প্রবীণ রাজনীতিবিদ, মহান মুক্তিযুদ্ধের অন্যতম নেতা অধ্যাপক মোজাফফর আহমদ চলে গেলেন না-ফেরার দেশে। শুক্রবার সন্ধ্যা ৭টা ৪৯ মিনিটে রাজধানীর এ্যাপোলো হসপিটালসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন দেশের রাজনীতির এই মহীরুহ। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর চার মাস। দেশের রাজনীতির সর্বজনশ্রদ্ধেয় এই নেতা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী মুজিবনগর সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। কুমিল্লার দেবীদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে ১৯২২ সালের ১৪ এপ্রিল জন্মগ্রহণ করেন অধ্যাপক মোজাফফর আহমদ। পিতা আলহাজ কেয়ামউদ্দিন ভূইয়া ছিলেন স্কুলশিক্ষক, মায়ের নাম আফজারুন্নেছা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি ও ইউনেস্কোর ডিপ্লোমা লাভ করেন। বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা শেষে ১৯৫২ থেকে ’৫৪ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অধ্যাপনা করেন। মাত্র ১৫ বছর বয়সে ১৯৩৭ সালে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়, ’৫২ সালের মহান ভাষা আন্দোলনে তিনি বিশিষ্ট ভূমিকা রাখেন। ’৫৪ সালে শিক্ষকতা ত্যাগ করে সার্বক্ষণিক রাজনৈতিক জীবনে প্রবেশ করেন। ওই বছর মাত্র ৩২ বছর বয়সে তিনি যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে তৎকালীন মুসলিম লীগের শিক্ষামন্ত্রীকে পরাজিত করে পূর্ববঙ্গ প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ’৫৭ সালের ৩ এপ্রিল প্রাদেশিক পরিষদে পূর্ববঙ্গের আঞ্চলিক স্বায়ত্তশাসনের প্রস্তাব উত্থাপন করেন। আইয়ুব খানের সামরিক শাসনামলে তাঁর বিরুদ্ধে হুলিয়া জারি এবং ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হয়। ’৬৭ সালে তিনি পূর্ব পাকিস্তান ন্যাপের সভাপতি নির্বাচিত হন। ’৬৯ সালে আইয়ুববিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে কারাবরণ করেন। অধ্যাপক মোজাফফর আহমদ ছিলেন আমাদের দেশের রাজনীতিতে ‘ধর্ম কর্ম ও সমাজতন্ত্র’ তত্ত্বের প্রবক্তা। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন নির্লোভ চরিত্রের মানুষ। দেশের স্বাধীনতার পর মন্ত্রিত্ব নিতে তিনি অস্বীকার করেন। ২০১৫ সালে তাঁকে স্বাধীনতা পদক দেওয়ার ঘোষণা দেওয়া হলেও আদর্শিক কারণে তিনি তা গ্রহণে অপারগতা প্রকাশ করেন। অধ্যাপক মোজাফফর আহমদের মৃত্যুতে আত্মত্যাগের রাজনীতির এক সোনালি অধ্যায়ের অবসান হলো। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকারসহ জাতীয় নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। মুক্তিযুদ্ধের অন্যতম নেতা দেশ ও জাতির জন্য নিবেদিতপ্রাণ অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি আমাদের শেষ শ্রদ্ধা।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
রাজনীতির মহীরুহ
অধ্যাপক মোজাফফর আহমদের প্রতি শেষ শ্রদ্ধা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর