পাটকল শ্রমিকদের ধর্মঘটে সরকারি পাটকল সংলগ্ন এলাকাগুলোর জনজীবনে অভিশাপ নেমে এসেছে। ধর্মঘটীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করায় ভোগান্তির মুখে পড়ছে সাধারণ মানুষ বিশেষত কর্মজীবী ও শিক্ষার্থীরা। পাটকল শ্রমিকদের ধর্মঘটের পেছনে অবশ্যই যৌক্তিকতা রয়েছে। তারা বকেয়া বেতন ভাতার দাবিতে আন্দোলনে নেমেছেন। বকেয়া বেতন-ভাতার দাবিতে শনিবার তৃতীয় দিনের মতো ঢাকার ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাষ্ট্রায়ত্ত লতিফ বাওয়ানী ও করিম জুট মিলের শ্রমিকরা। তারা ডেমরা-যাত্রাবাড়ী, ডেমরা-রামপুরা ও ডেমরা-শিমরাইল সড়ক অবরোধ করেন। এ সময় গাছের গুঁড়ি, ফেলে যান চলাচল বন্ধ করা হয়। রাস্তায় টায়ার, কাঠ-বাঁশে আগুন জ্বেলে বিক্ষোভ ও লাঠিমিছিল করেন তারা। কয়েকজন গাড়িচালককে পাটকল শ্রমিকরা গাড়ি থেকে নামিয়ে মারধরও করেন। বকেয়া মজুরিসহ নয় দফা দাবিতে খুলনায় আন্দোলনে নামেন রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা। পাটকলের উৎপাদন বন্ধ রেখে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার খালিশপুর নতুন রাস্তা মোড়ে তিন ঘণ্টা রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচিও পালন করেন তারা। আমরা আশা করব শ্রমিকদের বকেয়া বেতন ভাতা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সরকার ত্বরিত ব্যবস্থা নেবে। তবে বছরে প্রায় ৫০০ কোটি টাকা লোকসান করে সরকারি মালিকানাধীন পাটকল নামের স্বেতহস্তি পোষার বিলাসিতা জিইয়ে রাখা উচিত হবে কিনা সে বিষয়টির ভাবতে হবে। দেশের সরকারি পাটকলগুলো জনগণের ট্যাক্সের টাকার অপচয় ছাড়া গত চার যুগে দেশবাসীর জন্য যা উপহার দিয়েছে তা হলো কথায় কথায় ধর্মঘট ও মারদাঙ্গা আচরণ। সোজা কথায় বলা যায় সরকারি পাটকলগুলো জাতির জন্য এতটাই অভিশাপ হয়ে উঠেছে যে, এগুলোর উৎপাদন বন্ধ করে সরকারি তহবিল থেকে বেতন ভাতা দিলে তাতে লোকসানের পরিমাণ কিছুটা কম হবে। কারণ পাট কেনার ক্ষেত্রে যে চুরি এবং ওভারটাইমের নামে যে লুণ্ঠন চলে সে ক্ষেত্রে তার অবসান ঘটবে। আমরা আশা করব সরকারি পাটকলগুলোকে রাজনীতির উপকরণ বানিয়ে আর কৃত্রিমভাবে টিকিয়ে রাখা হবে না। বেসরকারি পাটকলগুলো যেখানে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে টিকে রয়েছে সেখানে সরকারি পাটকলগুলো দেশবাসীর দেওয়া কর অপচয় করার জন্য ব্যবহৃত হবে তা কাম্য হওয়া উচিত নয়।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
সরকারি পাটকল
কৃত্রিমভাবে টিকিয়ে রাখা অযৌক্তিক
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর