করোনাকালে লকডাউনের প্রতিক্রিয়ায় স্তব্ধ হয়ে পড়েছিল আমদানি-রপ্তানি তথা দুই ধরনের বৈদেশিক বাণিজ্য। লকডাউন প্রত্যাহারের পর গত তিন মাসে রপ্তানি বাণিজ্য প্রায় স্বাভাবিক হয়ে এলেও আমদানি বাণিজ্যের প্রতিবন্ধকতা কাটছে না। গত জুনের পর থেকে উদ্যোক্তারা শিল্পকারখানা পুরোদমে চালু রাখার চেষ্টা করলেও আমদানি বাণিজ্যে নানা ধরনের বাধাবিপত্তির কারণে তা সম্ভব হচ্ছে না। শিল্পের কাঁচামাল, খাদ্যপণ্য, জ্বালানিসহ প্রয়োজনীয় পণ্য সময়মতো আমদানি করতে না পারায় একদিকে উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যেতে পারে বলে আশঙ্কা দানা বেঁধে উঠছে। ডলার সংকট, এলসি খুলতে ব্যাংকগুলোর অনীহা, কাস্টমসে পণ্যছাড়ে দীর্ঘসূত্রতা এখন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমদানিকারকদের অভিযোগ, এর নেতিবাচক প্রভাব পড়ছে পণ্যের উৎপাদন ও মূল্য পরিস্থিতিতে। জুনের পর থেকে শিল্পকারখানা চালু হলেও ওই সময় ডলার সংকটের কথা বলে অনেক ব্যাংক এলসি খুলতে চায়নি। কোনো কোনো ব্যাংক এলসি খুলতে চাইলেও বিদেশি সাপ্লায়াররা তা গ্রহণ করেননি সময়মতো এলসির দেনা পরিশোধ না করার কারণে। সাম্প্রতিক সময়ে ডলার সংকট হ্রাস পেলেও ব্যাংকগুলোর সংরক্ষণশীল মনোভাবে আমদানি প্রক্রিয়া বিঘিœত হচ্ছে। বাংলাদেশের বিপুলসংখ্যক শিল্পের কাঁচামাল বিদেশ থেকে আনতে হয়। আমদানি বাণিজ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় করোনার সময় বন্ধ হয়ে যাওয়া কলকারখানা কাঁচামালের অভাবে পুরোদমে চালু রাখা কঠিন হয়ে পড়ছে। একইভাবে ভোগ্যপণ্যের বাজারে সংকট সৃষ্টির আশঙ্কা দেখা দিচ্ছে। এ সমস্যার সমাধানে ব্যাংকগুলোর মধ্যে পণ্য আমদানির ক্ষেত্রে যে নেতিবাচক মনোভাব কাজ করছে সে প্রবণতার অবসান ঘটাতে হবে। এ ব্যাপারে সরকারের তীক্ষè নজর থাকা জরুরি। শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হলে করোনাকালীন বিপর্যয় কাটিয়ে ওঠার যে চেষ্টা করছে দেশের অর্থনীতি তাতে বিঘ্ন সৃষ্টি হবে। কর্মসংস্থানের ক্ষেত্রেও দেখা দেবে বিপদ, যা এড়ানো সবারই কর্তব্য হওয়া উচিত।
শিরোনাম
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
- মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে: এ্যানি
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
আমদানি প্রতিবন্ধতা
নেতিবাচক প্রবণতার অবসান হোক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর