রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে আগুন লেগে দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। মিরপুরের চলান্তিকা বস্তিতে আগুন লেগে বিপুলসংখ্যক ঘর ভস্মীভূত হওয়ার দুই সপ্তাহের মধ্যে টিঅ্যান্ডটি বস্তির আগুন বিপুলসংখ্যক বস্তিবাসীকে সর্বস্বান্ত করেছে। আগুনে ঘরহারা মানুষ আশ্রয় নিয়েছে টিঅ্যান্ডটি কলোনির মাঠে খোলা আকাশের নিচে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের পক্ষ থেকে বলা হয়, ওই বস্তিতে রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। খুব কম সময়েই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কীভাবে আগুন লেগেছে তা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। টিঅ্যান্ডটি মাঠ-সংলগ্ন বেদেরঘাটে পোড়া ওই বস্তিতে মাঝখানে শুধু কয়েকটি গাছ দাঁড়িয়ে। কিন্তু গাছের ডালপালাও পুড়ে গেছে। পুড়ে যাওয়া ঘর খুঁজে যদি কিছু পাওয়া যায় এই আশায় খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজছে বস্তিবাসী। বস্তিবাসীর দেওয়া তথ্য মতে, পাশের এক গোডাউন থেকে আগুনের সূত্রপাত। বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪৫০টি পরিবারের তালিকা করেছে ত্রাণ মন্ত্রণালয়। প্রত্যেককে প্রাথমিকভাবে ৩০ কেজি চাল ও নগদ দুই হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে ঘটনাস্থল পরিদর্শনে আসা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পক্ষ থেকে। ঘটনাস্থল পরিদর্শনে এসে ডিএনসিসি নির্বাচনে অংশ নেওয়া বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেছেন, বস্তিতে আগুন লাগে, তদন্ত কমিটিও হয়, কিন্তু কোনো তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হয় না। প্রতিটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করা উচিত হলেও তা করা হচ্ছে না। উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামও শনিবার সন্ধ্যায় ভস্মীভূত বস্তি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন। রাজধানীতে প্রতি বছরই কোনো না কোনো বস্তিতে আগুন লাগছে। পুড়ে ছাই হচ্ছে বিপুল সংখ্যক হতদরিদ্র মানুষের সর্বস্ব। জীবনহানির ঘটনাও কম নয়। রাজধানীর যে কোনো অগ্নিকান্ড নিয়ে তদন্ত কমিটি গঠন করা হলেও তা জনসমক্ষে প্রচার হয় না বললেই চলে। কী কারণে অগ্নিকান্ড ঘটছে তা জানা গেলে জনসতর্কতা গড়ে তুলতে সহজ হয়। আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যবস্থা নেওয়া হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ
- দিনাজপুরে আগাম জাতের সবজি চাষে ব্যস্ত কৃষক