সাপ পুষলে সাপের ফণায় জীবন দিতে হয়। বাংলাদেশের একজন স্বনামখ্যাত ছড়াকারের বহুল পরিচিত ছড়ার এ পঙ্ক্তিটির যথার্থতা প্রমাণিত হয়েছে যুক্তরাষ্ট্রে বর্ণবাদীদের বন্দুক হামলার ঘটনায়। কয়েক ঘণ্টার ব্যবধানে শনিবার একাধিক বন্দুকধারী যুক্তরাষ্ট্রের দুটি স্থানে হামলা চালিয়ে ৩০ জনকে হত্যা করেছে। এর মধ্যে শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় টেক্সাসের একটি সুপার সেন্টারে এবং রাত ১টার দিকে ওহাইওর একটি পানশালায় হামলা চালায় বর্ণবাদীরা। যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো সিটির ওয়ালমার্ট সুপার সেন্টারে এক বন্দুকধারীর নির্বিচার গুলিতে ২০ জন নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন। একই দিন একই সময়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত থেকে কয়েক মাইল দূরে এ হামলার সময় সুপার সেন্টারে বহু ক্রেতার ভিড় ছিল। হামলাকারীরা দফায় দফায় গুলি ছোড়ে। তাদের বেপরোয়া গুলিবর্ষণে একের পর এক লোক গুলিবিদ্ধ হয়। হামলাটিকে দেশের ইতিহাসের মারাত্মক ঘটনাগুলোর একটি উল্লেখ করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট। মাত্র কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওহাইওর ডেটনে একটি পানশালার বাইরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১০ জন এবং পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ১৬ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে ২০ জন নিহত হওয়ার ঘটনাকে কাপুরুষোচিত কাজ বলে মন্তব্য করে তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের টুইটারে তিনি বলেছেন, হামলার ঘটনা শুধুই দুঃখজনক নয়, এটি একটি কাপুরুষোচিত কাজ। বন্দুক হামলায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে প্যাট্রিক ক্রসিয়াম নামের এক যুবককে। হামলার আগে একটি ইশতেহারের মাধ্যমে তিনি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী ব্রেন্টন ট্যারান্টের অনুসারী হিসেবে নিজেকে দাবি করেন। স্মর্তব্য, ব্রেন্টন ট্যারান্ট বর্ণবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওই কাপুরুষোচিত হত্যাকান্ডে অংশ নেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর থেকে পশ্চিমা দুনিয়ায় শ্বেতাঙ্গবাদের উত্থান ঘটেছে। অভিবাসী ও অখ্রিস্টানদের আগমনে শ্বেতাঙ্গরা কর্তৃত্ব হারাচ্ছে- এমন প্রচারণা চালাচ্ছে বর্ণবাদীরা। যুক্তরাষ্ট্রের বিগত প্রেসিডেন্ট নির্বাচনে বর্ণবাদী চেতনাকে ট্রাম্প তার ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করেন। দুধ-কলা দিয়ে বর্ণবাদী সাপ পোষার ভ্রান্ত নীতি মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক ঘটনায় ৩০ জনের প্রাণহানির জন্য দায়ী। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না চাইলে ঘটনার শুধু নিন্দা নয়, বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
শিরোনাম
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
যুক্তরাষ্ট্রে বর্ণবাদী হামলা
সাপ পোষার অনিবার্য পরিণতি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর