এলোমেলো করে দে মা লুটেপুটে খাই তত্ত্বের কাছে অসহায় হয়ে পড়ছে সাধারণ মানুষ। প্রশাসনের চোখের সামনেই ভুয়া এনজিও, এমএলএম ও ভুঁইফোড় কোম্পানিগুলোর প্রতারণা-জালিয়াতি সামনে চললেও তা দেখার কেউ নেই। সাধারণ মানুষের আমানত লুটে নিয়ে রাতারাতি উধাও হয়ে যাচ্ছে এসব ‘হায় হায় কোম্পানি’। প্রতারক চক্র কোটি কোটি টাকা লুটে নেওয়ার পর পত্রপত্রিকায় হৈচৈ হলেই সরকারি সংস্থাগুলো নড়েচড়ে ওঠে। লোক দেখানো কয়েক দিন তদন্ত চলে, একপর্যায়ে সবকিছুই চাপা পড়ে যায়। শুধু থামে না সর্বস্ব হারানো লোকজনের হাহাকার। রাজধানীসহ দেশজুড়ে গড়ে উঠেছে বিপুলসংখ্যক মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম কোম্পানি। ২০০২ সালে দেশে এমএলএম কোম্পানি ছিল ১৬টি, ২০০৬ সালে তা বেড়ে দাঁড়ায় ২৪টিতে। বর্তমানে সরকারি হিসাবে ৬৯টি এমএলএম কোম্পানির অনুমোদন থাকলেও বাস্তবে ২ শতাধিক কোম্পানি ‘কাজ’ করছে। এসব ছাড়াও প্রতারণার বিষমন্ত্রকে সম্বল করে ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তান থেকে নতুন নতুন সংস্থা বাংলাদেশে আসছে। তারাও মাল্টিপারপাস আদলের সার্টিফিকেট জোগাড় করে সাজাচ্ছে প্রতারণার পসরা। স্মর্তব্য, ২০১৩ সালের অক্টোবরে মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণে আইন প্রণয়ন করা হয়। ওই আইনে এমএলএম পদ্ধতিতে ব্যবসার জন্য লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করে তা দেওয়ার দায়িত্ব দেওয়া হয় রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসকে। এ আইনের অধীনে যারা লাইসেন্স পেয়েছে, তারা যেমন স্বচ্ছভাবে ব্যবসা পরিচালনা করছে না, তেমন বৈধ অনুমতি না নিয়েও অলীক স্বপ্ন দেখিয়েও অনেকে সাধারণ মানুষের পকেট কাটছে। দেশে এমএলএম কোম্পানির নামে যে প্রতারণা ব্যবসা চলছে তার পেছনে নিয়ন্ত্রক সংস্থাগুলোর কর্তাব্যক্তিদের যোগসাজশ থাকায় তারা যা ইচ্ছা তাই করার অবাধ স্বাধীনতা পাচ্ছে। দেশবাসীকে প্রতারণার হাত থেকে বাঁচাতে এ ব্যাপারে সরকার কুম্ভকর্ণের ঘুম থেকে জেগে উঠবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল