প্রতারণার অভিযোগে সরকার এমএলএম বাণিজ্য নিষিদ্ধ করেছিল। আশা করা হয়েছিল এ পদক্ষেপে কাজ হবে। মানুষকে প্রলোভন দেখিয়ে সর্বস্ব লুট করার অনৈতিক ব্যবসা বন্ধ হবে। কিন্তু চোরা নাহি শোনে ধর্মের কাহিনি। প্রতারক যারা তারাও বন্ধ করেনি তাদের মানুষ ঠকানো ব্যবসা। এমএলএম বাণিজ্য নিষিদ্ধ হলেও তা সীমাবদ্ধ হয়ে পড়েছে কাগজে কলমে। এ আইন কার্যকরের দায়িত্ব যাদের, তাদের গাফিলতি শুধু নয়, মতলববাজির পরিণতিতে এমএলএম ব্যবসা আবির্ভূত হয়েছে বর্ণাঢ্য চেহারায়। খোদ রাজধানীর বিভিন্ন এলাকায় জমজমাট হয়ে উঠছে অবৈধ এমএলএম প্রতারণা। সরকার এমএলএম বাণিজ্য নিষিদ্ধ করলেও নানা কৌশলে আর অভিনব সব পন্থায় চলছে এ প্রতারণা বাণিজ্য। আবাসনসহ নানা ব্যবসার সাইনবোর্ড ঝুলিয়ে এর আড়ালেই চলছে এমএলএমের ফাঁদ। বহু নিরীহ মানুষ এসব ফাঁদে পড়ে হারিয়েছে সহায়-সম্বল। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট এলাকার থানা-পুলিশ ম্যানেজ করেই চলছে প্রতারণা ব্যবসা। এ কারণে ভুক্তভোগীরা অভিযোগ করেও কোনো প্রতিকার পাচ্ছে না। উল্টো তাদেরই হয়রানির ভয় দেখানো হচ্ছে। রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে একটি আবাসন কোম্পানির নামে চলছে অবৈধ এমএলএম ব্যবসা। এরই মধ্যে প্রতিষ্ঠানটি ন্যূনতম ২০ হাজার বিনিয়োগকারীর কাছ থেকে অফেরতযোগ্য সদস্য ফি আদায় করেছে। জনপ্রতি ১২ হাজার ৩০০ টাকা করে অফেরতযোগ্য সদস্য ফি বাবদই সংগ্রহ করে নিয়েছে প্রায় ২৫ কোটি টাকা। মোটা অঙ্কের লাভের প্রলোভন দেখিয়ে এ পর্যন্ত কয়েক হাজার গ্রাহকের কাছ থেকে আমানত হাতিয়ে নেওয়া হয়েছে। তবে আবাসন কোম্পানি বলে দাবি করলেও তাদের প্রকল্পগুলোর অবস্থান জানাতে পারছে না কেউ। রাজউক, গণপূর্ত মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কোনো প্রকল্পের নিবন্ধন বা অনুমোদন নেই। সদস্যদের কল্যাণের গালভরা বুলি আওড়ালেও এমএলএম প্রতারকদের ওই প্রতিষ্ঠানটি এযাবৎ কোনো সদস্য বা গ্রাহককে এক চিলতে জমি বুঝিয়ে দেয়নি। এমএলএম প্রতারণার আদলে দেশজুড়ে রয়েছে অসংখ্য প্রতিষ্ঠান। রাজধানীতেও চুটিয়ে ব্যবসা করছে হরেকরকমের প্রতারক। এগুলো দেখার দায়িত্ব যাদের তারা প্রতারক চক্রের অনুগত হয়ে পড়ায় আইন তার প্রত্যাশিত ভূমিকা রাখতে পারছে না। পরিণতিতে প্রতারিত হচ্ছে বিশেষভাবে নিম্নবিত্ত ও স্বল্প আয়ের মানুষ। যারা প্রতারকদের গালভরা বুলিতে আস্থা রেখে ঠকছে। রক্ত ঘাম করে অর্জিত অর্থের সবটুকু সঞ্চয় তুলে দিচ্ছে এমএলএম প্রতারকদের হাতে। জনস্বার্থে এ প্রতারণা ব্যবসা বন্ধ হওয়া দরকার। জনগণের প্রতি আইন প্রয়োগকারীদের আনুগত্যে যে ঘাটতি রয়েছে তা শোধরানো দরকার। সরকারকে এ ব্যাপারে চোখ-কান খোলা রাখতে হবে।
শিরোনাম
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
এমএলএম প্রতারণা
আইন প্রয়োগকারীদের সুমতি চাই
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর