সাপ পুষলে সাপের ফণায় জীবন দিতে হয়। বাংলাদেশের একজন স্বনামখ্যাত ছড়াকারের বহুল পরিচিত ছড়ার এ পঙ্ক্তিটির যথার্থতা প্রমাণিত হয়েছে যুক্তরাষ্ট্রে বর্ণবাদীদের বন্দুক হামলার ঘটনায়। কয়েক ঘণ্টার ব্যবধানে শনিবার একাধিক বন্দুকধারী যুক্তরাষ্ট্রের দুটি স্থানে হামলা চালিয়ে ৩০ জনকে হত্যা করেছে। এর মধ্যে শনিবার স্থানীয় সময় বেলা ১১টায় টেক্সাসের একটি সুপার সেন্টারে এবং রাত ১টার দিকে ওহাইওর একটি পানশালায় হামলা চালায় বর্ণবাদীরা। যুক্তরাষ্ট্রের টেক্সাসের এল পাসো সিটির ওয়ালমার্ট সুপার সেন্টারে এক বন্দুকধারীর নির্বিচার গুলিতে ২০ জন নিহত হন। আহত হয়েছেন আরও অন্তত ২৪ জন। একই দিন একই সময়ে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্ত থেকে কয়েক মাইল দূরে এ হামলার সময় সুপার সেন্টারে বহু ক্রেতার ভিড় ছিল। হামলাকারীরা দফায় দফায় গুলি ছোড়ে। তাদের বেপরোয়া গুলিবর্ষণে একের পর এক লোক গুলিবিদ্ধ হয়। হামলাটিকে দেশের ইতিহাসের মারাত্মক ঘটনাগুলোর একটি উল্লেখ করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট। মাত্র কয়েক ঘণ্টা পর যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওহাইওর ডেটনে একটি পানশালার বাইরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ১০ জন এবং পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ১৬ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি শপিং মলে বন্দুকধারীর গুলিতে ২০ জন নিহত হওয়ার ঘটনাকে কাপুরুষোচিত কাজ বলে মন্তব্য করে তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের টুইটারে তিনি বলেছেন, হামলার ঘটনা শুধুই দুঃখজনক নয়, এটি একটি কাপুরুষোচিত কাজ। বন্দুক হামলায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে প্যাট্রিক ক্রসিয়াম নামের এক যুবককে। হামলার আগে একটি ইশতেহারের মাধ্যমে তিনি নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলাকারী ব্রেন্টন ট্যারান্টের অনুসারী হিসেবে নিজেকে দাবি করেন। স্মর্তব্য, ব্রেন্টন ট্যারান্ট বর্ণবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ওই কাপুরুষোচিত হত্যাকান্ডে অংশ নেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর থেকে পশ্চিমা দুনিয়ায় শ্বেতাঙ্গবাদের উত্থান ঘটেছে। অভিবাসী ও অখ্রিস্টানদের আগমনে শ্বেতাঙ্গরা কর্তৃত্ব হারাচ্ছে- এমন প্রচারণা চালাচ্ছে বর্ণবাদীরা। যুক্তরাষ্ট্রের বিগত প্রেসিডেন্ট নির্বাচনে বর্ণবাদী চেতনাকে ট্রাম্প তার ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করেন। দুধ-কলা দিয়ে বর্ণবাদী সাপ পোষার ভ্রান্ত নীতি মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি পৃথক ঘটনায় ৩০ জনের প্রাণহানির জন্য দায়ী। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না চাইলে ঘটনার শুধু নিন্দা নয়, বর্ণবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
শিরোনাম
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
যুক্তরাষ্ট্রে বর্ণবাদী হামলা
সাপ পোষার অনিবার্য পরিণতি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর