পাটকল শ্রমিকদের ধর্মঘটে সরকারি পাটকল সংলগ্ন এলাকাগুলোর জনজীবনে অভিশাপ নেমে এসেছে। ধর্মঘটীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করায় ভোগান্তির মুখে পড়ছে সাধারণ মানুষ বিশেষত কর্মজীবী ও শিক্ষার্থীরা। পাটকল শ্রমিকদের ধর্মঘটের পেছনে অবশ্যই যৌক্তিকতা রয়েছে। তারা বকেয়া বেতন ভাতার দাবিতে আন্দোলনে নেমেছেন। বকেয়া বেতন-ভাতার দাবিতে শনিবার তৃতীয় দিনের মতো ঢাকার ডেমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রাষ্ট্রায়ত্ত লতিফ বাওয়ানী ও করিম জুট মিলের শ্রমিকরা। তারা ডেমরা-যাত্রাবাড়ী, ডেমরা-রামপুরা ও ডেমরা-শিমরাইল সড়ক অবরোধ করেন। এ সময় গাছের গুঁড়ি, ফেলে যান চলাচল বন্ধ করা হয়। রাস্তায় টায়ার, কাঠ-বাঁশে আগুন জ্বেলে বিক্ষোভ ও লাঠিমিছিল করেন তারা। কয়েকজন গাড়িচালককে পাটকল শ্রমিকরা গাড়ি থেকে নামিয়ে মারধরও করেন। বকেয়া মজুরিসহ নয় দফা দাবিতে খুলনায় আন্দোলনে নামেন রাষ্ট্রায়ত্ত নয়টি পাটকলের শ্রমিকরা। পাটকলের উৎপাদন বন্ধ রেখে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শনিবার খালিশপুর নতুন রাস্তা মোড়ে তিন ঘণ্টা রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচিও পালন করেন তারা। আমরা আশা করব শ্রমিকদের বকেয়া বেতন ভাতা প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সরকার ত্বরিত ব্যবস্থা নেবে। তবে বছরে প্রায় ৫০০ কোটি টাকা লোকসান করে সরকারি মালিকানাধীন পাটকল নামের স্বেতহস্তি পোষার বিলাসিতা জিইয়ে রাখা উচিত হবে কিনা সে বিষয়টির ভাবতে হবে। দেশের সরকারি পাটকলগুলো জনগণের ট্যাক্সের টাকার অপচয় ছাড়া গত চার যুগে দেশবাসীর জন্য যা উপহার দিয়েছে তা হলো কথায় কথায় ধর্মঘট ও মারদাঙ্গা আচরণ। সোজা কথায় বলা যায় সরকারি পাটকলগুলো জাতির জন্য এতটাই অভিশাপ হয়ে উঠেছে যে, এগুলোর উৎপাদন বন্ধ করে সরকারি তহবিল থেকে বেতন ভাতা দিলে তাতে লোকসানের পরিমাণ কিছুটা কম হবে। কারণ পাট কেনার ক্ষেত্রে যে চুরি এবং ওভারটাইমের নামে যে লুণ্ঠন চলে সে ক্ষেত্রে তার অবসান ঘটবে। আমরা আশা করব সরকারি পাটকলগুলোকে রাজনীতির উপকরণ বানিয়ে আর কৃত্রিমভাবে টিকিয়ে রাখা হবে না। বেসরকারি পাটকলগুলো যেখানে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে টিকে রয়েছে সেখানে সরকারি পাটকলগুলো দেশবাসীর দেওয়া কর অপচয় করার জন্য ব্যবহৃত হবে তা কাম্য হওয়া উচিত নয়।
শিরোনাম
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- বন্দর রক্ষায় হরতাল-অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
- ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’