ক্ষমতা দখলের চার ঘণ্টার মধ্যে বড় ভাই পলপটের জ্ঞাতি-গোষ্ঠীরা খেলা শুরু করে দিলেন। যে লোকজন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাদের অভিবাদন জানাচ্ছিল, যারা মার্কিন আগ্রাসনের হাত থেকে মুক্তি চাচ্ছিল, খেমার-রুজেরা সেই লোকদেরই অশুদ্ধ, মার্কিনপ্রেমী, পাতিবুর্জোয়া, শহুরে বাসিন্দা হিসেবে চিহ্নিত করে ঘরছাড়া করে। অস্ত্রের মুখে এক কাপড়ে পুরো শহরকে রাস্তায় বের করে নিয়ে এসে গ্রামের দিকে হাঁটিয়ে নিয়ে যাওয়া শুরু হয়। মালপত্রসহ দালানগুলো স্থির দাঁড়িয়ে থাকে। সেই গল্পে সামনে আসছি... শুরুতেই আগের সরকারের প্রধানমন্ত্রীসহ সরকারি কর্মকর্তাদের পাইকারি হত্যা করতে থাকে খেমার-রুজ বাহিনী। এরপর সামরিক বাহিনীতে যাদের অবাধ্য মনে হয়েছে তাদেরই কচুকাটা করা হয়েছে। এরপর কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক ও বুদ্ধিজীবীদের ধরে নিয়ে যাওয়া হতে থাকে একটি স্কুলের পথে। যে স্কুলটির নাম সময়ের বিবর্তনে হয়েছিল S-21১। নমপেন শহরের সেই হাইস্কুলের নাম ছিল ‘টুঅল সাভি প্রেই’। ধবধবে সাদা রং করা পাঁচটি দালান মিলে ছিল তিনতলা স্কুলটি। এ স্কুলে পরবর্তী চার বছর ধরে প্রায় ২০ হাজার মানুষকে বন্দী করে নির্যাতন করা হয়। স্কুলের নতুন নাম দেওয়া হয়Security Prison 21 (S-21) । স্কুলটির ক্লাসরুমগুলোই হয়ে ওঠে এক একটি টর্চার চেম্বার। গড়ে প্রতিদিন ১ হাজার থেকে ১ হাজার ৫০০ বন্দী আনা হতো এ কেন্দ্রে। এখানে যারা মারা যেত, তারা বেঁচে যেত, আর যারা বেঁচে থাকত তাদের পাঠানো হতো বধ্যভূমিতে হত্যা করার জন্য। আরও নির্মম মৃত্যু অপেক্ষা করছিল তাদের জন্য। S-21 টর্চার সেলে নির্যাতনের কিছু প্রক্রিয়া- ১. ইলেকট্রিক শক দেওয়া ২. লোহার তার গরম করে শরীরের নানা জায়গায় ঢোকানো ৩. সিলিং থেকে উলটো করে ঝুলিয়ে রাখা ৪. মাথায় প্লাস্টিকের ব্যাগ ভরে নিঃশ্বাস আটকে রাখা ৫. ধারালো ছোরা দিয়ে অঙ্গপ্রত্যঙ্গ ফালি ফালি করে কাটা ৬. নখ তুলে ফেলা এবং নখের ক্ষতে অ্যালকোহল ঢালা ৭. মাথা পানিতে চুবিয়ে রাখা ৮. মেয়েদের ধর্ষণ। বধ্যভূমির কথা বলছিলাম। চোয়েয়ুঙ্গ ছিল তেমন একটা বধ্যভূমি।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল