ক্ষমতা দখলের চার ঘণ্টার মধ্যে বড় ভাই পলপটের জ্ঞাতি-গোষ্ঠীরা খেলা শুরু করে দিলেন। যে লোকজন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাদের অভিবাদন জানাচ্ছিল, যারা মার্কিন আগ্রাসনের হাত থেকে মুক্তি চাচ্ছিল, খেমার-রুজেরা সেই লোকদেরই অশুদ্ধ, মার্কিনপ্রেমী, পাতিবুর্জোয়া, শহুরে বাসিন্দা হিসেবে চিহ্নিত করে ঘরছাড়া করে। অস্ত্রের মুখে এক কাপড়ে পুরো শহরকে রাস্তায় বের করে নিয়ে এসে গ্রামের দিকে হাঁটিয়ে নিয়ে যাওয়া শুরু হয়। মালপত্রসহ দালানগুলো স্থির দাঁড়িয়ে থাকে। সেই গল্পে সামনে আসছি... শুরুতেই আগের সরকারের প্রধানমন্ত্রীসহ সরকারি কর্মকর্তাদের পাইকারি হত্যা করতে থাকে খেমার-রুজ বাহিনী। এরপর সামরিক বাহিনীতে যাদের অবাধ্য মনে হয়েছে তাদেরই কচুকাটা করা হয়েছে। এরপর কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যাওয়া হতে থাকে একটি স্কুলের পথে। যে স্কুলটির নাম সময়ের বিবর্তনে হয়েছিল S-21১। নমপেন শহরের সেই হাইস্কুলের নাম ছিল ‘টুঅল সাভি প্রেই’। ধবধবে সাদা রং করা পাঁচটি দালান মিলে ছিল তিনতলা স্কুলটি। এ স্কুলে পরবর্তী চার বছর ধরে প্রায় ২০ হাজার মানুষকে বন্দী করে নির্যাতন করা হয়। স্কুলের নতুন নাম দেওয়া হয়Security Prison 21 (S-21) । স্কুলটির ক্লাসরুমগুলোই হয়ে ওঠে এক একটি টর্চার চেম্বার। গড়ে প্রতিদিন ১ হাজার থেকে ১ হাজার ৫০০ বন্দী আনা হতো এ কেন্দ্রে। এখানে যারা মারা যেত, তারা বেঁচে যেত, আর যারা বেঁচে থাকত তাদের পাঠানো হতো বধ্যভূমিতে হত্যা করার জন্য। আরও নির্মম মৃত্যু অপেক্ষা করছিল তাদের জন্য। S-21 টর্চার সেলে নির্যাতনের কিছু প্রক্রিয়া- ১. ইলেকট্রিক শক দেওয়া ২. লোহার তার গরম করে শরীরের নানা জায়গায় ঢোকানো ৩. সিলিং থেকে উলটো করে ঝুলিয়ে রাখা ৪. মাথায় প্লাস্টিকের ব্যাগ ভরে নিঃশ্বাস আটকে রাখা ৫. ধারালো ছোরা দিয়ে অঙ্গপ্রত্যঙ্গ ফালি ফালি করে কাটা ৬. নখ তুলে ফেলা এবং নখের ক্ষতে অ্যালকোহল ঢালা ৭. মাথা পানিতে চুবিয়ে রাখা ৮. মেয়েদের ধর্ষণ। বধ্যভূমির কথা বলছিলাম। চোয়েয়ুঙ্গ ছিল তেমন একটা বধ্যভূমি।
শিরোনাম
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস