কোম্পানিকা মাল দরিয়া মে ঢাল বলে একটি প্রবচন আমাদের দেশে প্রচলিত। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একশ্রেণির কর্মকর্তা-কর্মচারীর কাছে এ প্রতিষ্ঠানটি যেন কোম্পানির মাল হিসেবেই বিবেচিত। যে কারণে লুটপাট যেমন এ প্রতিষ্ঠানের নিত্য অনুষঙ্গ, তেমন যাচ্ছেতাই কর্মকা-ও বিমানের কর্মী-কর্মকর্তাদের একাংশের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এ অভ্যাসের কারণেই উদ্বোধনের মাত্র ছয় দিনের মাথায় অত্যাধুনিক উড়োজাহাজ আকাশবীণা ড্রিমলাইনার ৭৮৭-এর জরুরি দরজার অংশবিশেষ বা র্যাফট ভেঙে গেছে এক প্রকৌশলীর ভুল অপারেশনের কারণে। মোস্তাফিজুর রহমান নামের ওই ‘করিৎকর্মা’ প্রকৌশলীকে তৎক্ষণাৎ বরখাস্ত করা হয়েছে। স্মর্তব্য, জরুরি অবতরণের পর উড়োজাহাজের জরুরি দরজা খোলার সঙ্গে সঙ্গে বাইরের দিকে বেলুনের মতো একটি স্লাইডিং সিঁড়ি স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসে। যেখানে যাত্রীরা লাফিয়ে পড়ে উড়োজাহাজের বাইরে বেরিয়ে আসতে পারেন, এটি র্যাফট বলে পরিচিত। এই র্যাফট একবার ব্যবহারযোগ্য। দরজা থেকে ভেঙে নিচে পড়ে যাওয়ায় এটি আর ব্যবহার করা যায় না। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ড্রিমলাইনারের সিঙ্গাপুর ফ্লাইটের প্রস্তুতি চলছিল। এটি বোর্র্ডিং ব্রিজে সংযুক্ত অবস্থায় যাত্রীদের জন্য ড্রিমলাইনারে খাবার তোলা হচ্ছিল। এ সময় প্রকৌশল বিভাগের মোস্তাফিজুর রহমান হঠাৎ দরজা অন করতে গিয়ে ভুল বাটনে চাপ দিলে আসল দরজা না খুলে ইমারজেন্সি ডোরের র্যাফট ভেঙে পড়ে যায়। পরে র্যাফট ছাড়াই ড্রিমলাইনার দিয়ে ফ্লাইট অপারেট করা হয়। বিমানের কর্মীদের ভুল অপারেটের ঘটনা এটিই নতুন নয়। কর্মকর্তা-কর্মচারীদের অনেকে দায়িত্ব পালনের বদলে নানা বাণিজ্যে ব্যস্ত থাকায় ভুলের পরিধি বাড়ছে। প্রধানমন্ত্রী আকাশবীণার উদ্বোধনকালে বিমানের সুনাম রক্ষার তাগিদ দিয়েছেন। উদ্বোধনের ছয় দিনের মাথায় ভুল অপারেটের কারণে বিমানের র্যাফট নষ্ট করে প্রমাণ করা হলো এ প্রতিষ্ঠানের কর্মীরা শোধরানোর নয়। আমরা শুধু দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তির শাস্তিই নয়, অদক্ষ প্রকৌশলীর নিয়োগের সঙ্গে যারা জড়িত তাদের জবাবদিহির আওতায় আনা উচিত বলে মনে করছি। কর্তৃপক্ষ বিষয়টি ভেবে দেখলেই ভালো করবেন।
শিরোনাম
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
আকাশবীণায় অপঘাত
দায়ী ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর