বিচার বিভাগ পৃথক্করণের এক যুগ পূর্তি হয়েছে ইতিমধ্যে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে এই পৃথক্করণ মোটামুটিভাবে অবদান রাখলেও বিচারপ্রাপ্তির সুযোগ কতটা নিশ্চিত করেছে, তা প্রশ্নবিদ্ধ বিষয়। বিচার বিভাগের আন্তরিকতা ও নানামুখী উদ্যোগ সত্ত্বেও দেশের আদালতগুলোয় মামলাজট কমার বদলে গত এক যুগে বেড়েছে আড়াই গুণ। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ২০০৭ সালের ১ নভেম্বর নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয় বিচার বিভাগকে। ওই রায়ে বিচার বিভাগ পৃথক্করণের লক্ষ্য পূরণে দেশের সর্বোচ্চ আদালত ১২ দফা নির্দেশনা দিলেও তা এখনো পুরোপুরি কার্যকর হয়নি। পৃথক্করণের সময় দেশে সাড়ে ১৫ লাখ মামলার জট থাকলেও বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৩৬ লাখে। আপিল বিভাগে ২১ হাজার ৪১০ ও হাই কোর্ট বিভাগে ৪ লাখ ৮৮ হাজার ৫৬২টি মামলা বিচারাধীন। অধস্তন আদালতে বিচারাধীন রয়েছে ৩০ লাখ ৮৮ হাজার ২৯১টি মামলা। সুপ্রিম কোর্টের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, আপিল বিভাগে ১৪ হাজার ৩৩৮টি দেওয়ানি, ৬ হাজার ৯০৭টি ফৌজদারি এবং অন্যান্য ১৬৫টি মামলা রয়েছে। হাই কোর্ট বিভাগে দেওয়ানি মামলা রয়েছে ৯৬ হাজার ৪৫০টি, ফৌজদারি ২ লাখ ৯৭ হাজার ৫০৯টি এবং রিট ও অন্যান্য ৯৪ হাজার ৬০৩টি মামলা রয়েছে। এ ছাড়া অধস্তন আদালতে ১৪ লাখ ৪৩ হাজার ৯০৫টি দেওয়ানি ও ২০ লাখ ৫৯ হাজার ৫৯০টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। এক যুগ আগে যে বিষয়টি নিয়ে বিচার বিভাগ পৃথক হয়েছিল, সেই একই সমস্যা এখনো রয়ে গেছে। কথায় বলে, বিলম্বিত বিচার বিচারহীনতার নামান্তর। বিচার বিভাগ পৃথক্করণের ঐতিহাসিক ঘটনার পরও বিচারহীনতার সংস্কৃতি থেকে বিচার প্রার্থীরা রক্ষা পাচ্ছেন না বিচারক সংকট, এজলাস-স্বল্পতা এবং আইনজীবীদের একাংশের সহযোগিতার অভাবে। মামলা ঝুলিয়ে রাখাকে কর্তব্য বলে ভাবেন এমন আইনজীবীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। বিচারব্যবস্থার প্রতি মানুষের নিরঙ্কুশ আস্থা জিইয়ে রাখা এবং দেশে আইনের শাসন নিশ্চিত করার ক্ষেত্রে বিচার বিভাগের সীমাবদ্ধতাগুলো দ্রুত কাটিয়ে ওঠার উদ্যোগ নেওয়া হবে- এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি
- ৫ বলে ৫ উইকেট, ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়লেন ক্যাম্ফার
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
মামলাজট কমছে না
বিচারপ্রাপ্তির সুযোগ নিশ্চিত হোক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর