প্রবীণ রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম নেতা অধ্যাপক মোজাফফর আহমদ চলে গেলেন না-ফেরার দেশে। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে রাজধানীর এ্যাপোলো হসপিটালসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দেশের রাজনীতির এই মহীরুহ। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর চার মাস। দেশের রাজনীতির সর্বজনশ্রদ্ধেয় এই নেতা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী মুজিবনগর সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে ১৯২২ সালের ১৪ এপ্রিল জন্মগ্রহণ করেন অধ্যাপক মোজাফফর আহমদ। পিতা আলহাজ কেয়ামউদ্দিন ভূইয়া ছিলেন স্কুলশিক্ষক, মায়ের নাম আফজারুন্নেছা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি ও ইউনেস্কোর ডিপ্লোমা লাভ করেন। বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা শেষে ১৯৫২ থেকে ’৫৪ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন। মাত্র ১৫ বছর বয়সে ১৯৩৭ সালে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়, ’৫২ সালের মহান ভাষা আন্দোলনে তিনি বিশিষ্ট ভূমিকা রাখেন। ’৫৪ সালে শিক্ষকতা ত্যাগ করে সার্বক্ষণিক রাজনৈতিক জীবনে প্রবেশ করেন। ওই বছর মাত্র ৩২ বছর বয়সে তিনি যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে তৎকালীন মুসলিম লীগের শিক্ষামন্ত্রীকে পরাজিত করে পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ’৫৭ সালের ৩ এপ্রিল প্রাদেশিক পরিষদে পূর্ববঙ্গের আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রস্তাব উত্থাপন করেন। আইয়ুব খানের সামরিক শাসনামলে তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি এবং ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়। ’৬৭ সালে তিনি পূর্ব পাকিস্তান ন্যাপের সভাপতি নির্বাচিত হন। ’৬৯ সালে আইয়ুববিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে কারাবরণ করেন। অধ্যাপক মোজাফফর আহমদ ছিলেন আমাদের দেশের রাজনীতিতে ‘ধর্ম কর্ম ও সমাজতন্ত্র’ তত্ত্বের প্রবক্তা। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন নির্লোভ চরিত্রের মানুষ। দেশের স্বাধীনতার পর মন্ত্রিত্ব নিতে তিনি অস্বীকার করেন। ২০১৫ সালে তাঁকে স্বাধীনতা পদক দেওয়ার ঘোষণা দেওয়া হলেও আদর্শিক কারণে তিনি তা গ্রহণে অপারগতা প্রকাশ করেন। অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে আত্মত্যাগের রাজনীতির এক সোনালি অধ্যায়ের অবসান হলো। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ জাতীয় নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মুক্তিযুদ্ধের অন্যতম নেতা দেশ ও জাতির জন্য নিবেদিতপ্রাণ অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি আমাদের শেষ শ্রদ্ধা।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে