আইনজীবীরা আদালতেরই অংশ। যাদের সহযোগিতায় বিচারকরা মামলা পরিচালনা এবং ন্যায়বিচার নিশ্চিত করেন। আইনজীবীরা যে কোনো দল বা যে কোনো মতের সমর্থক হতে পারেন। কিন্তু আদালতের মর্যাদা ক্ষুণœ হয় এমন কোনো কর্মকা- আইনজীবীদের কাছ থেকে আশা করা হয় না। নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দিতে হলে পেশাগত মর্যাদার বিষয়ে সচেতন থাকা বাঞ্ছনীয়। কিন্তু আমাদের দেশে সাম্প্রতিক বছরগুলোয় আইনজীবীদের একাংশের দলীয় ক্যাডারসুলভ মনোভাব আইন অঙ্গনের ভাবমূর্তির জন্য বারবার বিড়ম্বনা ডেকে এনেছে। গত বুধবারও ঘটেছে এমনই এক অনভিপ্রেত ঘটনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের শুনানি হওয়ার কথা ছিল ওইদিন। কিন্তু মেডিকেল বোর্ডের প্রতিবেদন দাখিলের জন্য অ্যাটর্নি জেনারেল সময় চাইলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বেঞ্চ ১২ ডিসেম্বর পর্যন্ত শুনানি মুলতবি করে। এ সময় খালেদা জিয়ার আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করেন। দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি এগিয়ে আনার দাবিতে বিএনপিপন্থি আইনজীবীরা প্রায় তিন ঘণ্টা আপিল বিভাগের এজলাস কক্ষে অবস্থান নিয়ে চিৎকার-চেঁচামেচি করে স্লোগান দেন। সকাল ১০টায় প্রধান বিচারপতির নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চে কারাবন্দী বিএনপি চেয়ারপারসনের জামিন আবেদনের শুনানির পর থেকে এই বিশৃঙ্খলার মধ্যে আর কোনো মামলার কার্যক্রম চালানো যায়নি। পুরোটা সময় আদালতকক্ষ থেকে বের হতে বা নতুন করে কাউকে ঢুকতে বাধা দেন বিএনপি সমর্থক আইনজীবীরা। বারবার চেষ্টা করেও বিচার কার্যক্রম শুরু করতে না পেরে বেলা সোয়া ১টার দিকে এজলাস থেকে নেমে যান প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের ছয় বিচারপতি। আদালতে হট্টগোল, মিছিল-পাল্টা মিছিল, শক্তি প্রদর্শন কোনোভাবেই বাঞ্ছনীয় নয়। আদালতে অবরুদ্ধ পরিস্থিতি সৃষ্টিও যে কোনো বিবেচনায় অগ্রহণযোগ্য। দেশের সর্বোচ্চ আদালত শুধু নয়, কোনো আদালতে হট্টগোল, মিছিল-পাল্টা মিছিল বিচারব্যবস্থার মর্যাদার পরিপন্থী। এই অর্বাচীন আচরণের পুনরাবৃত্তি আর কখনো হবে না- আমরা তেমনটিই দেখতে চাই।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
আদালতে হট্টগোল
এ আচরণ দুর্ভাগ্যজনক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর