রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য বিষফোঁড়ায় পরিণত হয়েছে। প্রতি বছর বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিকদের জন্য ব্যয় হচ্ছে অন্তত ৩ হাজার কোটি টাকা। রোহিঙ্গাদের কারণে কক্সবাজারের পরিবেশ ইতিমধ্যে বিপদাপন্ন হয়ে উঠেছে। গাছপালা টিলা নিধনে প্রকৃতির যে ক্ষতি হয়েছে তা আর্থিক হিসেবে তুলে ধরা সম্ভব নয়। স্বভাবতই বাংলাদেশের মতো অসচ্ছল ও ঘনবসতির দেশে ১১ লাখের বেশি বিপদাপন্ন মানুষকে দীর্ঘদিন পোষা সম্ভব নয়। স্মর্তব্য, প্রতি বছর রোহিঙ্গাদের জন্য ব্যয় হচ্ছে সাড়ে ৮ হাজার থেকে ১০ হাজার কোটি টাকা। আর জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরসহ বিভিন্ন বৈদেশিক সাহায্য সংস্থা থেকে অনুদান পাওয়া যাচ্ছে প্রয়োজনের ৭০ থেকে ৭৫ শতাংশ অর্থ। ফলে বাধ্য হয়েই অতিরিক্ত ২৫ থেকে ৩০ শতাংশ অর্থ মেটাতে হচ্ছে সরকারকে। কক্সবাজারের পরিবেশ রক্ষায় রোহিঙ্গাদের ভাসানচরে আবাসন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও তাদের আপত্তির মুখে স্থগিত করা হয়েছে। জাতিসংঘ ও ইউএনএইচসিআর রোহিঙ্গাদের ভাসানচরে সরিয়ে নেওয়ার বিরোধিতা করছে। এর ফলে ভাসানচরে অবকাঠামো নির্মাণে সরকার যে অর্থ ব্যয় করেছে তা অপচয় হয়েছে বলে মনে করা হচ্ছে। ইউএনএইচসিআরের তথ্যমতে, রোহিঙ্গা শিবিরগুলোয় প্রতি মাসে ২ হাজারের বেশি শিশু জন্ম নিচ্ছে। ফলে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকের সংখ্যা ১১ লাখ হলেও প্রতিদিনই তাদের সংখ্যা বাড়ছে। এতে কয়েক বছরের মধ্যে ওই অঞ্চলে রোহিঙ্গা নাগরিকের সংখ্যা বিপুলভাবে বেড়ে যাবে; যা ওই এলাকার সামাজিক ক্ষেত্রে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। নিজেদের স্বার্থেই রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠাতে বাংলাদেশকে আরও তৎপর হতে হবে। রাখাইনে তাদের জন্য নিরাপদ এলাকা সৃষ্টিতে মিয়ানমার যাতে রাজি হয় এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। দুই বন্ধু দেশ চীন ও ভারতের সহযোগিতা এ ক্ষেত্রে আশার আলো দেখাতে পারে। মিয়ানমারের ওপর তাদের প্রভাব থাকায় এ দুটি দেশ রোহিঙ্গা সমস্যার সমাধানে এগিয়ে এলে তা বাংলাদেশের জন্য শাপমুক্তির সুযোগ সৃষ্টি করবে।
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
রোহিঙ্গা সমস্যা
বাংলাদেশের জন্য বিষফোঁড়া
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর