একসময় ক্রিকেট ও ক্যারিবীয়দের সমার্থক বলে বিবেচনা করা হতো। ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে ভাবা হতো অপরাজেয় শক্তি। ক্যারিবীয়দের সেই সুদিন এখন স্মৃতি। বাংলাদেশ সফরে এসেও সে স্বাক্ষর রেখেছে তারা। সফররত দলের বিরুদ্ধে ওয়ান ডের তিন খেলায় হাতে এক ম্যাচ থাকতেই সিরিজ জয় করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও তারা কোমর সোজা করে দাঁড়াতে দেয়নি একসময়কার পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজকে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী দল। দলীয় ১০ রানে তাদের প্রথম উইকেটের পতন। ৩৬ থেকে ৪০ এ ৫ রানের মধ্যে আরও ৪ উইকেট এবং দলীয় ৪১ রানের মাথায় পঞ্চম ও ৮৮ রানে ৮ উইকেট নেই ক্যারিবীয়দের। সেখান থেকে ৪১ রানের ইনিংস খেলে দলের স্কোর ১৪৮-এ নিয়ে যান আট নম্বরে ব্যাট করতে নামা রোভমান পাওয়েল। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের ১০০ বল হাতে রেখেই জিতে যান টাইগাররা। শুক্রবার মিরপুরে স্পিনার মেহেদী হাসান মিরাজ তার ক্যারিয়ার-সেরা বোলিং করে ম্যাচ-সেরা হয়েছেন। ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। দুর্দান্ত খেলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। নজর কেড়েছে মুস্তাফিজুর রহমানের ডেঞ্জার ডেলিভারি। আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করা সাকিব এ ম্যাচে ১০ ওভারে ৩০ রানে নিয়েছেন ২ উইকেট। ব্যাট হাতে খেলেছেন হার না মানা ৪৩ রানের ইনিংস। দারুণ এক হাফ সেঞ্চুরি করেছেন অধিনায়ক তামিম ইকবাল। করোনার কারণে গত ১০ মাস ধরে মাঠে ছিলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে সিরিজ জয় নিঃসন্দেহে আশাজাগানিয়া। এর ফলে ক্যারিবীয়দের বিরুদ্ধে ওয়ান ডেতে টানা সাত ম্যাচে জয়ের কৃতিত্ব দেখাল টাইগাররা। পরপর দুই জয়ে পাকিস্তানকে টপকে ৩-এ উঠল বাংলাদেশ। এ জয়ের পর টাইগারদের লক্ষ্য থাকবে সোমবার শেষ ম্যাচে সফরকারীদের হোয়াইটওয়াশ করা। নজরকাড়া কৃতিত্বের জন্য তামিম ইকবাল বাহিনীকে অভিনন্দন।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
টাইগারদের সিরিজ জয়
তামিম ইকবাল বাহিনীকে অভিনন্দন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর