নতুন বছরের প্রথম ১৫ দিনে রেমিট্যান্সে নতুন রেকর্ড স্থাপিত হয়েছে। প্রবাসীদের কাছ থেকে এসেছে ৯৫৭ মিলিয়ন ডলারের রেমিট্যান্স। প্রবাসীদের ২ শতাংশ হারে নগদ প্রণোদনার সুফল হিসেবে দেখা হচ্ছে রেমিট্যান্স বৃদ্ধির ঘটনাকে। এর ফলে দেশের অর্থনীতি কিছুটা হলেও সমৃদ্ধ হবে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও এর সুফল অনুভূত হচ্ছে। গত বাজেটে হুন্ডির আগ্রাসন রোধে ব্যাংকিং খাতের রেমিট্যান্সের জন্য নগদ ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে এতকাল যারা রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে হুন্ডির ওপর নির্ভরশীল ছিলেন তারা ব্যাংকিং খাতের দিকে ঝুঁকেছেন। এর সুফল হিসেবে ২০১৯-২০২০ অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসীরা ৬ হাজার ১৫৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন; যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৫ হাজার ১০৮ মিলিয়ন ডলার। গত অক্টোবরে ১ হাজার ৬৪২ মিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ হাজার ৬২৭ কোটি টাকা। আগের বছরের অক্টোবরে যা ছিল ১ হাজার ২৩৯ মিলিয়ন ডলার; স্থানীয় মুদ্রায় ১০ হাজার ২২০ কোটি টাকা। এর ফলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। প্রবাসীরা যাতে বৈধ পথে অর্থ পাঠিয়ে রেমিট্যান্স প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারেন এজন্য সরকার এ খাতে ২ শতাংশ হারে যে নগদ সহায়তা ঘোষণা করেছে; তা গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। এ ছাড়া প্রতিদিন একজন প্রবাসী যতবার ইচ্ছা ১ হাজার ৫০০ মার্কিন ডলার পর্যন্ত পাঠাতে পারছেন। এতে কোনো প্রশ্ন করা হবে না। অবৈধ পথে রেমিট্যান্স পাঠালে যে কোনো সময় যে কেউ বিপদের সম্মুখীন হতে পারেন বলে বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিনিয়ত প্রচার চালানো হচ্ছে। এর ফলে এ বছর রেমিট্যান্সে অনন্য রেকর্ড তৈরি হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে প্রাণভোমরার ভূমিকা পালন করে রেমিট্যান্স আয়। এ আয়ের একাংশ হুন্ডির মাধ্যমে আসায় এর পরিপূর্ণ সুফল থেকে বঞ্চিত হতো দেশের অর্থনীতি। সেদিক থেকে প্রণোদনার সিদ্ধান্ত ইতিবাচক। তবে রেমিট্যান্স আয় বাড়াতে বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে প্রশিক্ষণের বিষয়ে জোর দিতে হবে। দক্ষ জনশক্তি রপ্তানি সম্ভব হলে রেমিট্যান্স আয় অন্তত ৫০ শতাংশ বাড়ানো সম্ভব হবে।
শিরোনাম
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
রেমিট্যান্সে নতুন রেকর্ড
এ সুফল ধরে রাখতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর