প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাস্থ্য শিক্ষার প্রসার ও মানোন্নয়নে দেশের সব বিভাগে পর্যায়ক্রমে মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। ঢাকার পর চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটে মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। বুধবার গাজীপুর মহানগরের কাশিমপুরের তেঁতুইবাড়িতে শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজে সমাবর্তনে প্রধানমন্ত্রীর বক্তব্য আশাজাগানিয়া বলে অভিহিত করা যায়। বাংলাদেশ স্বাস্থ্য শিক্ষার ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিপুলসংখ্যক মেডিকেল কলেজ স্থাপিত হয়েছে। প্রতিষ্ঠিত হয়েছে মেডিকেল বিশ্ববিদ্যালয়। বিভাগীয় পর্যায়ে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে তা স্বাস্থ্য শিক্ষার পাশাপাশি গণমানুষের চিকিৎসা সুবিধা সম্প্রসারণেও ভূমিকা রাখবে বলে আশা করা যায়। কারণ মেডিকেল কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় নিছক শিক্ষাপ্রতিষ্ঠান নয়। শিক্ষার্থীদের হাতে-কলমে চিকিৎসাবিদ্যা শিক্ষা দেওয়ার জন্য প্রতিটি মেডিকেল কলেজ কিংবা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতাল থাকা একটি অপরিহার্য বিষয়। বিভাগীয় পর্যায়ে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে সেখানে মানসম্মত চিকিৎসা সেবার সুযোগ সৃষ্টি হবে। চিকিৎসার জন্য রাজধানীমুখী হওয়ার প্রবণতাও অনেকাংশে হ্রাস পাবে। বাংলাদেশের প্রেক্ষাপটে বিভাগীয় পর্যায়ে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজন আছে কিনা তা একটি বড় মাপের প্রশ্ন। তবে সরকার সম্ভবত চিকিৎসা ক্ষেত্রে দেশের অমিত সম্ভাবনাকে বিবেচনায় রেখে একটি সদূরপ্রসারী সিদ্ধান্ত নিয়েছে। দেশে মানসম্মত চিকিৎসার সুযোগ সৃষ্টি হলে এ ক্ষেত্রে বিদেশনির্ভরতা প্রায় শূন্যের পর্যায়ে নামিয়ে আনা সম্ভব হবে। পাশাপাশি সাশ্রয়ী খরচে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা গেলে অন্য দেশ থেকে অনেকে চিকিৎসার জন্য বাংলাদেশমুখী হবে। এ সম্ভাবনা কাজে লাগাতে একের পর এক মেডিকেল কলেজ কিংবা মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাই যথেষ্ট নয়, সেগুলোয় সেবার পরিবেশ নিশ্চিত করা আরও বেশি জরুরি। আমাদের দেশের সরকারি হাসপাতাল এমনকি দেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সেবার মান নিয়ে বিতর্ক কম নয়। সে বিতর্ক ঝেড়ে ফেলতে এ খাতে একের পর এক উদ্যোগ গ্রহণের পাশাপাশি মানসম্মত সেবার বিষয়টি নিশ্চিত করতে হবে।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
মেডিকেল বিশ্ববিদ্যালয়
মানসম্মত শিক্ষা ও সেবা নিশ্চিত করুন
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর