এলোমেলো করে দে মা লুটেপুটে খাই তত্ত্বের কাছে অসহায় হয়ে পড়ছে সাধারণ মানুষ। প্রশাসনের চোখের সামনেই ভুয়া এনজিও, এমএলএম ও ভুঁইফোড় কোম্পানিগুলোর প্রতারণা-জালিয়াতি সামনে চললেও তা দেখার কেউ নেই। সাধারণ মানুষের আমানত লুটে নিয়ে রাতারাতি উধাও হয়ে যাচ্ছে এসব ‘হায় হায় কোম্পানি’। প্রতারক চক্র কোটি কোটি টাকা লুটে নেওয়ার পর পত্রপত্রিকায় হৈচৈ হলেই সরকারি সংস্থাগুলো নড়েচড়ে ওঠে। লোক দেখানো কয়েক দিন তদন্ত চলে, একপর্যায়ে সবকিছুই চাপা পড়ে যায়। শুধু থামে না সর্বস্ব হারানো লোকজনের হাহাকার। রাজধানীসহ দেশজুড়ে গড়ে উঠেছে বিপুলসংখ্যক মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম কোম্পানি। ২০০২ সালে দেশে এমএলএম কোম্পানি ছিল ১৬টি, ২০০৬ সালে তা বেড়ে দাঁড়ায় ২৪টিতে। বর্তমানে সরকারি হিসাবে ৬৯টি এমএলএম কোম্পানির অনুমোদন থাকলেও বাস্তবে ২ শতাধিক কোম্পানি ‘কাজ’ করছে। এসব ছাড়াও প্রতারণার বিষমন্ত্রকে সম্বল করে ভারত, মালয়েশিয়া, শ্রীলঙ্কা ও পাকিস্তান থেকে নতুন নতুন সংস্থা বাংলাদেশে আসছে। তারাও মাল্টিপারপাস আদলের সার্টিফিকেট জোগাড় করে সাজাচ্ছে প্রতারণার পসরা। স্মর্তব্য, ২০১৩ সালের অক্টোবরে মাল্টি লেভেল মার্কেটিং কার্যক্রম নিয়ন্ত্রণে আইন প্রণয়ন করা হয়। ওই আইনে এমএলএম পদ্ধতিতে ব্যবসার জন্য লাইসেন্স নেওয়ার বাধ্যবাধকতা আরোপ করে তা দেওয়ার দায়িত্ব দেওয়া হয় রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসকে। এ আইনের অধীনে যারা লাইসেন্স পেয়েছে, তারা যেমন স্বচ্ছভাবে ব্যবসা পরিচালনা করছে না, তেমন বৈধ অনুমতি না নিয়েও অলীক স্বপ্ন দেখিয়েও অনেকে সাধারণ মানুষের পকেট কাটছে। দেশে এমএলএম কোম্পানির নামে যে প্রতারণা ব্যবসা চলছে তার পেছনে নিয়ন্ত্রক সংস্থাগুলোর কর্তাব্যক্তিদের যোগসাজশ থাকায় তারা যা ইচ্ছা তাই করার অবাধ স্বাধীনতা পাচ্ছে। দেশবাসীকে প্রতারণার হাত থেকে বাঁচাতে এ ব্যাপারে সরকার কুম্ভকর্ণের ঘুম থেকে জেগে উঠবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
এমএলএম সমাচার
প্রতারণানির্ভর ব্যবসা বন্ধ হোক
Not defined
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর