পাকিস্তান আর স্ববিরোধিতা ঐতিহ্যগত ব্যাপার। মুসলমানদের আবাসভূমি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল এই দেশটি। কিন্তু মুসলিম জাতভাইদের স্বার্থের ব্যাপারে পাকিস্তান কতটা যত্নবান তার প্রমাণ পাওয়া যায় চীনের ১ কোটির বেশি উইঘুর মুসলিমের ব্যাপারে তাদের অদ্ভুত নীরবতায়। ১৯৭১ সালে পাকিস্তানিরা বাংলাদেশে যে গণহত্যা ও নারী ধর্ষণ চালিয়েছে তা তাদের ধর্মবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। চীনের উইঘুর মুসলিম সম্প্রদায়ের আবাসস্থল জিনজিয়াং প্রদেশ। পাকিস্তান সীমান্তবর্তী এ এলাকাটি চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত। কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহার করার পর ‘মুসলিমদের আত্মনিয়ন্ত্রণ অধিকার গেল গেল’ বলে পাকিস্তান শোরগোল করেছিল। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘ভারতের বিজেপি সরকার কাশ্মীরে জঘন্য কাজ করেছে’ বলে অভিযোগ তুলেছিলেন। সেই ইমরান খান উইঘুর মুসলিমদের ওপর অত্যাচার-নিপীড়ন দেখতে পাচ্ছেন না! জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর মুসলিম সম্প্রদায়ের ওপর নির্মম অত্যাচার চীনে ইসলামের অস্তিত্ব হুমকির মুখে ঠেলে দিয়েছে। প্রদেশটির কাশগড় ও উরুমকি শহরের মসজিদগুলো জনশূন্য হয়ে পড়েছে। সেখানে ইসলাম প্রচারের কাজে আজকাল আর কাউকে দেখা যায় না। পুরো এলাকা একটা জেলখানায় পরিণত হয়েছে। মুসলিমদের আল্লাহ ছেড়ে চীনা কমিউনিস্ট পার্টির ভজন-পূজন করার নির্দেশ দেওয়া হয়েছে। মোনাজাত, ইসলাম শিক্ষা ও রোজা পালনের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এমনকি চীনের অন্যান্য প্রদেশেও আরবিতে কোনো লেখা প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। কাশ্মীরের মুসলমানদের জন্য মায়াকান্না দেখালেও কাশ্মীরিদের দুর্ভাগ্যের জন্য পাকিস্তানই মূলত দায়ী। ব্রিটিশরা ভারত ত্যাগের সময় ভারত ও পাকিস্তান নামের দুটি স্বাধীন দেশ প্রতিষ্ঠিত হয়। কাশ্মীরসহ সব দেশীয় রাজ্যকে হয় এ দুই দেশের যে কোনোটিতে যোগদান অথবা স্বাধীন থাকার সুযোগ দেওয়া হয়। কাশ্মীরের ডোগরা রাজা স্বাধীন থাকার সিদ্ধান্ত নেন। কিন্তু পাকিস্তান কাশ্মীর দখলে গোপনে উপজাতীয় লুটেরা ও সেনাদল পাঠালে কাশ্মীরের রাজা ভারতে যোগদান করতে বাধ্য হন। উপজাতীয়দের দ্বারা অপদখলকৃত কাশ্মীরের একাংশ পাকিস্তানের দখলদারিত্বে থেকে যায়। কাশ্মীরের মুসলমানদের জন্য মায়াকান্না দেখালেও আরেক প্রতিবেশী উইঘুর মুসলিমদের ব্যাপারে তারা মুখে কুলুপ এঁটেছে। ডাবল স্ট্যান্ড হয়তো একেই বলে।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল