দেশে সামাজিক অস্থিরতা ভয়াবহভাবে বাড়ছে এবং তা সাম্প্রতিক সময়ের একটি উদ্বেগজনক বিষয় হয়ে দাঁড়িয়েছে। মাদকাসক্তি ও মূল্যবোধের সংকট সামাজিক অস্থিরতায় ইন্ধন জোগাচ্ছে। বাড়াচ্ছে হানাহানি ও অকারণ রক্তপাতের ঘটনাও। এমনকি জঙ্গিবাদের উত্থান অপচেষ্টার সঙ্গেও এ অস্থিরতার যোগসূত্র রয়েছে বলে মনে করা হয়। সাম্প্রতিক সময়ে পরিবহন ধর্মঘট ছিল সারা দেশের একটি আলোচিত বিষয়। আদালতের রায়ের বিরুদ্ধে যারা ধর্মঘট ও সহিংসতার উসকানি দিয়েছেন তাদের মানসিক সুস্থতার বিষয়টি যে প্রশ্নবিদ্ধ তা সহজে অনুমেয়। এ হানাহানি দেশের অর্থনীতির জন্য যেমন সমূহ ক্ষতির কারণ সৃষ্টি করেছে তেমনি লাখ লাখ মানুষের জীবনে ডেকে এনেছে বিড়ম্বনা। বেপরোয়া গাড়ি চালিয়ে পাঁচজনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এবং পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার দায়ে আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আহূত ধর্মঘট ও নৈরাজ্য নিজেদের জন্যও যে কল্যাণকর হয়নি তা স্পষ্ট। সহিংসতায় একজন শ্রমিকের মৃত্যু এবং এ-সংক্রান্ত মামলায় বিপুলসংখ্যক পরিবহন শ্রমিকের জন্য যে দুর্ভোগ অনিবার্য হয়ে উঠবে তা কোনোভাবে কাম্য ছিল না। মাদকাসক্তি দেশের যুবসমাজকে সর্বনাশের গহ্বরে ঠেলে দিচ্ছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের মধ্যে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ভয়াবহভাবে বিস্তার লাভ করছে। বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কথায় কথায় সংঘর্ষ ও সহিংসতা দানা বেঁধে ওঠার পেছনে মাদকাসক্তির প্রভাব একটি দৃষ্টিযোগ্য বিষয়। যে ছাত্রসমাজ দেশের স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছে, একসময় জাতির আশা-আকাঙ্ক্ষার লক্ষ্যস্থল হিসেবে বিবেচিত হয়েছে যারা, তাদের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব বাড়ছে অনভিপ্রেতভাবে। সন্ত্রাসবাদ ও কূপমণ্ডূকতার প্রতিভূ জঙ্গিবাদের সঙ্গে দৃশ্যত শিক্ষার্থীদের জড়িয়ে পড়ার পেছনে মাদকাসক্তি ও মূল্যবোধহীন শিক্ষার সম্পর্ক আছে বলে ধারণা করা হয়। সামাজিক শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে মাদকাসক্তি রোধ ও সমাজে মূল্যবোধ প্রতিষ্ঠায় যত্নবান হতে হবে। দেশের প্রাণশক্তি যুবসমাজকে সব ধরনের সর্বনাশা থাবা থেকে মুক্ত করতে সমাজসংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা কাম্য।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
সামাজিক অস্থিরতা
সর্বনাশা থাবা ঠেকাতে হবে
Not defined
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর