সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা
বিচিত্রতা

পাতিলেবু

পাতিলেবুর চাহিদা সব সময়ই তুঙ্গে। শুধু খাবারের স্বাদ বাড়াতেই নয়, শরীর ভালো রাখতেও এর জুড়ি মেলা ভার। তারই হিসাব-নিকেশ করে তার গুণাগুণের উৎকৃষ্টমানের ফলাফল জানালেন বিশিষ্ট ন্যাচারোপ্যাথ রিংকি ব্যানার্জি। ইদানীং হাঁপানির সমস্যা খুবই কমন। ১০০ জনের মধ্যে তিন থেকে চারজন এই সমস্যায় ভোগেন। কিন্তু দুই বেলা খাওয়ার আগে ১ টেবিল চামচ পাতিলেবুর রস খেলে মুক্তি পাওয়া যায় হাঁপানি থেকে। কলেরার প্রাদুর্ভাবে অনেকেই কাহিল হয়ে পড়েন। এ সমস্যা থেকেও মুক্তি মিলতে পারে পাতিলেবুর ব্যবহারে। লেবুর মধ্যে থাকা অ্যান্টি-ভাইরাল প্রপার্টিস কলেরার জীবাণুকে শরীর থেকে দূর করে আমাদের দেহকে তরতাজা করে তোলে। লেবুর মধ্যে থাকা অ্যান্টি-ভাইরাল উপাদান শুধু কলেরা নয়, সিজন চেঞ্জের সময় ঠা-া লাগা থেকেও শরীরকে বাঁচায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর