গত এক দশকের মধ্যে এ বছর বন্যা সবচেয়ে ভয়াবহভাবে ছোবল হেনেছে এবং দেশের বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে। বন্যায় শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে এবং তার প্রভাব পড়েছে বাজারে। বিস্তীর্ণ এলাকার ফসল নষ্ট হয়ে যাওয়ায় এবং মালামাল পরিবহনে বিঘœ সৃষ্টি হওয়ায় রাজধানীতে কেজিপ্রতি সবজির দাম বেড়েছে গড়ে ২০ থেকে ৩০ টাকা। কাঁচা মরিচের দাম ইতিমধ্যে আকাশ ছোঁয়ার উপক্রম হয়েছে। চাহিদা মেটাতে ভারত থেকে আমদানি করা হচ্ছে কাঁচা মরিচ। পশ্চিম বাংলা, আসাম ও ত্রিপুরায় বন্যা ছোবল হানায় বিহার থেকে আনা হচ্ছে এ নিত্যপণ্যটি। বাজারে এখন প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ২০০ টাকায়। টমেটো, গাজর, শসার দামও আকাশচুম্বী; যা ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীতে বন্যার কোনো লক্ষণ দেখা না গেলেও বাজারে পড়েছে দেশের প্রত্যন্ত অঞ্চলের ভয়াবহ বন্যার অনিবার্য প্রতিক্রিয়া। প্রতিটি সবজির দাম বাড়লেও ব্রয়লার মুরগি আগের সপ্তাহের মতো ১৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। লাল কক মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০ টাকা কেজি। একই দামে বিক্রি হচ্ছে লেয়ার মুরগি। গরুর মাংস বাজারভেদে বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৫৭০ এবং খাসির মাংস ৭৫০ থেকে ৮৫০ টাকা কেজি। কয়েক মাস ধরে চড়া দামে বিক্রি হওয়া মাছের দাম কিছুটা কমেছে। বন্যার পানি ছড়িয়ে পড়ায় প্রায় সব জায়গায় এখন মাছ পাওয়া যাচ্ছে। বাজারে বেশির ভাগ মাছের দাম কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত কমেছে। ইলিশের আমদানিও শুরু হয়েছে মাছ ধরার দীর্ঘ বিরতি শেষে। সবজির দাম বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বৃদ্ধিতে ইন্ধন জুগিয়েছে। মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়লেও বন্যার কারণে যে এটি ঘটছে, এ সম্পর্কে ক্রেতারাও সচেতন। বন্যার কারণে সবজির সরবরাহ ইচ্ছা করলেই সরকার কিংবা প্রশাসনের পক্ষে স্বাভাবিক করা সম্ভব নয়। তবে পণ্য পরিবহন যাতে সহজতর হয় এবং চাঁদাবাজি যাতে না হয় সে ব্যাপারে কর্তৃপক্ষের নজর থাকা উচিত।
শিরোনাম
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
বেসামাল সবজির বাজার
পণ্য পরিবহন নির্বিঘ্ন করুন
প্রিন্ট ভার্সন

টপিক
সর্বশেষ খবর