একসময় ক্রিকেট ও ক্যারিবীয়দের সমার্থক বলে বিবেচনা করা হতো। ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে ভাবা হতো অপরাজেয় শক্তি। ক্যারিবীয়দের সেই সুদিন এখন স্মৃতি। বাংলাদেশ সফরে এসেও সে স্বাক্ষর রেখেছে তারা। সফররত দলের বিরুদ্ধে ওয়ান ডের তিন খেলায় হাতে এক ম্যাচ থাকতেই সিরিজ জয় করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও তারা কোমর সোজা করে দাঁড়াতে দেয়নি একসময়কার পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজকে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী দল। দলীয় ১০ রানে তাদের প্রথম উইকেটের পতন। ৩৬ থেকে ৪০ এ ৫ রানের মধ্যে আরও ৪ উইকেট এবং দলীয় ৪১ রানের মাথায় পঞ্চম ও ৮৮ রানে ৮ উইকেট নেই ক্যারিবীয়দের। সেখান থেকে ৪১ রানের ইনিংস খেলে দলের স্কোর ১৪৮-এ নিয়ে যান আট নম্বরে ব্যাট করতে নামা রোভমান পাওয়েল। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের ১০০ বল হাতে রেখেই জিতে যান টাইগাররা। শুক্রবার মিরপুরে স্পিনার মেহেদী হাসান মিরাজ তার ক্যারিয়ার-সেরা বোলিং করে ম্যাচ-সেরা হয়েছেন। ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। দুর্দান্ত খেলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। নজর কেড়েছে মুস্তাফিজুর রহমানের ডেঞ্জার ডেলিভারি। আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করা সাকিব এ ম্যাচে ১০ ওভারে ৩০ রানে নিয়েছেন ২ উইকেট। ব্যাট হাতে খেলেছেন হার না মানা ৪৩ রানের ইনিংস। দারুণ এক হাফ সেঞ্চুরি করেছেন অধিনায়ক তামিম ইকবাল। করোনার কারণে গত ১০ মাস ধরে মাঠে ছিলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে সিরিজ জয় নিঃসন্দেহে আশাজাগানিয়া। এর ফলে ক্যারিবীয়দের বিরুদ্ধে ওয়ান ডেতে টানা সাত ম্যাচে জয়ের কৃতিত্ব দেখাল টাইগাররা। পরপর দুই জয়ে পাকিস্তানকে টপকে ৩-এ উঠল বাংলাদেশ। এ জয়ের পর টাইগারদের লক্ষ্য থাকবে সোমবার শেষ ম্যাচে সফরকারীদের হোয়াইটওয়াশ করা। নজরকাড়া কৃতিত্বের জন্য তামিম ইকবাল বাহিনীকে অভিনন্দন।
শিরোনাম
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি
- আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- বিইউবিটিতে ‘জব হান্টিং ২.০’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
- সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল
- ‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’
- সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর নামে দুদকের দুই মামলা
- ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে : আমানউল্লাহ
- কুয়েতে হোমনা প্রবাসীদের মিলনমেলা ও পিঠা উৎসব
- বিয়ের আশায় ১৭ দিনের নবজাতককে হত্যা করল ৪ খালা
- ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব
- চট্টগ্রাম কলেজে শিক্ষক সংকটে বিঘ্নিত গুণগত শিক্ষা
- স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি
- রূপগঞ্জের গোলাম ফারুক খোকন বিএসটিএমপিআইএ'র সভাপতি