ভালো ডাক্তার হওয়ার প্রথম শর্ত ভালো মানুষ হওয়া। এ বক্তব্য একজন ডাক্তারের- যিনি এখন প্রতিবেশী দেশ ভুটানের প্রধানমন্ত্রী। নাম তার ডা. লোটে শেরিং। বাংলাদেশের ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে তিনি এমবিবিএস পাস করেছেন। পরে উচ্চতর শিক্ষা নিয়েছেন রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। বাংলাদেশ সফরে এসে নিজের ২০ বছর আগের শিক্ষাজীবনের স্মৃতিবিজড়িত ময়মনসিংহ মেডিকেল কলেজ পরিদর্শনে যান তিনি। প্রধান অতিথি হিসেবে সেখানকার শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যও দেন। দীর্ঘ এক দশক বাংলাদেশে পড়ার সময়ে বাংলা ভাষা রপ্ত করেছিলেন সেদিনের এই শিক্ষার্থী। বাংলাতেই বক্তব্য দেন তার তখনকার সহপাঠী ও শিক্ষার্থীদের উদ্দেশে। স্মরণ করেন চতুর্থ বর্ষে পড়ার সময় তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকের কক্ষে ঢুকতেই তাকে এক ঘণ্টা বাইরে অপেক্ষা করতে হয়। সেই চিকিৎসক রোগ নির্ণয় ছাড়াই তাকে ওষুধ দেন। সেই ওষুধে সুস্থ না হওয়ায় আবার একই চিকিৎসকের কাছে এলে হাসপাতালে ভর্তি হন। এভাবে কদিন অসুস্থ থাকার পর একদল সার্জন পরিদর্শনে এসে বুঝতে পারেন তার অ্যাপেনডিক্স ফেটে যাওয়ার উপক্রম। তৎক্ষণাৎ তার অস্ত্রোপচার করা হয়। যে সার্জন অস্ত্রোপচার করেন তিনি সে সময় ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, কেন এই ছেলেটাকে ফেলে রাখা হয়েছিল! তাদের সঙ্গে পরামর্শ করলে অনেক আগেই তাকে চিকিৎসা দেওয়া যেত। ভুটানি প্রধানমন্ত্রী বলেন, রাজনীতি করলেও তিনি এখনো চিকিৎসা পেশার সঙ্গে জড়িত। রোগী দেখলে ভালো করে দেখতে হবে। তৎক্ষণাৎ প্রেসক্রিপশন দিলে ডায়াগনসিস মিস হয়ে যায়; যা আমরা সবসময় করি। চিকিৎসকরা দিনরাত রোগীর সেবা করেন বলে আত্মতুষ্টিতে ভুগতে পারেন। কিন্তু রোগীর অসুখের বিষয়টি একটু হালকাভাবে নিলে বা বেখেয়াল হলে রোগীর জীবন বিপন্ন হতে পারে। ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং চিকিৎসা শিক্ষার্থীদের উদ্দেশে যে বক্তব্য দিয়েছেন তা সবার জন্যই প্রাতঃস্মরণীয় হওয়া উচিত। বিশেষ করে দেশের চিকিৎসকদের জন্যও। এ দেশে দক্ষ ও যোগ্য চিকিৎসকের অভাব নেই। তবে রোগীর প্রতি মনোনিবেশ করার মতো চিকিৎসকের অভাব প্রকট। ফলে দেশের মানুষ আস্থার সংকটে ভোগেন। বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা চলে যায় বিদেশে। সুনামহানির শিকার হয় দেশের চিকিৎসা পেশার সংশ্লিষ্টরা; যা হওয়া উচিত নয়।
শিরোনাম
- এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২
- কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানাল বাংলাদেশ
- ফের ভেনেজুয়েলার কথিত ‘মাদকবাহী’ নৌযানে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৩
- খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ একজন আটক
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
ভালো ডাক্তার হওয়ার শর্ত
ভুটানি প্রধানমন্ত্রীর বক্তব্য অনুসরণযোগ্য
প্রিন্ট ভার্সন
