২০০৮ সালের আগস্টে পারভেজ মোশাররফ ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন। তার পর থেকে পাকিস্তানে এক নাগাড়ে বেসামরিক শাসন চলছে আট বছর ধরে। পাকিস্তানের ইতিহাসে কোনো নির্বাচিত সরকারের পূর্ণ মেয়াদে ক্ষমতায় থাকার রেকর্ডও স্থাপিত হয়েছে এই সময়ে। পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর নাক গলানো থেকে বিরত থাকার এই সুসময় আর দীর্ঘায়িত হবে কিনা তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন সৃষ্টি হয়েছে। ২০১৬-এর ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরি সীমান্তে ভারতীয় সেনা ঘাঁটিতে জঙ্গি হামলা চালিয়ে ১৮ জনকে হত্যার ঘটনা পাকিস্তান সেনাবাহিনীর পুতুলনাচের ইতিকথা কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাকিস্তান প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছিল বাংলাদেশের মানুষ। কিন্তু পাকিস্তানের ২৪ বছরে সংখ্যাগুরু বাঙালিরা পাকিস্তানের অন্য অংশের কাছ থেকে উপেক্ষা আর বঞ্চনা ছাড়া কিছু পায়নি। ১৯৭০ সালে বাঙালিদের দল আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ আসনে জিতলেও তাদের হাতে ক্ষমতা দেওয়া হয়নি। তার বদলে ’৭১-এর ২৫ মার্চ বাঙালি জাতির ওপর সেনাবাহিনী লেলিয়ে দেওয়া হয়। শুরু হয় গণহত্যা। যার বিরুদ্ধে বাঙালিরা বঙ্গবন্ধুর আহ্বানে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। পাকিস্তানিরা আলবদর, আলশামস ও রাজাকারদের সহযোগিতায় এ দেশের ৩০ লাখ মানুষকে হত্যা করে। ৩ লাখ মা-বোনের সম্ভ্রমহানির জন্যও দায়ী পাকিস্তানি হানাদার ও তাদের এ-দেশীয় সহযোগীরা। পাকিস্তান তাদের সেনাবাহিনীর যেসব সদস্য যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত তাদের বিচারের প্রতিশ্রুতি দেয়। এ প্রতিশ্রুতি দিয়েই তারা মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্রবাহিনীর যৌথ কমান্ডের কাছে আত্মসমর্পণকারী ৯৫ হাজার পাকিস্তানিকে দেশে ফিরিয়ে নেওয়ার অনুমতি পায়। তবে সে প্রতিশ্রুতি তারা রক্ষা করেনি। উল্টো বাংলাদেশে যখন গণহত্যা, নারী ধর্ষণ, অগ্নিসংযোগ ও লুটপাটের দায়ে পাকিস্তানি বাহিনীর শীর্ষ সহযোগীদের বিচার হচ্ছে তখন তারা বাংলাদেশবিদ্বেষী প্রপাগান্ডায় নেমেছে।
শিরোনাম
- ঢাবির টিএসসিতে ককটেল বিস্ফোরণ
- মুক্তি পেল ‘ট্রায়াল অব জুলাই ম্যাসাকার’ প্রামাণ্যচিত্র
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪০০ মামলা
- গ্যাস অনুসন্ধানে ১০০ নতুন কূপ খনন কার্যক্রম জোরদার করছে পেট্রোবাংলা
- ভারতীয় দূতকে তলব, গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলা অবিলম্বে বন্ধের আহ্বান
- ধোলাইপাড়ে বাসে আগুন
- বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- দেশের মানুষের সেবক হয়ে কাজ করবেন তারেক রহমান: ভিপি সাইফুল
- থাইল্যান্ড-কম্বোডিয়ার সৈন্যদের আবারও পাল্টাপাল্টি হামলা, নিহত ১
- আবুধাবি টি-১০ লিগে খেলার জন্য এনওসি পেলেন সাইফ
- বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’র যাত্রা শুরু
- মার্কিন হামলার আশঙ্কায় গেরিলা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ভেনেজুয়েলা
- ‘রাজপথের সঙ্গীদের প্রতি আহ্বান, দয়া করে পরিস্থিতি ঘোলাটে করবেন না’
- সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৭
- তদন্তের জালে তুর্কি ফুটবল, দুই লিগ স্থগিত
- রেলপথ ও স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
- প্রি-রিলিজেই ৪০০ কোটির ক্লাবে বিজয়ের ‘জন নায়াগান’
- লালদিয়া টার্মিনালে আসছে ৮০০ মিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ : আশিক মাহমুদ
- ঢাবির সব খেলার মাঠ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের
ইতিহাস
পাকিস্তানের রাজনীতি
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
সর্বশেষ খবর