এক সময় সোনা চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েছিল রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নাম। এ জন্য বিমানের একাধিক উড়োজাহাজ জব্দও করা হয়েছে। বিমানের ওপর কাস্টমস এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির কারণে সোনা চোরাচালানিদের পরিবহন হিসেবে এখন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনস লিমিটেড। একের পর এক সোনা চোরাচালান ধরা পড়ছে ইউএস বাংলার ফ্লাইট থেকে। সবশেষ মাসকাট থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা ইউএস-বাংলার একটি ফ্লাইট থেকে ৭ কেজি ২৯০ গ্রাম সোনা উদ্ধার করে ঢাকা কাস্টম হাউস। এর বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। এর আগে গত বছর ১১ জানুয়ারি শাহজালাল বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনস থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম সোনা উদ্ধার হয়। একই বছরের ৩১ জুলাই একই বিমানবন্দরে ইউএস-বাংলার যাত্রী বহনকারী গাড়ির চালকের কাছ থেকে ৩ কেজি ৭১২ গ্রাম সোনা উদ্ধার করে কাস্টমস, যার বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা। ২০১৯ সালের ২২ নভেম্বর ১৭ লাখ টাকা মূল্যের তিনটি সোনার বারসহ আটক হন ইউএস-বাংলার এক কর্মী। তার আগে ৯ সেপ্টেম্বর আদালতে সোনা চোরাচালানে জড়িত থাকার কথা স্বীকার করেন ইউএস-বাংলা এয়ারলাইনসের কেবিন ক্রু রোকেয়া শেখ মৌসুমী। একই বছরের ২০ এপ্রিল প্রায় ৭ কোটি টাকা মূল্যের ১৪ কেজি সোনা জব্দ করে শুল্ক গোয়েন্দা, যার বাজারমূল্য প্রায় ১০ কোটি টাকা। ২০১৭ সালে ইউএস বাংলার দুটি ফ্লাইট থেকে ৮ কেজি ৭২৯ গ্রাম সোনা উদ্ধার করা হয়। অপরাধ বিজ্ঞানীদের মতে গড়ে প্রতি একশ সোনা চালানের বড় জোর এক বা দুটি চালান ধরা পড়ে। বিমান সংশ্লিষ্টদের সংশ্লিষ্টতা না থাকলে কোনোভাবেই সোনা চোরাচালান সম্ভব নয়। বিমানবন্দর সংশ্লিষ্ট ১৭টি সংস্থাকে আড়াল করে সোনা চোরাচালান কঠিন। এ প্রেক্ষাপটে সোনা চোরাচালান ইউএস-বাংলার দায় কতটুকু তা নিরূপণেও তদন্ত হওয়া উচিত। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আঘাত হানাও জরুরি।
শিরোনাম
- ৫ বিভাগে ভারী বর্ষণের আভাস, বাড়বে গরমের অনুভূতি
- ব্রয়লার ১৬৫–১৭০, মাছেই স্বস্তি খুঁজছেন ক্রেতারা
- গায়ানাকে গুঁড়িয়ে ৮ রানে জয় রংপুরের
- রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
- সারা বছর সুস্থ থাকতে নিয়মিত খান এই ৭টি খাবার
- খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা শিশুদের হত্যা করল ইসরায়েলি বাহিনী
- ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
সোনা চোরাচালান
কার কতটা দায় নিরূপণ হওয়া উচিত
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর