নতুন বছরের প্রথম ১৫ দিনে রেমিট্যান্সে নতুন রেকর্ড স্থাপিত হয়েছে। প্রবাসীদের কাছ থেকে এসেছে ৯৫৭ মিলিয়ন ডলারের রেমিট্যান্স। প্রবাসীদের ২ শতাংশ হারে নগদ প্রণোদনার সুফল হিসেবে দেখা হচ্ছে রেমিট্যান্স বৃদ্ধির ঘটনাকে। এর ফলে দেশের অর্থনীতি কিছুটা হলেও সমৃদ্ধ হবে। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভেও এর সুফল অনুভূত হচ্ছে। গত বাজেটে হুন্ডির আগ্রাসন রোধে ব্যাংকিং খাতের রেমিট্যান্সের জন্য নগদ ২ শতাংশ হারে প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে এতকাল যারা রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে হুন্ডির ওপর নির্ভরশীল ছিলেন তারা ব্যাংকিং খাতের দিকে ঝুঁকেছেন। এর সুফল হিসেবে ২০১৯-২০২০ অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসীরা ৬ হাজার ১৫৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন; যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৫ হাজার ১০৮ মিলিয়ন ডলার। গত অক্টোবরে ১ হাজার ৬৪২ মিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় যা ১৩ হাজার ৬২৭ কোটি টাকা। আগের বছরের অক্টোবরে যা ছিল ১ হাজার ২৩৯ মিলিয়ন ডলার; স্থানীয় মুদ্রায় ১০ হাজার ২২০ কোটি টাকা। এর ফলে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩২ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। প্রবাসীরা যাতে বৈধ পথে অর্থ পাঠিয়ে রেমিট্যান্স প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারেন এজন্য সরকার এ খাতে ২ শতাংশ হারে যে নগদ সহায়তা ঘোষণা করেছে; তা গত ১ জুলাই থেকে কার্যকর হয়েছে। এ ছাড়া প্রতিদিন একজন প্রবাসী যতবার ইচ্ছা ১ হাজার ৫০০ মার্কিন ডলার পর্যন্ত পাঠাতে পারছেন। এতে কোনো প্রশ্ন করা হবে না। অবৈধ পথে রেমিট্যান্স পাঠালে যে কোনো সময় যে কেউ বিপদের সম্মুখীন হতে পারেন বলে বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিনিয়ত প্রচার চালানো হচ্ছে। এর ফলে এ বছর রেমিট্যান্সে অনন্য রেকর্ড তৈরি হয়েছে। বাংলাদেশের অর্থনীতিতে প্রাণভোমরার ভূমিকা পালন করে রেমিট্যান্স আয়। এ আয়ের একাংশ হুন্ডির মাধ্যমে আসায় এর পরিপূর্ণ সুফল থেকে বঞ্চিত হতো দেশের অর্থনীতি। সেদিক থেকে প্রণোদনার সিদ্ধান্ত ইতিবাচক। তবে রেমিট্যান্স আয় বাড়াতে বিদেশে কর্মী প্রেরণের ক্ষেত্রে প্রশিক্ষণের বিষয়ে জোর দিতে হবে। দক্ষ জনশক্তি রপ্তানি সম্ভব হলে রেমিট্যান্স আয় অন্তত ৫০ শতাংশ বাড়ানো সম্ভব হবে।
শিরোনাম
- মোহাম্মদপুরে অপহরণ ও নির্যাতনের মামলায় গ্রেপ্তার ৯
- নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ রাখার সিদ্ধান্ত ইসির
- ঝিনাইদহে উদ্ধারকৃত ১৬ ককটেল ধ্বংস করল বোম্ব ডিসপোজাল ইউনিট
- জবির নারীসহ চার শিক্ষার্থীকে মারধর
- ‘আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইন ছিল সবার সঙ্গে প্রতারণা’
- দুই বছরের বিরতি শেষে পর্দায় ফিরছেন বিদ্যা সিনহা মিম
- ‘গণতন্ত্রের চর্চা হোক ক্লাসরুম থেকে’ স্লোগানে চবি রাজনীতি বিজ্ঞান বিভাগে সিআর নির্বাচন
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
রেমিট্যান্সে নতুন রেকর্ড
এ সুফল ধরে রাখতে হবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর