রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে আগুন লেগে দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। মিরপুরের চলান্তিকা বস্তিতে আগুন লেগে বিপুলসংখ্যক ঘর ভস্মীভূত হওয়ার দুই সপ্তাহের মধ্যে টিঅ্যান্ডটি বস্তির আগুন বিপুলসংখ্যক বস্তিবাসীকে সর্বস্বান্ত করেছে। আগুনে ঘরহারা মানুষ আশ্রয় নিয়েছে টিঅ্যান্ডটি কলোনির মাঠে খোলা আকাশের নিচে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের পক্ষ থেকে বলা হয়, ওই বস্তিতে রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। খুব কম সময়েই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কীভাবে আগুন লেগেছে তা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। টিঅ্যান্ডটি মাঠ-সংলগ্ন বেদেরঘাটে পোড়া ওই বস্তিতে মাঝখানে শুধু কয়েকটি গাছ দাঁড়িয়ে। কিন্তু গাছের ডালপালাও পুড়ে গেছে। পুড়ে যাওয়া ঘর খুঁজে যদি কিছু পাওয়া যায় এই আশায় খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজছে বস্তিবাসী। বস্তিবাসীর দেওয়া তথ্য মতে, পাশের এক গোডাউন থেকে আগুনের সূত্রপাত। বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪৫০টি পরিবারের তালিকা করেছে ত্রাণ মন্ত্রণালয়। প্রত্যেককে প্রাথমিকভাবে ৩০ কেজি চাল ও নগদ দুই হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে ঘটনাস্থল পরিদর্শনে আসা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পক্ষ থেকে। ঘটনাস্থল পরিদর্শনে এসে ডিএনসিসি নির্বাচনে অংশ নেওয়া বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেছেন, বস্তিতে আগুন লাগে, তদন্ত কমিটিও হয়, কিন্তু কোনো তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হয় না। প্রতিটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করা উচিত হলেও তা করা হচ্ছে না। উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামও শনিবার সন্ধ্যায় ভস্মীভূত বস্তি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন। রাজধানীতে প্রতি বছরই কোনো না কোনো বস্তিতে আগুন লাগছে। পুড়ে ছাই হচ্ছে বিপুল সংখ্যক হতদরিদ্র মানুষের সর্বস্ব। জীবনহানির ঘটনাও কম নয়। রাজধানীর যে কোনো অগ্নিকান্ড নিয়ে তদন্ত কমিটি গঠন করা হলেও তা জনসমক্ষে প্রচার হয় না বললেই চলে। কী কারণে অগ্নিকান্ড ঘটছে তা জানা গেলে জনসতর্কতা গড়ে তুলতে সহজ হয়। আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যবস্থা নেওয়া হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল