ভারত ও পাকিস্তানের সম্পর্ক তিক্ততার শেষ ধাপে উপনীত হতে চলেছে। কাশ্মীরের সীমান্তবর্তী উরি সেনা ঘাঁটিতে পাকিস্তান থেকে আসা জঙ্গিদের হামলায় গত রবিবার ১৮ জন ভারতীয় সৈন্য নিহত হওয়ার পর দিল্লির মোদি সরকার প্রচণ্ড চাপের মুখে পড়েছে বলেই মনে হয়। ভারতীয় সেনাবাহিনী এ জঙ্গি হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করছে এবং তারা প্রতিঘাত করে প্রতিশোধ নেওয়ার জন্য উন্মুখ হয়ে উঠেছে। উরি ঘটনার পর পরিস্থিতির অবনতি ঘটার মতো আরও কিছু ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভারতে অনুপ্রবেশের সময় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলি শুরু হলে ১১ জন নিহত হন। নিহতদের ১০ জনই জঙ্গি এবং একজন ভারতীয় সেনা। ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় ভূখণ্ডে ওইদিন গুলিবর্ষণও করেছে। কাশ্মীর সীমান্তে হঠাৎ করে উত্তেজনা বৃদ্ধির পেছনে জঙ্গি সংগঠন না পাকিস্তানের সেনা গোয়েন্দা সংস্থার কারসাজি জড়িত তা স্পষ্ট নয়। তবে মুজাহিদ কিংবা জঙ্গি সংগঠনের নামে কাশ্মীরে অপতত্পরতা চালানোর অতীত রেকর্ড রয়েছে পাকিস্তানি সেনাবাহিনীর। কারগিলে ১৯৯৯ সালে পাকিস্তানি সেনাবাহিনী আগ্রাসন চালিয়ে এটিকে কাশ্মীরি মুজাহিদদের কাজ বলে সাফাই গেয়েছিল। পরবর্তীতে ভারতের পক্ষ থেকে পাকিস্তানের তৎকালীন সেনাপ্রধান জেনারেল পারভেজ মোশাররফ এবং চিফ অব দ্য স্টাফ জেনারেল আজিজের রেকর্ডকৃত টেলিফোন আলাপ ফাঁস করে দেওয়া হলে পাকিস্তান মাথানত করতে বাধ্য হয়। প্রমাণিত হয় পাকিস্তান সরকারকে না জানিয়ে সে দেশের সেনাবাহিনী কারগিলে অভিযান চালিয়েছে নির্বাচিত সরকারকে বিব্রত অবস্থায় ঠেলে দেওয়ার জন্য। উরির ঘটনা নিয়ে দুই দেশের মধ্যে সৃষ্ট উত্তেজনা বিশ্বজুড়ে উৎকণ্ঠা সৃষ্টি করেছে। সেনাবাহিনী এবং অন্যান্য দিক থেকে মোদি সরকার চাপের মুখে থাকলেও দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ বাধলে তা নিয়ন্ত্রণ রাখা যে কঠিন হবে সে বিষয়টিও ভেবে দেখতে হবে। সংঘর্ষের বদলে ভারত পাকিস্তান সরকারের ওপর আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করলে তা অনেক বেশি কাজের কাজ বলে বিবেচিত হবে। পাকিস্তান সরকার নিজেদের দোষ এড়ানোর স্বার্থেই উরি ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। যুদ্ধে জড়িয়ে দেশের অর্থনীতির বারোটা না বাজিয়ে কূটনৈতিকভাবে পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি করাই হবে বিধেয়। ভারত সে পথ এগোবে বন্ধুদেশ হিসেবে আমরা তেমনটিই দেখতে চাই।
শিরোনাম
- ১৩০০ কোটি আয়, বক্স অফিসে রাশমিকার রাজত্ব
- যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থী ভর্তি কমেছে ১৭ শতাংশ, বেশি ক্ষতি ভারতের
- দক্ষিণ আফ্রিকা নিতে ফিলিস্তিনিদের কাছে ২ হাজার ডলার করে নিয়েছে রহস্যময় সংস্থা
- ট্রাম্পের আমন্ত্রণে রোনালদো, একই দিনে আসছেন সৌদি যুবরাজ
- ভারতকে হারিয়ে ২২ বছরের আক্ষেপ ঘোচালো বাংলাদেশ
- বাংলাদেশ ব্যাংকের মতিঝিল কার্যালয়ে সঞ্চয়পত্র বিক্রি ও ছেঁড়া নোট বদল বন্ধ
- হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় তার কৃতকর্মের ফল : প্রিন্স
- ‘ফ্যাসিস্ট হাসিনার পতন দেখে যেতে পারেননি মওদুদ, এটা দুঃখজনক’
- ফেব্রুয়ারির প্রথমার্ধে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা
- রাজধানীর কুড়াতলীতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
- হাসিনার পক্ষে অবস্থানকারী শিক্ষকদের চাকরিচ্যুতের দাবি চার বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের
- জার্মানিকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
- যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি তৎপরতায় লিপ্ত ৮০ হাজার বিদেশীর ভিসা বাতিল
- ট্রাম্পের শুল্ক সত্ত্বেও যুক্তরাষ্ট্রে ভারতের রপ্তানি বেড়েছে ১৪ শতাংশ
- ঢাবির সেই ডেপুটি রেজিস্ট্রার কারাগারে
- রংপুর সদর আসনে বিএনপির সামু’র নির্বাচনী প্রচারণা
- বগুড়ার সাবেক ডিসির বিরুদ্ধে চাকরিপ্রার্থীর মামলা
- নারায়ণগঞ্জে যৌথ অভিযানে ৩ কোটি টাকার চায়না দুয়ারি জাল জব্দ
- চট্টগ্রামে শিশু ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
- কোটালীপাড়া উপজেলা পরিষদ ও থানায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ
ভারত পাকিস্তান সংঘাত
যুদ্ধ নয় কূটনৈতিক পথে সমাধান খুঁজুন
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর