ডেঙ্গু শুধু আমজনতাকে নয়, চিকিৎসকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালেই আটজন চিকিৎসক ও ২৭ জন নার্স আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে। বেপরোয়া এডিস মশার কবল থেকে রেহাই পাননি চিকিৎসক এবং সেবিকারা। মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত চিকিৎসকদের মধ্যে রয়েছেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুদীপ রঞ্জন দেব। গত বৃহস্পতিবার জ্বরে আক্রান্ত হওয়ার পরও জ্বর নিয়ে হাসপাতালে রোগীদের সেবা করেন ওই চিকিৎসক। পরদিন শুক্রবার তার শরীরের অবস্থা গুরুতর হতে শুরু করে। শনিবার রক্ত পরীক্ষার পর জানা যায়, তিনিও ডেঙ্গু আক্রান্ত। এর পর থেকে তিনি বাসায় বিশ্রাম নিচ্ছেন। সহযোগী দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, সুদীপ রঞ্জনের মতো মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের আরও আট চিকিৎসক ডেঙ্গু আক্রান্ত। একই হাসপাতালের ২৭ জন নার্সও আক্রান্ত ডেঙ্গুজ্বরে। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক এবং ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ছয় চিকিৎসক ও তিন নার্স আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ চিকিৎসক ও এক নার্সের মৃত্যু হয়েছে। শুধু চিকিৎসক-নার্সই নন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরতরা সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্তের ঝুঁকিতে রয়েছেন। চিকিৎসক-নার্সসহ কর্মজীবীদের মধ্যে ব্যাপকভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে কর্মস্থলের অস্বাস্থ্যকর পরিস্থিতির কারণে। বিশেষজ্ঞরা এ হুমকি মোকাবিলায় কর্মস্থলকে সুরক্ষার আওতায় আনার তাগিদ দিয়েছেন। কর্মজীবীদের জুতা, মোজা ও ফুলশার্ট পরার পরামর্শ দিয়েছেন তারা। একই সঙ্গে মশা প্রতিরোধী অ্যারোসলসহ অন্যান্য সামগ্রী অফিস, কলকারখানায় ব্যবহার এবং দিনরাত যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন। মশা নিধনে জরুরি ভিত্তিতে বিদেশ থেকে মশা নিধনের ওষুধ আমদানির তাগিদ দিয়েছেন তারা। এ ব্যাপারে প্রথাগত পদ্ধতি অনুসরণ করে দরপত্র আহ্বানের নামে সময় ক্ষেপণের বদলে দায়িত্বশীলদের বিশেষত দুই সিটি মেয়রের তত্ত্বাবধানে মশা নিরোধ ওষুধ আমদানির উদ্যোগ নেওয়া যেতে পারে। তাতে তারা নিজেদের সুনামের স্বার্থেই ঠিকাদারদের মতো পকেট ভরার বদলে মশা মরে এমন ওষুধ আমদানির চেষ্টা করবেন- এমনটিই আশা করা যায়।
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
ডেঙ্গুর শিকার কর্মজীবীরা
চিকিৎসক নার্সরাও রেহাই পাচ্ছেন না
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর