গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলে শক্তিশালী বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১০ জনকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন এবং তিনজনকে ১৪ বছর কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে। রবিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের গুলি করে দণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়। একই ট্রাইব্যুনালে একই সময়ে গোপালগঞ্জ শহরের একটি বাড়ি থেকে বোমা ও বিস্ফোরকদ্রব্য উদ্ধারের আরেক মামলায় নয় আসামিকে ২০ বছর করে কারাদণ্ডের রায় দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এযাবৎ চারবার হত্যার চেষ্টা চলেছে। এ অপচেষ্টার সঙ্গে জড়িত ছিল হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি-বি) নামের জঙ্গি সংগঠন। এ জঙ্গি দলের প্রধান মুফতি হান্নান ছিলেন হত্যা ষড়যন্ত্রের মূল হোতা। প্রথম হত্যা অপচেষ্টা মামলার বিচারের রায় দেওয়া হলো দীর্ঘ ১৭ বছর পর। মামলার রায়ে অভিযুক্তদের উচিত সাজাই দেওয়া হয়েছে। তবে এ মামলার তদন্ত ও বিচারের দীর্ঘসূত্রতা দুর্ভাগ্যজনক। দেশের প্রধানমন্ত্রীর হত্যা অপচেষ্টার মতো স্পর্শকাতর মামলার তদন্ত এবং বিচারে ১৭ বছর কেটে যাওয়া কাম্য ছিল না। এ হত্যা অপচেষ্টার মূল পরিকল্পনাকারী মুফতি হান্নান অবশ্য অন্য এক মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এ বছরের ১২ এপ্রিল তার ফাঁসি কার্যকর হয়েছে। সিলেটের হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে ব্রিটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলার মামলায় তাকে ফাঁসির রায় দেওয়া হয়। কোটালীপাড়ার জনসভাস্থলে শক্তিশালী বোমা পেতে রাখা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে। সে বোমা বিস্ফোরিত হলে শুধু প্রধানমন্ত্রী নন, শত শত মানুষের জীবন সংহারেরও আশঙ্কা ছিল। এ ক্ষেত্রে দোষীদের সর্বোচ্চ শাস্তিই প্রাপ্য ছিল এবং ঢাকায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিজ্ঞ বিচারকের রায়ে সে বিষয়টিই নিশ্চিত হয়েছে। আমরা আশা করব, এ রায় দ্রুত বাস্তবায়নেরও উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ২১ আগস্টসহ অন্যসব স্পর্শকাতর মামলার দ্রুত নিষ্পত্তিও কাম্য। হত্যা ষড়যন্ত্রের মতো অপরাধ সংঘটনে কেউ যাতে সাহস না পায় তা নিশ্চিত করতেই দ্রুত বিচারের বিষয়টি জরুরি।
শিরোনাম
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
১০ জঙ্গির মৃত্যুদণ্ড
এ রায় অভিনন্দনযোগ্য
Not defined
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর