একসময় ক্রিকেট ও ক্যারিবীয়দের সমার্থক বলে বিবেচনা করা হতো। ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে ভাবা হতো অপরাজেয় শক্তি। ক্যারিবীয়দের সেই সুদিন এখন স্মৃতি। বাংলাদেশ সফরে এসেও সে স্বাক্ষর রেখেছে তারা। সফররত দলের বিরুদ্ধে ওয়ান ডের তিন খেলায় হাতে এক ম্যাচ থাকতেই সিরিজ জয় করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও তারা কোমর সোজা করে দাঁড়াতে দেয়নি একসময়কার পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজকে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী দল। দলীয় ১০ রানে তাদের প্রথম উইকেটের পতন। ৩৬ থেকে ৪০ এ ৫ রানের মধ্যে আরও ৪ উইকেট এবং দলীয় ৪১ রানের মাথায় পঞ্চম ও ৮৮ রানে ৮ উইকেট নেই ক্যারিবীয়দের। সেখান থেকে ৪১ রানের ইনিংস খেলে দলের স্কোর ১৪৮-এ নিয়ে যান আট নম্বরে ব্যাট করতে নামা রোভমান পাওয়েল। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের ১০০ বল হাতে রেখেই জিতে যান টাইগাররা। শুক্রবার মিরপুরে স্পিনার মেহেদী হাসান মিরাজ তার ক্যারিয়ার-সেরা বোলিং করে ম্যাচ-সেরা হয়েছেন। ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। দুর্দান্ত খেলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। নজর কেড়েছে মুস্তাফিজুর রহমানের ডেঞ্জার ডেলিভারি। আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করা সাকিব এ ম্যাচে ১০ ওভারে ৩০ রানে নিয়েছেন ২ উইকেট। ব্যাট হাতে খেলেছেন হার না মানা ৪৩ রানের ইনিংস। দারুণ এক হাফ সেঞ্চুরি করেছেন অধিনায়ক তামিম ইকবাল। করোনার কারণে গত ১০ মাস ধরে মাঠে ছিলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে সিরিজ জয় নিঃসন্দেহে আশাজাগানিয়া। এর ফলে ক্যারিবীয়দের বিরুদ্ধে ওয়ান ডেতে টানা সাত ম্যাচে জয়ের কৃতিত্ব দেখাল টাইগাররা। পরপর দুই জয়ে পাকিস্তানকে টপকে ৩-এ উঠল বাংলাদেশ। এ জয়ের পর টাইগারদের লক্ষ্য থাকবে সোমবার শেষ ম্যাচে সফরকারীদের হোয়াইটওয়াশ করা। নজরকাড়া কৃতিত্বের জন্য তামিম ইকবাল বাহিনীকে অভিনন্দন।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
টাইগারদের সিরিজ জয়
তামিম ইকবাল বাহিনীকে অভিনন্দন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর