ঈদের অগ্রিম বাস টিকিট ছাড়ার প্রথম দিনেই গত মঙ্গলবার রাজধানীর সব বাস কাউন্টার থেকে টিকিট উধাও হয়ে গেছে। বলা হচ্ছে সব টিকিটই বিক্রি হয়ে গেছে কাউন্টার থেকে। বাসের টিকিট যেন সোনার হরিণ। গতকাল প্রথম দিন সকালে গাবতলী বাস টার্মিনাল, কল্যাণপুর এবং মিরপুর মাজার রোডের কাউন্টারগুলোয় দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের টিকিটপ্রত্যাশীদের ছিল দীর্ঘলাইন। কাউন্টারে ভিড় করা যাত্রীদের অধিকাংশই টিকিট পাননি বলে অভিযোগ করেছেন। বাস কাউন্টারে টিকিট না পাওয়া গেলেও কালোবাজারে অভাব নেই। ৫০০ টাকার বদলে ৮০০ টাকা দিলেই টিকিট চলে আসছে ক্রেতার হাতে। বাস কাউন্টারে টিকিট না থাকায় যাত্রীরা নিরুপায় হয়ে এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ছোটাছুটি করছেন। টিকিটের জন্য অনেককে হাহুতাশও করতে দেখা গেছে। চলতি বছর অনলাইনেও বাসের টিকিট কিনেছেন অনেকে। তবে সে ক্ষেত্রেও অভিযোগ রয়েছে টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বিক্রি হয়ে গেছে নির্ধারিত টিকিট। রাজধানীর অন্য সব বাস টার্মিনালে বাসের টিকিটের জন্য হাহাকার লক্ষ্য করা গেলেও সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা গেছে ভিন্ন চিত্র। সেখানে নেই আগাম টিকিট সংগ্রহের ভিড়। সাধারণত সায়েদাবাদ থেকে ছেড়ে যাওয়া বাসগুলোতে অগ্রিম টিকিট বিক্রির প্রয়োজন হয় না। পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে পর্যাপ্ত গাড়ি থাকায় সেখানকার কাউন্টারে সব সময়ই টিকিট পাওয়া যায়। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করা আমাদের দেশের প্রচলিত রীতি। এ জন্য যত কষ্ট হোক, যত বাড়তি অর্থ হোক তার বিনিময়েও পরিবহন টিকিট পেতে উন্মুখ থাকে ঘরমুখো যাত্রীরা। ঈদ উপলক্ষে দূরপাল্লার পরিবহনের সংখ্যা বৃদ্ধি পেলেও সে তুলনায় যাত্রীর সংখ্যা অনেক বেশি বেড়ে যাওয়ায় ঠাঁই নেই ঠাঁই নেই অবস্থার সৃষ্টি হয়। চলতি বছর টিকিট বিক্রির ব্যবস্থাপনায় বৈচিত্র্য এলেও কীভাবে কালোবাজারিদের কাছে টিকিট চলে যাচ্ছে সে সদুত্তর কারও কাছ থেকে পাওয়া যায়নি। টিকিট কালোবাজারি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীগুলো যথার্থ ভূমিকা রাখলে কালোবাজারি অনেকাংশে বন্ধ করা যাবে। কালোবাজারি বন্ধে দূরপাল্লার বাসের সংখ্যা বাড়ানোর কথা ভাবা যেতে পারে।
শিরোনাম
- ফিলিপাইনে পর এবার ভিয়েতনামে তাণ্ডব চালাচ্ছে কালমেগি
- দুই বছরের লড়াই শেষে যুদ্ধবিরতিতে সম্মত আরএসএফ
- চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- সিরিয়ার প্রেসিডেন্ট শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ
- জুলাই সনদের ঐকমত্যের আইনানুগ বাস্তবায়নের আহ্বান বিএনপির
- আর্থিক খাতে জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনায় নির্দেশিকা জারি
- দুই ভাইয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ
- জরুরি প্রয়োজন ছাড়া চিকিৎসকদের বদলি-পদায়ন আপাতত বন্ধ
- জকসু’র খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার ১৬৩৬৫
- আফগানিস্তানে ফের গোলাবর্ষণ পাকিস্তানের
- জবিতে প্রথমবর্ষের ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
- ইতালি যাওয়া হলো না সেই বিড়াল ক্যান্ডির
- শহিদুল আলমের মনোনয়নের দাবিতে সাতক্ষীরা-৩ আসনে বিক্ষোভ সমাবেশ
- চীনের ট্যুরিজম ডেভেলপমেন্ট প্রোগ্রামে আমন্ত্রণ পেলেন শাবির অধ্যাপক ইফতেখার
- মাদারীপুরে জাহানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মিছিল
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- লজিস্টিক নীতিমালা প্রণয়নে বিনিয়োগ ও রপ্তানিতে আসবে গতি : প্রেস সচিব
- নতুন রূপে ফিরছে ‘প্রিডেটর’, এবার দেখা যাবে বাংলাদেশেও
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ১৯৪
- গাকৃবিতে ‘গমের ব্লাস্ট রোগ দ্রুত শনাক্তকরণ কিটের কার্যকারিতা যাচাই’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত