রোজার মাসে কালোবাজারি মুনাফাখোরি ও মজুদদাররা যাতে তৎপর হয়ে উঠতে না পারে তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাজার মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, রোজায় ব্যবহৃত হয় এমনসব নিত্যপণ্যের মজুদ পর্যাপ্ত রয়েছে। বিশেষত ভোজ্যতেল, ছোলা, চিনি, পিয়াজ ইত্যাদি পণ্যের মজুদ চাহিদার চেয়ে বেশি রয়েছে। কেউ এসব পণ্যের দাম বাড়িয়ে রোজাদারদের দুর্ভোগে ফেলার চেষ্টা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে। রোজার মাসে নিত্যপণ্যের দাম অন্য সময়ের চেয়ে বেশি থাকা আমাদের ঐতিহ্যের অংশ হয়ে দাঁড়িয়েছে। গত এক দশকে রোজার বাজার নিয়ন্ত্রণে সরকার চাহিদার চেয়ে অনেক বেশি পণ্যের মজুদ গড়ে তুললেও পরিস্থিতি যে শতভাগ নিয়ন্ত্রণে ছিল তা বলার অবকাশ নেই। বিশেষত চিনির বাজারে অস্থিতিশীলতা সৃষ্টিতে চিনি পরিশোধনকারীদের কারসাজি ছিল লজ্জাজনক ঘটনা। ব্যবসায়ীদের একাংশের মানবিক মূল্যবোধ নিয়ে প্রশ্ন সৃষ্টি করেছে রোজার সময় নানা কৌশলে মূল্যবৃদ্ধির পাঁয়তারা। এবার যাতে কারসাজির অপনায়করা থাবা বিস্তার করতে না পারে সে ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে। গত কয়েক বছরের মতো চলতি বছরও রোজা আসছে গ্রীষ্মের দাবদাহকে সঙ্গী করে। গ্রীষ্মে সবজির বাজার থাকে এমনিতেই চড়া। মাছ-মুরগির দামও থাকে অন্য সময়ের চেয়ে বেশি। রোজার কারণে এসব পণ্যের মূল্যবৃদ্ধির প্রবণতা মানুষের কষ্ট বাড়াতে পারে; যা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনকে কড়া নজর রাখতে হবে। বাজার নিয়ন্ত্রণে চাঁদাবাজি বন্ধে প্রশাসন উদ্যোগ নেবে- এমনটিও প্রত্যাশিত। কারণ প্রতিটি রোজার মাসে রাজনৈতিক টাউট, মস্তান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসৎ সদস্য এবং পরিবহন শ্রমিক ও মালিক সমিতির চাঁদাবাজি তুঙ্গে ওঠে। তারা পণ্যবাহী যানবাহন থেকে যে চাঁদাবাজি করে তার খেসারত দিতে হয় সাধারণ ক্রেতাদের। আমরা আশা করব এ বছর এ লজ্জাজনক ঘটনার পুনরাবৃত্তি হবে না। মাহে রমজানে পণ্যমূল্য বৃদ্ধির প্রবণতা রোধের পাশাপাশি নকল-ভেজাল রোধে প্রশাসন সক্রিয় হবে- এমনটিও দেখতে চায় সাধারণ মানুষ। সিয়াম সাধনার রমজানকে কেউ যাতে বেপরোয়া মুনাফা অর্জনের মাস হিসেবে বেছে না নেয় সে ব্যাপারে প্রশাসনকে সতর্ক থাকতে হবে। এটি তাদের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
রোজার পণ্যবাজার
মূল্যবৃদ্ধির হোতাদের ঠেকাতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর