একসময় ক্রিকেট ও ক্যারিবীয়দের সমার্থক বলে বিবেচনা করা হতো। ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে ভাবা হতো অপরাজেয় শক্তি। ক্যারিবীয়দের সেই সুদিন এখন স্মৃতি। বাংলাদেশ সফরে এসেও সে স্বাক্ষর রেখেছে তারা। সফররত দলের বিরুদ্ধে ওয়ান ডের তিন খেলায় হাতে এক ম্যাচ থাকতেই সিরিজ জয় করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও তারা কোমর সোজা করে দাঁড়াতে দেয়নি একসময়কার পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজকে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী দল। দলীয় ১০ রানে তাদের প্রথম উইকেটের পতন। ৩৬ থেকে ৪০ এ ৫ রানের মধ্যে আরও ৪ উইকেট এবং দলীয় ৪১ রানের মাথায় পঞ্চম ও ৮৮ রানে ৮ উইকেট নেই ক্যারিবীয়দের। সেখান থেকে ৪১ রানের ইনিংস খেলে দলের স্কোর ১৪৮-এ নিয়ে যান আট নম্বরে ব্যাট করতে নামা রোভমান পাওয়েল। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের ১০০ বল হাতে রেখেই জিতে যান টাইগাররা। শুক্রবার মিরপুরে স্পিনার মেহেদী হাসান মিরাজ তার ক্যারিয়ার-সেরা বোলিং করে ম্যাচ-সেরা হয়েছেন। ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। দুর্দান্ত খেলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। নজর কেড়েছে মুস্তাফিজুর রহমানের ডেঞ্জার ডেলিভারি। আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করা সাকিব এ ম্যাচে ১০ ওভারে ৩০ রানে নিয়েছেন ২ উইকেট। ব্যাট হাতে খেলেছেন হার না মানা ৪৩ রানের ইনিংস। দারুণ এক হাফ সেঞ্চুরি করেছেন অধিনায়ক তামিম ইকবাল। করোনার কারণে গত ১০ মাস ধরে মাঠে ছিলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে সিরিজ জয় নিঃসন্দেহে আশাজাগানিয়া। এর ফলে ক্যারিবীয়দের বিরুদ্ধে ওয়ান ডেতে টানা সাত ম্যাচে জয়ের কৃতিত্ব দেখাল টাইগাররা। পরপর দুই জয়ে পাকিস্তানকে টপকে ৩-এ উঠল বাংলাদেশ। এ জয়ের পর টাইগারদের লক্ষ্য থাকবে সোমবার শেষ ম্যাচে সফরকারীদের হোয়াইটওয়াশ করা। নজরকাড়া কৃতিত্বের জন্য তামিম ইকবাল বাহিনীকে অভিনন্দন।
শিরোনাম
- নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
- শতবর্ষী প্যাডেল স্টিমার ‘পিএস মাহসুদ’ চালু
- নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা-র্যালি
- হুথিদের হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
- নির্বাচিত সরকার ভোলার গ্যাস সমস্যার সমাধান করবে : শিল্প উপদেষ্টা
- ৭৭ বছরে পা দিলেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস
- আজ থেকে সীমিত পরিসরে নতুন ইউনিফর্মে পুলিশ
- স্ত্রীর মামলায় হিরো আলম গ্রেফতার
- বেতার শিল্পী আফরোজা নিজামীর পাশে দাঁড়ালেন তারেক রহমান
- নতুন করে সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়াকে ট্রাম্পের ফোন
- ‘বিএনপি ক্ষমতায় গেলে ‘আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস’ সংবিধানে পুনর্বহাল করা হবে’
- সুইডিশ যুদ্ধবিমান কিনতে ৪.৩ বিলিয়ন ডলারের চুক্তি কলম্বিয়ার
- বিহারে সবচেয়ে কম বয়সি বিধায়ক কে এই মৈথিলী ঠাকুর?
- অ্যাপলের ‘আইফোন পকেট’: মোজার মতো একখানা পণ্যের দাম ২২৯ ডলার!
- বিচারকের ছেলে হত্যার ঘটনায় বক্তব্য প্রকাশ, আরএমপি কমিশনারকে তলব
- একটি দল বিএনপিতে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে: মির্জা ফখরুল
- ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা নিয়ে জাতিসংঘে ভোটাভুটি সোমবার
- ইউরোপের চার সংগঠনকে ‘বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা যুক্তরাষ্ট্রের
- ইউক্রেনের হামলায় নভোরো-সিয়েস্ক বন্দরের তেল রফতানি বন্ধ করল রাশিয়া
- মালিককে ‘গুলি করল কুকুর’!