বিটুমিনের ক্ষেত্রে পরনির্ভরতা কাটিয়ে ওঠার সোনালি সোপানে পা দিয়েছে বাংলাদেশ। গত শনিবার কেরানীগঞ্জের পানগাঁওয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানির বিটুমিন প্লান্ট। মুজিবর্ষে দেশের সড়ক নির্মাণ খাতের একটি গুরুত্বপূর্ণ উপাদান বিটুমিন উৎপাদনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতার পথ উন্মোচনকে একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশে চাহিদার মাত্র ১০ শতাংশ বিটুমিন উৎপাদিত হয় সরকারি খাতের প্রতিষ্ঠানে। বাকি ৯০ শতাংশ বিটুমিন বিদেশ থেকে আমদানি করা হয়। বসুন্ধরার বিটুমিন প্লান্ট আগামী বছরের মধ্যে তার উৎপাদন ৯ লাখ টনে উন্নীত করতে সক্ষম হবে। দেশীয় চাহিদা ৫ লাখ টন পূরণ এবং বাদবাকি বিটুমিন বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পথ খুলে যাবে। বিটুমিন প্লান্ট উদ্বোধনকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগে চাহিদার ৯০ শতাংশ বিটুমিন আমদানি করতে হতো। এখন বসুন্ধরার কল্যাণে আমদানি করা লাগবে না বরং বিদেশে বিটুমিন রপ্তানি করা সম্ভব হবে। আমাদের আবহাওয়ার সঙ্গে খাপ খায় এমন বিটুমিন আগে পাওয়া যেত না। আমদানি করার পর গুণগত উৎকর্ষতা ধরে রাখা যেত না। বসুন্ধরা বিটুমিন প্লান্টের কারণে সেই সমস্যার সমাধান হলো। স্মর্তব্য, বাংলাদেশে বর্তমানে সড়ক ও জনপথ বিভাগের অধীনে ২২ হাজার কিলোমিটার সড়ক রয়েছে। স্থানীয় সরকারের অধীনস্থ সড়কের পরিমাণ ৩ লাখ ৫৪ হাজার কিলোমিটার। এর মধ্যে পিচঢালা পথের পরিমাণ ১ লাখ ৫ হাজার কিলোমিটার। দেশে সড়কের পরিসর প্রতি বছর বাড়ছে। গুরুত্বপূর্ণ সড়কগুলো সময়ের প্রয়োজনে সম্প্রসারিত হচ্ছে। ফলে বাড়ছে বিটুমিনের চাহিদা। বেসরকারি খাতের বসুন্ধরা বিটুমিন প্লান্ট ক্রমবর্ধমান চাহিদা পূরণের সক্ষমতা দেখাবে। স্থানীয় সরকার খাতের যে আড়াই লাখ কিলোমিটার সড়কে পিচ নেই সেগুলো পিচের রাস্তায় রূপান্তর করা হলেও বিদেশ থেকে বিটুমিন আমদানির প্রয়োজন হবে না। স্বয়ংসম্পূর্ণ হওয়ার সুবাদে সড়ক নির্মাণে পরিবেশ উপযোগী মানসম্মত বিটুমিনের সহজপ্রাপ্যতা নিশ্চিত হবে। সাশ্রয় হবে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। অবকাঠামোগত উন্নয়ন জাতীয় অগ্রগতির চাবিকাঠি হিসেবে বিবেচিত হয়। সড়ক নির্মাণের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বিটুমিনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা জাতীয় অগ্রগতির জন্য সুসংবাদ বলে বিবেচিত হওয়ার দাবি রাখে।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
বিটুমিন প্লান্ট
পরনির্ভরতার অবসান ঘটাবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর