প্রবীণ রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম নেতা অধ্যাপক মোজাফফর আহমদ চলে গেলেন না-ফেরার দেশে। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে রাজধানীর এ্যাপোলো হসপিটালসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দেশের রাজনীতির এই মহীরুহ। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর চার মাস। দেশের রাজনীতির সর্বজনশ্রদ্ধেয় এই নেতা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী মুজিবনগর সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে ১৯২২ সালের ১৪ এপ্রিল জন্মগ্রহণ করেন অধ্যাপক মোজাফফর আহমদ। পিতা আলহাজ কেয়ামউদ্দিন ভূইয়া ছিলেন স্কুলশিক্ষক, মায়ের নাম আফজারুন্নেছা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি ও ইউনেস্কোর ডিপ্লোমা লাভ করেন। বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা শেষে ১৯৫২ থেকে ’৫৪ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন। মাত্র ১৫ বছর বয়সে ১৯৩৭ সালে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়, ’৫২ সালের মহান ভাষা আন্দোলনে তিনি বিশিষ্ট ভূমিকা রাখেন। ’৫৪ সালে শিক্ষকতা ত্যাগ করে সার্বক্ষণিক রাজনৈতিক জীবনে প্রবেশ করেন। ওই বছর মাত্র ৩২ বছর বয়সে তিনি যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে তৎকালীন মুসলিম লীগের শিক্ষামন্ত্রীকে পরাজিত করে পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ’৫৭ সালের ৩ এপ্রিল প্রাদেশিক পরিষদে পূর্ববঙ্গের আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রস্তাব উত্থাপন করেন। আইয়ুব খানের সামরিক শাসনামলে তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি এবং ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়। ’৬৭ সালে তিনি পূর্ব পাকিস্তান ন্যাপের সভাপতি নির্বাচিত হন। ’৬৯ সালে আইয়ুববিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে কারাবরণ করেন। অধ্যাপক মোজাফফর আহমদ ছিলেন আমাদের দেশের রাজনীতিতে ‘ধর্ম কর্ম ও সমাজতন্ত্র’ তত্ত্বের প্রবক্তা। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন নির্লোভ চরিত্রের মানুষ। দেশের স্বাধীনতার পর মন্ত্রিত্ব নিতে তিনি অস্বীকার করেন। ২০১৫ সালে তাঁকে স্বাধীনতা পদক দেওয়ার ঘোষণা দেওয়া হলেও আদর্শিক কারণে তিনি তা গ্রহণে অপারগতা প্রকাশ করেন। অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে আত্মত্যাগের রাজনীতির এক সোনালি অধ্যায়ের অবসান হলো। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ জাতীয় নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মুক্তিযুদ্ধের অন্যতম নেতা দেশ ও জাতির জন্য নিবেদিতপ্রাণ অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি আমাদের শেষ শ্রদ্ধা।
শিরোনাম
- মেসিময় ম্যাচে অ্যাঙ্গোলাকে হারাল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
- আল্লাহ ছাড়া কারও সৃষ্টির ক্ষমতা নেই
- প্রকৃতির সঙ্গে কী সম্পর্ক চাই
- বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী কামিনী কৌশলের মৃত্যু
- খিলগাঁওয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা
- ফিলিস্তিন রাষ্ট্রদূতের নৈশভোজে বিএনপি নেতাদের অংশগ্রহণ
- শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর
- কুমিল্লায় ৬২ স্কুলের দুই সহস্রাধিক শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা
- প্রত্যাহার করা ২০ ডিসিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন
- মৃত্যুর দুই বছর পর বীর মুক্তিযোদ্ধার স্বীকৃতি
- কালিগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
- পিরোজপুর সরকারি কলেজে ভাঙচুর: ভিডিওধারণকারী ছাত্রদল নেতা বহিষ্কার
- মুন্সীগঞ্জে তারেক রহমানের ৩১ দফা প্রচারে লিফলেট বিতরণ
- ‘লিটল স্টারের’ বিচারকের আসনে কারা?
- নাশকতার চেষ্টা, গ্রেফতার আওয়ামী লীগের ৫ নেতাকর্মী
- ‘দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে ময়দানে আপোষহীন থাকতে হবে’
- প্রকাশ হলো মাহমুদ মানজুরের বই ‘গীতিজীবন’
- ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার দাবি দুলুর
- গোপনে অ্যাপে সংগঠিত হচ্ছে দুর্বৃত্তরা, ৫০ থানায় নিরাপত্তা জোরদার
- ‘বিদেশিদের প্রেসক্রিপশনে এদেশের মানুষ চলতে চায় না’
রাজনীতির মহীরুহ
অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি শেষ শ্রদ্ধা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর