শুক্রবার, ১০ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনা টেস্টে প্রতারণা

অপরাধীদের শাস্তি নিশ্চিত করুন

করোনা দুনিয়ার কয়েক শ কোটি মানুষের জন্য অভিশাপ হয়ে দেখা দিলেও মনুষ্য চেহারাধারী কিছু নিকৃষ্ট জীবের জন্য যে আশীর্বাদ বয়ে এনেছে সন্দেহ নেই। অন্ধগলিতে জন্ম নেওয়া এসব জীব করোনা টেস্টের নামে প্রতারণা করে আয় করেছে কোটি কোটি টাকা। ভুয়া নেগেটিভ রিপোর্ট নিয়ে ইতালিসহ বিভিন্ন দেশে যাওয়ায় ওইসব দেশ বাংলাদেশের সঙ্গে বিমান যোগাযোগ স্থগিত করেছে। এমনকি কাতার এয়ারওয়েজের একটি বিমান থেকে ১২৫ জন বাংলাদেশিকে নামতে দেওয়া হয়নি ইতালির রোমের কিউমিসিনো বিমানবন্দরে। ফলে হাজার হাজার প্রবাসী দেশে আটকা পড়েছে দুর্ভাগ্যজনকভাবে। দেশ কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা থেকে বঞ্চিত হচ্ছে। করোনার ভুয়া রিপোর্ট দানের রমরমা ব্যবসা খুলে বসেছিলেন হুমায়ুন কবির-তানজীনা পাটোয়ারী দম্পতি। করোনাভাইরাসের উপসর্গ থাকা রোগীর নমুনা সংগ্রহ করে কোনো ধরনের পরীক্ষা ছাড়াই মনগড়া রিপোর্ট সরবরাহের দায় স্বীকার করে ২৪ জুন জবানবন্দি দিয়েছেন চিকিৎসক নামের কলঙ্ক তানজীনা পাটোয়ারী ও তার স্বামী হুমায়ুন কবির। এ জালিয়াত দম্পতির বিরুদ্ধে অভিযোগ, তারা বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করতে জনপ্রতি ৫ হাজার থেকে ১০ হাজার টাকা নিয়েছেন। ১৫ জুন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল এলাকা থেকে করোনার জাল সার্টিফিকেট বিক্রির অভিযোগে তিন জালিয়াতকে গ্রেফতার করেন র‌্যাব-৩-এর সদস্যরা। তাদের কাছ থেকে করোনার বেশকিছু জাল সার্টিফিকেট, দুটি কম্পিউটার, দুটি প্রিন্টার ও দুটি স্ক্যানার উদ্ধার করা হয়েছে। করোনা পরীক্ষার অনুমতি পেয়েছিল উত্তরা ও মিরপুরের রিজেন্ট হাসপাতাল। যে হাসপাতালের লাইসেন্স নবায়ন করা হয়নি সাত বছর ধরে তারা কীভাবে করোনা পরীক্ষার অনুমতি পায় আমাদের বোধগম্য নয়। এ অনুমতির সঙ্গে যারা জড়িত তারা প্রতারকদের গডফাদার কিনা ভাবতে হবে। করোনা পরীক্ষার নামে তারা ইতোমধ্যে কয়েক কোটি টাকা আয় করেছে। র‌্যাব হাসপাতাল সিলগালা করে দিলেও এর মালিক প্রতারক শিরোমণি সাহেদকে এখনো গ্রেফতার করতে পারেনি। করোনা পরীক্ষার নামে যারা প্রতারণার ব্যবসা ফেঁদেছে তারা মানবতাবিরোধী অপরাধী। তারা দেশের সুনামের জন্য বিড়ম্বনা ডেকে এনেছে। তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করতে সরকার পদক্ষেপ নেবে- এমনটিই প্রত্যাশিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর