রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে আগুন লেগে দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। মিরপুরের চলান্তিকা বস্তিতে আগুন লেগে বিপুলসংখ্যক ঘর ভস্মীভূত হওয়ার দুই সপ্তাহের মধ্যে টিঅ্যান্ডটি বস্তির আগুন বিপুলসংখ্যক বস্তিবাসীকে সর্বস্বান্ত করেছে। আগুনে ঘরহারা মানুষ আশ্রয় নিয়েছে টিঅ্যান্ডটি কলোনির মাঠে খোলা আকাশের নিচে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের পক্ষ থেকে বলা হয়, ওই বস্তিতে রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। খুব কম সময়েই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কীভাবে আগুন লেগেছে তা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। টিঅ্যান্ডটি মাঠ-সংলগ্ন বেদেরঘাটে পোড়া ওই বস্তিতে মাঝখানে শুধু কয়েকটি গাছ দাঁড়িয়ে। কিন্তু গাছের ডালপালাও পুড়ে গেছে। পুড়ে যাওয়া ঘর খুঁজে যদি কিছু পাওয়া যায় এই আশায় খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজছে বস্তিবাসী। বস্তিবাসীর দেওয়া তথ্য মতে, পাশের এক গোডাউন থেকে আগুনের সূত্রপাত। বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪৫০টি পরিবারের তালিকা করেছে ত্রাণ মন্ত্রণালয়। প্রত্যেককে প্রাথমিকভাবে ৩০ কেজি চাল ও নগদ দুই হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে ঘটনাস্থল পরিদর্শনে আসা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পক্ষ থেকে। ঘটনাস্থল পরিদর্শনে এসে ডিএনসিসি নির্বাচনে অংশ নেওয়া বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেছেন, বস্তিতে আগুন লাগে, তদন্ত কমিটিও হয়, কিন্তু কোনো তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হয় না। প্রতিটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করা উচিত হলেও তা করা হচ্ছে না। উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামও শনিবার সন্ধ্যায় ভস্মীভূত বস্তি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন। রাজধানীতে প্রতি বছরই কোনো না কোনো বস্তিতে আগুন লাগছে। পুড়ে ছাই হচ্ছে বিপুল সংখ্যক হতদরিদ্র মানুষের সর্বস্ব। জীবনহানির ঘটনাও কম নয়। রাজধানীর যে কোনো অগ্নিকান্ড নিয়ে তদন্ত কমিটি গঠন করা হলেও তা জনসমক্ষে প্রচার হয় না বললেই চলে। কী কারণে অগ্নিকান্ড ঘটছে তা জানা গেলে জনসতর্কতা গড়ে তুলতে সহজ হয়। আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যবস্থা নেওয়া হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
বনানীর বস্তিতে আগুন
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কাম্য
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর