প্রবীণ রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম নেতা অধ্যাপক মোজাফফর আহমদ চলে গেলেন না-ফেরার দেশে। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে রাজধানীর এ্যাপোলো হসপিটালসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দেশের রাজনীতির এই মহীরুহ। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর চার মাস। দেশের রাজনীতির সর্বজনশ্রদ্ধেয় এই নেতা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী মুজিবনগর সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে ১৯২২ সালের ১৪ এপ্রিল জন্মগ্রহণ করেন অধ্যাপক মোজাফফর আহমদ। পিতা আলহাজ কেয়ামউদ্দিন ভূইয়া ছিলেন স্কুলশিক্ষক, মায়ের নাম আফজারুন্নেছা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি ও ইউনেস্কোর ডিপ্লোমা লাভ করেন। বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা শেষে ১৯৫২ থেকে ’৫৪ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন। মাত্র ১৫ বছর বয়সে ১৯৩৭ সালে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়, ’৫২ সালের মহান ভাষা আন্দোলনে তিনি বিশিষ্ট ভূমিকা রাখেন। ’৫৪ সালে শিক্ষকতা ত্যাগ করে সার্বক্ষণিক রাজনৈতিক জীবনে প্রবেশ করেন। ওই বছর মাত্র ৩২ বছর বয়সে তিনি যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে তৎকালীন মুসলিম লীগের শিক্ষামন্ত্রীকে পরাজিত করে পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ’৫৭ সালের ৩ এপ্রিল প্রাদেশিক পরিষদে পূর্ববঙ্গের আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রস্তাব উত্থাপন করেন। আইয়ুব খানের সামরিক শাসনামলে তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি এবং ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়। ’৬৭ সালে তিনি পূর্ব পাকিস্তান ন্যাপের সভাপতি নির্বাচিত হন। ’৬৯ সালে আইয়ুববিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে কারাবরণ করেন। অধ্যাপক মোজাফফর আহমদ ছিলেন আমাদের দেশের রাজনীতিতে ‘ধর্ম কর্ম ও সমাজতন্ত্র’ তত্ত্বের প্রবক্তা। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন নির্লোভ চরিত্রের মানুষ। দেশের স্বাধীনতার পর মন্ত্রিত্ব নিতে তিনি অস্বীকার করেন। ২০১৫ সালে তাঁকে স্বাধীনতা পদক দেওয়ার ঘোষণা দেওয়া হলেও আদর্শিক কারণে তিনি তা গ্রহণে অপারগতা প্রকাশ করেন। অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে আত্মত্যাগের রাজনীতির এক সোনালি অধ্যায়ের অবসান হলো। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ জাতীয় নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মুক্তিযুদ্ধের অন্যতম নেতা দেশ ও জাতির জন্য নিবেদিতপ্রাণ অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি আমাদের শেষ শ্রদ্ধা।
শিরোনাম
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
- লালমনিরহাটে সাংবাদিকদের সংগঠন ‘প্রেস ফাইভ’-এর আত্মপ্রকাশ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৯৫ মামলা
- পাচারের অভিযোগ, ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ বন্ধ করল ইরান
- ছাত্রশক্তির ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা, কে কোন পদে লড়ছেন
- মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ১২ বাংলাদেশি প্রতিষ্ঠান
- রাজধানীতে অস্ত্র-মাদকসহ একটি চক্রের সবাই গ্রেফতার: ডিবি
- দুই সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক
- সৌদির এফ-৩৫ পাওয়া নিয়ে ইসরায়েল কেন উদ্বিগ্ন?
- সহজ জয়ে বিশ্বকাপের মূল পর্বে নেদারল্যান্ডস
- সেই পিয়ন জাহাঙ্গীরের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ
- ট্রাইব্যুনাল এলাকায় আজও কঠোর নিরাপত্তা
- বড় জয়ে বিশ্বকাপ নিশ্চিত করলো জার্মানি
- জাতিসংঘের গাজা প্রস্তাব ফিলিস্তিনিদের অধিকার পূরণে ব্যর্থ : হামাস
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর