‘কয়লা ধুইলে ময়লা যায় না’- একটি বহুল প্রচলিত প্রবাদ। অধঃপতিত দশায় নিপতিত একসময়ের সোনালি ঐতিহ্যের অধিকারী ছাত্রলীগকে এ প্রবাদের উদাহরণ হিসেবে ব্যক্ত করা হলে তা হয়তো খুব বাড়িয়ে বলা হবে না। দুষ্কর্মের দায়ে যে সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদককে বরখাস্ত করা হয়েছে, সে সংগঠনের নেতা-কর্মীদের যে সম্বিৎ ফেরেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা-কর্মীদের গুণ্ডামি তারই প্রমাণ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং তার অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এতে আট শিক্ষকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। ওই সময় পেশাগত দায়িত্ব পালনরত চার সাংবাদিককেও মারধর করে আহত করেছে ছাত্রলীগ নামধারী দুবর্ৃৃত্তরা। এ হামলার ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উত্তপ্ত ও বিশৃঙ্খল পরিস্থিতিতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হঠাৎ হল ছাড়ার নির্দেশে বিক্ষুব্ধ মনোভাব প্রকাশ করেছেন বেশির ভাগ শিক্ষার্থী। অতর্কিত সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্ত থেকে পড়তে আসা শিক্ষার্থীরা। বিশেষ করে নারী শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়েছেন। ফলে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা এবং হলত্যাগের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ৩টার দিকে সহস্রাধিক সাধারণ শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্যের বিরুদ্ধে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা বিবেকসম্পন্ন কারোর পক্ষে এড়িয়ে যাওয়া কঠিন। গত বছরের ২৩ অক্টোবর একনেকের সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ১ হাজার ৪৪৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। এজন্য গৃহীত কার্যক্রমগুলো তীব্র সমালোচনার মুখে পড়ে অপরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা, সহস্রাধিক গাছ কাটা ও ছাত্রলীগের টেন্ডারবাজির কারণে। ঈদুল আজহার ঈদসালামি হিসেবে ছাত্রলীগকে ২ কোটি টাকা দেওয়ার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। পরিণতিতে নিজেদের মর্যাদা রক্ষায় উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামেন শিক্ষক ও শিক্ষার্থীদের বৃহত্তর অংশ। তাদের ওপর ছাত্রলীগ নামধারীদের হামলায় উল্লাস প্রকাশ করেছেন উপাচার্য মহোদয়। ছাত্রলীগের দুর্বিনীত নেতা-কর্মীদের তিনি যেভাবে ‘মাসতুতো ভাই’ হিসেবে দেখছেন, তা কোনো উপাচার্যের জন্য শোভনীয় নয়।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
ছাত্রলীগের হামলা
আর কত অধঃপতিত হতে চায় তারা!
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর