ভারত ও পাকিস্তানের সম্পর্ক তিক্ততার শেষ ধাপে উপনীত হতে চলেছে। কাশ্মীরের সীমান্তবর্তী উরি সেনা ঘাঁটিতে পাকিস্তান থেকে আসা জঙ্গিদের হামলায় গত রবিবার ১৮ জন ভারতীয় সৈন্য নিহত হওয়ার পর দিল্লির মোদি সরকার প্রচণ্ড চাপের মুখে পড়েছে বলেই মনে হয়। ভারতীয় সেনাবাহিনী এ জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করছে এবং তারা প্রতিঘাত করে প্রতিশোধ নেওয়ার জন্য উন্মুখ হয়ে উঠেছে। উরি ঘটনার পর পরিস্থিতির অবনতি ঘটার মতো আরও কিছু ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভারতে অনুপ্রবেশের সময় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলি শুরু হলে ১১ জন নিহত হন। নিহতদের ১০ জনই জঙ্গি এবং একজন ভারতীয় সেনা। ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় ভূখণ্ডে ওইদিন গুলিবর্ষণও করেছে। কাশ্মীর সীমান্তে হঠাৎ করে উত্তেজনা বৃদ্ধির পেছনে জঙ্গি সংগঠন না পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থার কারসাজি জড়িত তা স্পষ্ট নয়। তবে মুজাহিদ কিংবা জঙ্গি সংগঠনের নামে কাশ্মীরে অপতত্পরতা চালানোর অতীত রেকর্ড রয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর। কারগিলে ১৯৯৯ সালে পাকিস্তানি সেনাবাহিনী আগ্রাসন চালিয়ে এটিকে কাশ্মীরি মুজাহিদদের কাজ বলে সাফাই গেয়েছিল। পরবর্তীতে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ এবং চিফ অব দ্য স্টাফ জেনারেল আজিজের রেকর্ডকৃত টেলিফোন আলাপ ফাঁস করে দেওয়া হলে পাকিস্তান মাথানত করতে বাধ্য হয়। প্রমাণিত হয় পাকিস্তান সরকারকে না জানিয়ে সে দেশের সেনাবাহিনী কারগিলে অভিযান চালিয়েছে নির্বাচিত সরকারকে বিব্রত অবস্থায় ঠেলে দেওয়ার জন্য। উরির ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনা বিশ্বজুড়ে উৎকণ্ঠা সৃষ্টি করেছে। সেনাবাহিনী এবং অন্যান্য দিক থেকে মোদি সরকার চাপের মুখে থাকলেও দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ বাধলে তা নিয়ন্ত্রণ রাখা যে কঠিন হবে সে বিষয়টিও ভেবে দেখতে হবে। সংঘর্ষের বদলে ভারত পাকিস্তান সরকারের ওপর আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করলে তা অনেক বেশি কাজের কাজ বলে বিবেচিত হবে। পাকিস্তান সরকার নিজেদের দোষ এড়ানোর স্বার্থেই উরি ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। যুদ্ধে জড়িয়ে দেশের অর্থনীতির বারোটা না বাজিয়ে কূটনৈতিকভাবে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করাই হবে বিধেয়। ভারত সে পথ এগোবে বন্ধুদেশ হিসেবে আমরা তেমনটিই দেখতে চাই।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা