পিয়াজের দাম কিছুতেই কমছে না। কমছে না প্রশাসনের মতলববাজদের কারণে, ‘উদোর পিন্ডি বুধোর ঘাড়ে’ চাপানের কাজে অভ্যস্ত দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কারসাজিতে। একের পর এক ব্যবসায়ীকে হেনস্তা করার পরও পিয়াজের দাম কমার বদলে আরও বেড়েছে- চাহিদার তুলনায় বাজারে পর্যাপ্ত পিয়াজ সরবরাহ না থাকার কারণে। বিদেশ থেকে বর্তমানে যে পিয়াজ আমদানি হচ্ছে তা চাহিদার বড়জোর ২০ শতাংশ। ফলে মূল্য বৃদ্ধির কারণে পিয়াজ ব্যবহার ব্যাপকভাবে হ্রাস পেলেও দাম কমার বদলে বাড়ছে। গত মঙ্গলবার ৩২ জন আমদানিকারককে জিজ্ঞাসাবাদ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। কর্তৃপক্ষের মতে, আমদানির পর পিয়াজ কোথায় কোথায় গেছে সে তথ্য পাওয়া গেছে জিজ্ঞাসাবাদে। কোনো অসাধু ব্যবসায়ী বাজার কারসাজিতে ভূমিকা রাখলে তাদের চিহ্নিত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। বড় পিয়াজ আমদানিকারকরা যেসব পিয়াজ আমদানি করেছেন, সেগুলো কাদের কাছে কী দামে বিক্রি করেছেন, কোথায় বিক্রি করেছেন, তাদের নাম-ঠিকানাসহ সব তথ্য তারা সংগ্রহ করেছেন শুল্ক গোয়েন্দারা। আগামীতে প্রয়োজন হলে আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদেরও ডাকা হবে। সংশ্লিষ্টরা বলেছেন, ব্যবসায়ীদের ডেকে পিয়াজ আমদানি করার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে; যাতে পিয়াজের বাজার দ্রুত সহনশীল হয়। গত আগস্ট থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সাড়ে তিন মাসের বেশি সময়ে ১ হাজার টনের বেশি পিয়াজ আমদানি করেছে ৪৫ আমদানিকারক প্রতিষ্ঠান। প্রতি কেজি পিয়াজ আমদানিতে তাদের খরচ হয়েছে গড়ে ৩৮ টাকা ২৬ পয়সা। ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি না হলে আরও কয়েক গুণ পিয়াজ আমদানি হতো, দাম মানুষের নাগালের মধ্যে থাকত। কিন্তু বিদ্যমান সমস্যার সমাধানের বদলে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা সমস্যাকে কোথায় ঠেলে দেয়, দেড় মাসে পিয়াজের দাম ৭০০ ভাগ বৃদ্ধি তারই প্রমাণ। সংকট মোকাবিলায় বিদেশ থেকে পিয়াজ আমদানিতে উৎসাহিত না করে ব্যবসায়ীদের বিরুদ্ধে জরিমানা নামের নির্যাতন চালানোর অপকৌশলে সংকট ঘোরতর রূপ ধারণ করেছে। ভবিষ্যতে এমন বিপর্যয় এড়াতে হলে উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নিতে হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
দাম কমেনি পিয়াজের
ভুল পথে চলার অনিবার্য ফল
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর