বাংলাদেশ ব্যাংক অবশেষে ব্যাংক ঋণের লাগাম ছাড়া সুদের হারে লাগাম পরিয়েছে। বেঁধে দেওয়া হয়েছে সুদের হার। পয়লা এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া অন্যান্য ঋণের সর্বোচ্চ হার হবে ৯ শতাংশ। সুদের এ হার ভালো গ্রাহকদের জন্য। ঋণগ্রহীতাদের মধ্যে যারা খেলাপি হবেন তাদের অতিরিক্ত ২ শতাংশ হারে দন্ডসুদ গুনতে হবে। সোমবার বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে ঋণের সুদহার বেঁধে দেওয়া হলেও ব্যক্তি আমানতের সুদহার নিয়ে কিছুই বলা হয়নি। সার্কুলারে বলা হয়, লক্ষ্য করা গেছে যে, বর্তমানে ব্যাংকের ঋণের উচ্চ সুদহার দেশের ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ শিল্পসহ ব্যবসা ও সেবা খাতের বিকাশে প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। ব্যাংকের সুদহার উচ্চমাত্রায় হলে সংশ্লিষ্ট শিল্প, ব্যবসা ও সেবা খাতের প্রতিষ্ঠানগুলোর উৎপাদন খরচ বৃদ্ধি পায় এবং উৎপাদিত পণ্য বাজারজাতকরণে প্রতিযোগিতামূলক সুবিধা থেকে বঞ্চিত হয়। ঋণগ্রহীতারা যথাসময়ে ব্যাংকের ঋণ পরিশোধে সামর্থ্যও হারিয়ে ফেলেন। ফলে ব্যাংকিং খাতে ঋণশৃঙ্খলা বিঘিœত হয় এবং সার্বিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এ প্রেক্ষাপটে অশ্রেণিকৃত ঋণের ওপর সুদহার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হলো। কোনো ঋণের ওপর ৯ শতাংশ হারে সুদ ধার্য করার পরও যদি সংশ্লিষ্ট ঋণগ্রহীতা খেলাপি হিসেবে চিহ্নিত হন, সে ক্ষেত্রে যে সময়ের জন্য খেলাপি হবেন অর্থাৎ মেয়াদি ঋণের ক্ষেত্রে খেলাপি কিস্তি ও চলতি মূলধন ঋণের ক্ষেত্রে মোট খেলাপি ঋণের ওপর সর্বোচ্চ ২ শতাংশ হারে দন্ডসুদ আরোপ করা যাবে। ব্যাংক ঋণের হার ১ অঙ্কে নামিয়ে আনার জন্য ব্যবসায়ী সম্প্রদায় দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছিলেন। বাংলাদেশ প্রতিদিন দেশে বিনিয়োগ বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির স্বার্থে ব্যবসায়ী সম্প্রদায়ের এ দাবিকে সমর্থন জানিয়েছে। এ কলামে বারবার মাত্রাতিরিক্ত সুদের বিরুদ্ধে সম্পাদকীয় মন্তব্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এ সার্কুলারের ফলে বিনিয়োগকারীরা উৎসাহিত হবেন। পণ্যমূল্য সহনশীল করার ক্ষেত্রেও এ সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে। ঋণের সুদহার সহনশীল মাত্রায় নামিয়ে আনার কারণে ঋণখেলাপির পরিমাণও কমবে। আমরা আশা করব, আর্থিক খাতের শৃঙ্খলা প্রতিষ্ঠায় ব্যাংগুলোর ওপর বাইরের অবাঞ্ছিত হস্তক্ষেপের অবসান ঘটানো হবে। ঋণ প্রদানের ক্ষেত্রে প্রতারক চক্রের কেউ যাতে সুবিধা না পায় তা নিশ্চিত করাও জরুরি।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
ব্যাংক ঋণের সুদ হ্রাস
বিনিয়োগে উৎসাহ জোগাবে
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর