সোমবার, ৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

কোরআন ও হাদিসের দৃষ্টিতে

পবিত্র কোরআনের সূরা ইবরাহিম এর ৪ নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করছেন, ‘আমি দুনিয়াতে যত রসুল পাঠিয়েছি (আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য) প্রত্যেককে তার স্বজাতির ভাষা (মাতৃভাষা) দিয়ে পাঠিয়েছি, যেন সে তার জাতিকে (মাতৃভাষায় দীনের কথা) বোঝাতে পারে।’ অর্থাৎ আল্লাহর পথে মাতৃভাষায় জনগণকে যেন আহ্বান করতে পারে, এ জন্য নবী-রসুলগণকে মাতৃভাষার জ্ঞান দিয়ে দুনিয়াতে পাঠানো হয়েছে। প্রিয় নবী (সা.) বলেন, আমি আরবের সবচেয়ে বিশুদ্ধভাষী।

সর্বশেষ খবর