকুড়ির পুনর্মিলনী অনুষ্ঠিত
- ঠাকুরগাঁওয়ে মৃত্যুদাবির চেক হস্তান্তর
- স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা-ছুরিকাঘাত, অভিযোগ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে
- বগুড়ায় দুই হোটেলকে লাখ টাকা জরিমানা
- নাটোরে বাস-ট্রাকে তল্লাশি, ১৭৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৪
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৬৯৬ মামলা
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
- মোংলায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
জঙ্গিবাদবিরোধী ফতোয়া
বিপথগামীরা শান্তির পথে ফিরে আসুক
Not defined
প্রিন্ট ভার্সন
