রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে আগুন লেগে দুই শতাধিক ঘর পুড়ে ছাই হয়েছে। মিরপুরের চলান্তিকা বস্তিতে আগুন লেগে বিপুলসংখ্যক ঘর ভস্মীভূত হওয়ার দুই সপ্তাহের মধ্যে টিঅ্যান্ডটি বস্তির আগুন বিপুলসংখ্যক বস্তিবাসীকে সর্বস্বান্ত করেছে। আগুনে ঘরহারা মানুষ আশ্রয় নিয়েছে টিঅ্যান্ডটি কলোনির মাঠে খোলা আকাশের নিচে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের পক্ষ থেকে বলা হয়, ওই বস্তিতে রাত সাড়ে ৩টার দিকে আগুন লাগে। খুব কম সময়েই তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কীভাবে আগুন লেগেছে তা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। টিঅ্যান্ডটি মাঠ-সংলগ্ন বেদেরঘাটে পোড়া ওই বস্তিতে মাঝখানে শুধু কয়েকটি গাছ দাঁড়িয়ে। কিন্তু গাছের ডালপালাও পুড়ে গেছে। পুড়ে যাওয়া ঘর খুঁজে যদি কিছু পাওয়া যায় এই আশায় খুঁটিয়ে খুঁটিয়ে খুঁজছে বস্তিবাসী। বস্তিবাসীর দেওয়া তথ্য মতে, পাশের এক গোডাউন থেকে আগুনের সূত্রপাত। বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৪৫০টি পরিবারের তালিকা করেছে ত্রাণ মন্ত্রণালয়। প্রত্যেককে প্রাথমিকভাবে ৩০ কেজি চাল ও নগদ দুই হাজার টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে ঘটনাস্থল পরিদর্শনে আসা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পক্ষ থেকে। ঘটনাস্থল পরিদর্শনে এসে ডিএনসিসি নির্বাচনে অংশ নেওয়া বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল সাংবাদিকদের বলেছেন, বস্তিতে আগুন লাগে, তদন্ত কমিটিও হয়, কিন্তু কোনো তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করা হয় না। প্রতিটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করা উচিত হলেও তা করা হচ্ছে না। উত্তর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলামও শনিবার সন্ধ্যায় ভস্মীভূত বস্তি পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ এবং ত্রাণসামগ্রী বিতরণ করেন। রাজধানীতে প্রতি বছরই কোনো না কোনো বস্তিতে আগুন লাগছে। পুড়ে ছাই হচ্ছে বিপুল সংখ্যক হতদরিদ্র মানুষের সর্বস্ব। জীবনহানির ঘটনাও কম নয়। রাজধানীর যে কোনো অগ্নিকান্ড নিয়ে তদন্ত কমিটি গঠন করা হলেও তা জনসমক্ষে প্রচার হয় না বললেই চলে। কী কারণে অগ্নিকান্ড ঘটছে তা জানা গেলে জনসতর্কতা গড়ে তুলতে সহজ হয়। আগুনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যবস্থা নেওয়া হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
বনানীর বস্তিতে আগুন
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কাম্য
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর