হুন্ডির মাধ্যমে অর্থ পাচার দেশের অর্থনীতির জন্য সাক্ষাৎ অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আনুমানিক হিসাবে বছরে ৫০ হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে হুন্ডির মাধ্যমে। এ অর্থ পাচার রোধ এবং তা দেশে বিনিয়োগ করা হলে দেশের অর্থনীতির অর্জন আরও সমৃদ্ধ হতো। সৃষ্টি হতো কর্মসংস্থানের সুযোগ। বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, পাচারের টাকায় সিঙ্গাপুর, কানাডা, মালয়েশিয়া, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া, দুবাইসহ বিশ্বের বিভিন্ন দেশে হোটেল, মোটেল, লগ্নিকারী প্রতিষ্ঠানের শেয়ার, আবাসিক ভবন, ফ্ল্যাট কিনছেন পাচারকারীরা। কোথাও কোথাও পুরো মার্কেটও কিনে ফেলেছেন এই চক্রের সদস্যরা। ইউরোপের পর্যটননির্ভর ক্ষুদ্র রাষ্ট্রগুলোয়ও অর্থ পাচারের মাত্রা দিন দিন বাড়ছে। বাংলাদেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ব্যাংকার, রাজনীতিবিদসহ নানা শ্রেণি-পেশার মানুষ রয়েছেন পাচারকারীর তালিকায়। হুন্ডিকারবারি হিসেবে চিহ্নিত এমন প্রায় ২০০ জনের একটি তালিকা ধরে তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। সরকারের বিভিন্ন তদন্তে হুন্ডির মাধ্যমে পাচার করা অর্থে ৩ হাজারের বেশি বাংলাদেশির বিশ্বের বিভিন্ন দেশে সেকেন্ড হোম গড়ে তোলার তথ্য উদ্ঘাটিত হয়েছে। বিদেশ থেকে হুন্ডি হয়ে রেমিট্যান্সের বিপুল অর্থ দেশে আসায় তার পরিপূর্ণ সুফল ভোগ করতে পারছে না দেশের অর্থনীতি। এ অর্থ বৈধ পথে রেমিট্যান্স হিসেবে এলে একদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেমন শক্তিশালী হতো তেমন সে অর্থ বিনিয়োগে আনা সম্ভব হতো। কিন্তু সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সদিচ্ছার অভাবে হুন্ডির মাত্রা কমানো যাচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। হুন্ডি ঠেকাতে সরকার রেমিট্যান্সের মাধ্যমে প্রেরিত অর্থে ২ শতাংশ প্রণোদনা দেওয়ায় বিদায়ী অর্থবছরে রেকর্ড পরিমাণ অর্থ বিদেশ থেকে এসেছে। প্রণোদনা না দিলে বর্ধিত অর্থ যে হুন্ডিচক্রের হাতে পড়ত তা সহজে অনুমেয়। হুন্ডি আইনত গুরুতর অপরাধ। দেশ থেকে অর্থ পাচারও বড় ধরনের অপরাধ। এ ধরনের অপরাধ দমনে দেশে জুতসই কড়া আইন থাকলেও প্রয়োগকারী কর্তৃপক্ষগুলোর গাফিলতিতে তা কোনো কাজে লাগছে না। দেশের অর্থনীতির জন্য বিসংবাদ সৃষ্টিকারী হুন্ডি বা অর্থ পাচারের বিরুদ্ধে সরকারসহ সংশ্লিষ্ট সব বিভাগকে দায়বদ্ধ ভূমিকা পালন করতে হবে। হুন্ডির মাধ্যমে যারা বিদেশে বিপুল অর্থকড়ি ও সম্পত্তির মালিক হয়েছেন তাদের আইনের আওতায় আনাও জরুরি।
শিরোনাম
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
হুন্ডির মাধ্যমে অর্থ পাচার
ওদের শক্ত হাতে সামাল দিন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
৩২ মিনিট আগে | জাতীয়
‘সিইও অব দ্য ইয়ার–২০২৫’ পুরস্কারে ভূষিত সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন
৫৮ মিনিট আগে | কর্পোরেট কর্নার