হুন্ডির মাধ্যমে অর্থ পাচার দেশের অর্থনীতির জন্য সাক্ষাৎ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আনুমানিক হিসাবে বছরে ৫০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে হুন্ডির মাধ্যমে। এ অর্থ পাচার রোধ এবং তা দেশে বিনিয়োগ করা হলে দেশের অর্থনীতির অর্জন আরও সমৃদ্ধ হতো। সৃষ্টি হতো কর্মসংস্থানের সুযোগ। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, পাচারের টাকায় সিঙ্গাপুর, কানাডা, মালয়েশিয়া, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে হোটেল, মোটেল, লগ্নিকারী প্রতিষ্ঠানের শেয়ার, আবাসিক ভবন, ফ্ল্যাট কিনছেন পাচারকারীরা। কোথাও কোথাও পুরো মার্কেটও কিনে ফেলেছেন এই চক্রের সদস্যরা। ইউরোপের পর্যটননির্ভর ক্ষুদ্র রাষ্ট্রগুলোয়ও অর্থ পাচারের মাত্রা দিন দিন বাড়ছে। বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ব্যাংকার, রাজনীতিবিদসহ নানা শ্রেণি-পেশার মানুষ রয়েছেন পাচারকারীর তালিকায়। হুন্ডিকারবারি হিসেবে চিহ্নিত এমন প্রায় ২০০ জনের একটি তালিকা ধরে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সরকারের বিভিন্ন তদন্তে হুন্ডির মাধ্যমে পাচার করা অর্থে ৩ হাজারের বেশি বাংলাদেশির বিশ্বের বিভিন্ন দেশে সেকেন্ড হোম গড়ে তোলার তথ্য উদ্ঘাটিত হয়েছে। বিদেশ থেকে হুন্ডি হয়ে রেমিট্যান্সের বিপুল অর্থ দেশে আসায় তার পরিপূর্ণ সুফল ভোগ করতে পারছে না দেশের অর্থনীতি। এ অর্থ বৈধ পথে রেমিট্যান্স হিসেবে এলে একদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেমন শক্তিশালী হতো তেমন সে অর্থ বিনিয়োগে আনা সম্ভব হতো। কিন্তু সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সদিচ্ছার অভাবে হুন্ডির মাত্রা কমানো যাচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। হুন্ডি ঠেকাতে সরকার রেমিট্যান্সের মাধ্যমে প্রেরিত অর্থে ২ শতাংশ প্রণোদনা দেওয়ায় বিদায়ী অর্থবছরে রেকর্ড পরিমাণ অর্থ বিদেশ থেকে এসেছে। প্রণোদনা না দিলে বর্ধিত অর্থ যে হুন্ডিচক্রের হাতে পড়ত তা সহজে অনুমেয়। হুন্ডি আইনত গুরুতর অপরাধ। দেশ থেকে অর্থ পাচারও বড় ধরনের অপরাধ। এ ধরনের অপরাধ দমনে দেশে জুতসই কড়া আইন থাকলেও প্রয়োগকারী কর্তৃপক্ষগুলোর গাফিলতিতে তা কোনো কাজে লাগছে না। দেশের অর্থনীতির জন্য বিসংবাদ সৃষ্টিকারী হুন্ডি বা অর্থ পাচারের বিরুদ্ধে সরকারসহ সংশ্লিষ্ট সব বিভাগকে দায়বদ্ধ ভূমিকা পালন করতে হবে। হুন্ডির মাধ্যমে যারা বিদেশে বিপুল অর্থকড়ি ও সম্পত্তির মালিক হয়েছেন তাদের আইনের আওতায় আনাও জরুরি।
শিরোনাম
- কুয়ালালামপুরে অভিযানে বাংলাদেশিসহ আটক ১২৪ অভিবাসী
- সবুজে মোড়া বরজ, তবুও হতাশা কাটছে না পান চাষিদের
- শ্রম আইন সংশোধনকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র
- গোপালগঞ্জে চেয়ারম্যানদের নিয়ে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
- সালমান এফ রহমান ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ১২ একর জমি জব্দ
- রাজধানীতে ঝুঁকিপূর্ণ ৩০০ ভবন চিহ্নিত : রাজউক চেয়ারম্যান
- তাপস ও তার সন্তানদের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- যুক্তরাষ্ট্র-কানাডাসহ ১৬ দেশে মধ্যরাত থেকে ভোটার নিবন্ধন শুরু
- ‘পুলিশ ও সিভিল প্রশাসন প্রজাতন্ত্রের কর্মচারী, ব্যক্তিগত নয়’
- চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেপ্তার
- সাবেক এলজিআরডি মন্ত্রীর এপিএস ফুয়াদের সম্পত্তি ক্রোক
- দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে ছাগল ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ
- ভোলার প্রবীণ সাংবাদিক এম হাবিবুর রহমান আর নেই
- সাত দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন শ্রমিকদের মানববন্ধন
- নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
- আইসিইউতে ৪১ শতাংশ রোগীর দেহে অ্যান্টিবায়োটিক কাজ করছে না: আইইডিসিআর
- ক্ষমতায় এলে গণমাধ্যম সংস্কারে অগ্রাধিকার দেবে বিএনপি : ফখরুল
- রাবির ২ শিক্ষককে সাময়িক বহিষ্কার
- ‘খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কারণেই বারবার গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছে’
- চুয়াডাঙ্গায় আট দফা দাবিতে নার্সদের স্মারকলিপি প্রদান
হুন্ডির মাধ্যমে অর্থ পাচার
ওদের শক্ত হাতে সামাল দিন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর