যানজটে অবরুদ্ধ হয়ে পড়ছে রাজধানী ঢাকা। সংবাদ মাধ্যমে মূর্তিমান এ সমস্যা নিয়ে লেখালেখি একটি রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে। কিন্তু সমস্যাটির রাশ টেনে ধরার দায়িত্ব যাদের, তাদের সম্বিৎ কিছুতেই ফিরছে না। যানজটের অবসানে নানামুখী উদ্যোগ নেওয়া হলেও ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার অবিমৃষ্যকারিতায় তা কোনো কাজেই আসছে না। ঢাকা শুধু দেশের রাজধানীই নয়— দেশের অর্থনীতিরও হৃৎপিণ্ড। দেশজ উৎপাদনের এক-তৃতীয়াংশেরও বেশি ঢাকাকেন্দ্রিক। সস্তা শ্রমের আকর্ষণে বিদেশি বিনিয়োগকারীরা তাদের শিল্প স্থাপনের সম্ভাবতা যাচাইয়ের জন্য বাংলাদেশের রাজধানীতে এসে যানজটে নাকাল হয়ে নেতিবাচক সিদ্ধান্ত নিতে বাধ্য হন। রাজধানী ঢাকার যানজটের প্রধান দুটি কারণের একটি ফুটপাথ-রাজপথ অপদখল। দ্বিতীয়ত, ট্রাফিক ব্যবস্থার লেজেগোবরে অবস্থা। ট্রাফিক কর্তাদের সঙ্গে গণপরিবহনের মালিকদের লেনদেনের সম্পর্ক থাকায় তারা যা ইচ্ছা তাই করার অবাধ স্বাধীনতা ভোগ করছে। যেখানে সেখানে বাস থামিয়ে লোক ওঠানো, ইচ্ছাকৃতভাবে যানজট সৃষ্টি করে বাসে যাত্রী ভরার পাঁয়তারা রাজধানীর যানজটে ইন্ধন জোগাচ্ছে। ফ্লাইওভার, ইউলুপ নির্মাণের দীর্ঘসূত্রতাও যানজটকে স্থায়ী রূপ দিচ্ছে। যখন তখন রাস্তা খোঁড়ার কারণেও বাড়ছে যানজট। স্কুলগুলোতে নিজস্ব পরিবহন না থাকায় রাজধানীতে অন্তত ৫০ হাজার প্রাইভেটকার ব্যবহৃত হচ্ছে শিক্ষার্থী পরিবহনের কাজে। কোচিং নামের অভিশাপ বহালতবিয়তে টিকে থাকায় সে কাজেও শিক্ষার্থীদের যাওয়া আসায় ব্যবহার হচ্ছে হাজার হাজার প্রাইভেটকার। রাজধানীতে যানজট সৃষ্টিতে প্রাইভেটকারের মাত্রাতিরিক্ত ব্যবহার রিকশা কিংবা সিএনজির চেয়েও বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। রাজধানীর যানজট নিয়ন্ত্রণে রাজপথ-ফুটপাথ অপদখল বন্ধে কর্তৃপক্ষকে কঠোর হতে হবে। গণপরিবহনকে দেওয়া ট্রাফিক কর্তৃপক্ষের অবাধ স্বাধীনতায় বাদ সাধতে হবে। বিশৃঙ্খলভাবে রাস্তা পারাপারের লাগামও টেনে ধরতে হবে শক্তভাবে। নির্মাণ খরচ শনৈঃশনৈঃ বৃদ্ধির মতলবে ফ্লাইওভার ও ইউলুপ নির্মাণে যে দীর্ঘসূত্রতার আশ্রয় নেওয়া হচ্ছে সেটিরও অবসান হওয়া দরকার। সবচেয়ে বড় কথা এ সমস্যার সমাধানে কর্তাব্যক্তিদের মধ্যে সততার যে সংকট হয়েছে তা থেকেও বেরিয়ে আসতে হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ