ডেঙ্গু শুধু আমজনতাকে নয়, চিকিৎসকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালেই আটজন চিকিৎসক ও ২৭ জন নার্স আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে। বেপরোয়া এডিস মশার কবল থেকে রেহাই পাননি চিকিৎসক এবং সেবিকারা। মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত চিকিৎসকদের মধ্যে রয়েছেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুদীপ রঞ্জন দেব। গত বৃহস্পতিবার জ্বরে আক্রান্ত হওয়ার পরও জ্বর নিয়ে হাসপাতালে রোগীদের সেবা করেন ওই চিকিৎসক। পরদিন শুক্রবার তার শরীরের অবস্থা গুরুতর হতে শুরু করে। শনিবার রক্ত পরীক্ষার পর জানা যায়, তিনিও ডেঙ্গু আক্রান্ত। এর পর থেকে তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন। সহযোগী দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, সুদীপ রঞ্জনের মতো মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের আরও আট চিকিৎসক ডেঙ্গু আক্রান্ত। একই হাসপাতালের ২৭ জন নার্সও আক্রান্ত ডেঙ্গুজ্বরে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক এবং ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ছয় চিকিৎসক ও তিন নার্স আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ চিকিৎসক ও এক নার্সের মৃত্যু হয়েছে। শুধু চিকিৎসক-নার্সই নন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতরা সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন। চিকিৎসক-নার্সসহ কর্মজীবীদের মধ্যে ব্যাপকভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে কর্মস্থলের অস্বাস্থ্যকর পরিস্থিতির কারণে। বিশেষজ্ঞরা এ হুমকি মোকাবিলায় কর্মস্থলকে সুরক্ষার আওতায় আনার তাগিদ দিয়েছেন। কর্মজীবীদের জুতা, মোজা ও ফুলশার্ট পরার পরামর্শ দিয়েছেন তারা। একই সঙ্গে মশা প্রতিরোধী অ্যারোসলসহ অন্যান্য সামগ্রী অফিস, কলকারখানায় ব্যবহার এবং দিনরাত যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন। মশা নিধনে জরুরি ভিত্তিতে বিদেশ থেকে মশা নিধনের ওষুধ আমদানির তাগিদ দিয়েছেন তারা। এ ব্যাপারে প্রথাগত পদ্ধতি অনুসরণ করে দরপত্র আহ্বানের নামে সময় ক্ষেপণের বদলে দায়িত্বশীলদের বিশেষত দুই সিটি মেয়রের তত্ত্বাবধানে মশা নিরোধ ওষুধ আমদানির উদ্যোগ নেওয়া যেতে পারে। তাতে তারা নিজেদের সুনামের স্বার্থেই ঠিকাদারদের মতো পকেট ভরার বদলে মশা মরে এমন ওষুধ আমদানির চেষ্টা করবেন- এমনটিই আশা করা যায়।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
ডেঙ্গুর শিকার কর্মজীবীরা
চিকিৎসক নার্সরাও রেহাই পাচ্ছেন না
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর