একসময় ক্রিকেট ও ক্যারিবীয়দের সমার্থক বলে বিবেচনা করা হতো। ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজকে ভাবা হতো অপরাজেয় শক্তি। ক্যারিবীয়দের সেই সুদিন এখন স্মৃতি। বাংলাদেশ সফরে এসেও সে স্বাক্ষর রেখেছে তারা। সফররত দলের বিরুদ্ধে ওয়ান ডের তিন খেলায় হাতে এক ম্যাচ থাকতেই সিরিজ জয় করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও তারা কোমর সোজা করে দাঁড়াতে দেয়নি একসময়কার পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজকে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী দল। দলীয় ১০ রানে তাদের প্রথম উইকেটের পতন। ৩৬ থেকে ৪০ এ ৫ রানের মধ্যে আরও ৪ উইকেট এবং দলীয় ৪১ রানের মাথায় পঞ্চম ও ৮৮ রানে ৮ উইকেট নেই ক্যারিবীয়দের। সেখান থেকে ৪১ রানের ইনিংস খেলে দলের স্কোর ১৪৮-এ নিয়ে যান আট নম্বরে ব্যাট করতে নামা রোভমান পাওয়েল। এরপর লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের ১০০ বল হাতে রেখেই জিতে যান টাইগাররা। শুক্রবার মিরপুরে স্পিনার মেহেদী হাসান মিরাজ তার ক্যারিয়ার-সেরা বোলিং করে ম্যাচ-সেরা হয়েছেন। ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। দুর্দান্ত খেলেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। নজর কেড়েছে মুস্তাফিজুর রহমানের ডেঞ্জার ডেলিভারি। আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করা সাকিব এ ম্যাচে ১০ ওভারে ৩০ রানে নিয়েছেন ২ উইকেট। ব্যাট হাতে খেলেছেন হার না মানা ৪৩ রানের ইনিংস। দারুণ এক হাফ সেঞ্চুরি করেছেন অধিনায়ক তামিম ইকবাল। করোনার কারণে গত ১০ মাস ধরে মাঠে ছিলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে সিরিজ জয় নিঃসন্দেহে আশাজাগানিয়া। এর ফলে ক্যারিবীয়দের বিরুদ্ধে ওয়ান ডেতে টানা সাত ম্যাচে জয়ের কৃতিত্ব দেখাল টাইগাররা। পরপর দুই জয়ে পাকিস্তানকে টপকে ৩-এ উঠল বাংলাদেশ। এ জয়ের পর টাইগারদের লক্ষ্য থাকবে সোমবার শেষ ম্যাচে সফরকারীদের হোয়াইটওয়াশ করা। নজরকাড়া কৃতিত্বের জন্য তামিম ইকবাল বাহিনীকে অভিনন্দন।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
টাইগারদের সিরিজ জয়
তামিম ইকবাল বাহিনীকে অভিনন্দন
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর