রবিবার, ৩১ মে, ২০২০ ০০:০০ টা
ইতিহাস

পি কে হিট্টির মন্তব্য

ইতিহাসবিদ পি কে হিট্টির কথায়- ‘খেলাফতের প্রশ্নই ছিল ইসলামের প্রথম সমস্যা।’ খলিফা নির্বাচনে মুসলমানদের মধ্যে অনৈক্যের উদ্ভব হলে আবু বকর (রা.) অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে এ পরিস্থিতির মোকাবিলা করেন এবং অবস্থা আয়ত্তে আনেন। তাঁর বিচক্ষণতা, নির্ভীকতা ও সত্যনিষ্ঠতা একটি অনিবার্য বিপর্যয়ের হাত থেকে নবগঠিত ইসলামী রাষ্ট্রকে রক্ষা করে। খেলাফতের ক্ষমতা গ্রহণের পরই আবু বকর (রা.)-কে আর একটা মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হতে হয়। এ সময় রিদ্দা বা স্বধর্মত্যাগ আন্দোলন ব্যাপক আকারে আত্মপ্রকাশ করে। ইতিহাসবিদ মুরের কথায়, ‘সমগ্র উপদ্বীপের আরবরা তাদের স্বধর্মে ফিরে যাচ্ছিল।’ ইসলাম ও শিশু ইসলামী রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার জন্য এটা ছিল ইতিহাসের এক সংকটময় সময়। পৌত্তলিকতার বিরুদ্ধে একেশ্বরবাদ প্রতিষ্ঠার জন্য এ সময় আবু বকর (রা.) নির্ভীকভাবে এগিয়ে আসেন। রাজনৈতিক বিচক্ষণতা ও দূরদৃষ্টির দ্বারা তিনি প্রতিকূলতা অতিক্রম করে ইসলামকে আরবে পুনঃপ্রতিষ্ঠা করেন। বেকল তাই নয়, বেদুইনরা যখন নানা দিক দিয়ে মাথাচাড়া দিয়ে ওঠে, মুসলমানরা যখন বিভ্রান্ত ও দিশাহারা, তখন বেদুইনরা কিছু আপসরফা করার জন্য প্রস্তাব দেয়। অনেক মুসলমানই তখন একে ভালো মনে করে। কিন্তু আবু বকর (রা.) তাঁর দূরদর্শিতার বলে বুঝতে পেরেছিলেন, একবার ইসলামের অঙ্গচ্ছেদ ঘটলে তা তার মৃত্যুর শামিল হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর