ইউএস-বাংলা এয়ারলাইনস ও সোনা চোরাচালান সমার্থক শব্দে পরিণত হয়েছে। গত ২২ জানুয়ারি ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ৭ কেজি ২৯০ গ্রাম সোনা আটকের ১৮ দিন পর মঙ্গলবার আরেকটি ফ্লাইট থেকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর আটক করেছে ৭ কেজি সোনা। দুবাই থেকে আসা ফ্লাইটের উচ্ছিষ্ট খাবারের বাক্স ক্যাটারিং সার্ভিসের গাড়িতে তোলার পর তল্লাশি করে ওই সোনা পাওয়া যায়। আটক করা হয় ইউএস-বাংলা এয়ারলাইনসের ক্যাটারিং সার্ভিসের আট কর্মীকে। কাস্টমস কর্মকর্তারা গত বছরের ১২ জানুয়ারি ইউএস-বাংলার একটি ফ্লাইটের যাত্রী অবতরণের সিঁড়ির নিচ থেকে ৪০টি সোনার বার উদ্ধার করেন। ৩১ জুলাই তাদের যাত্রী বহনকারী গাড়ির চালকের কাছে পাওয়া যায় ৩ কেজি ৭১২ গ্রাম সোনা। ২০১৯ সালের ২২ নভেম্বর ইউএস-বাংলার একজন কর্মী আটক হন সোনার বারসহ। একই বছরের ৯ সেপ্টেম্বর ১০ কেজি সোনার বারসহ গ্রেফতার একজন কেবিন ক্রু আদালতে সোনা চালানের স্বীকারোক্তি দেন। ওই বছরের ২০ এপ্রিল ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ১৪ কেজি সোনা জব্দ করা হয়। এর আগে ২০১৭ সালেও প্রায় ৯ কেজি সোনা উদ্ধার হয় সোনা চোরাচালানের পরিবহন হিসেবে পরিচিতি পাওয়া ইউএস-বাংলা এয়ারলাইনস থেকে। সোনা পাচার দেশের অর্থনীতির জন্য বিসংবাদ বয়ে আনছে। এ সোনা বাংলাদেশ থেকে অন্যত্র পাচার হয়ে যাচ্ছে বলেও মনে করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সক্রিয়তায় মাত্র ১৮ দিনের ব্যবধানে বড় অঙ্কের দুটি সোনা চোরাচালান ধরা পড়া প্রশংসার দাবিদার। এটা প্রমাণিত বিষয় যে, ইউএস-বাংলা সোনা চোরাচালানকারীদের বাহন হিসেবে ব্যবহৃত হচ্ছে দীর্ঘদিন ধরে। এ যাবৎ যারা ধরা পড়েছে তাদের প্রায় সবাই বেসরকারি ওই বিমান সংস্থার কর্মী ও কর্মকর্তা হওয়ায় ধারণা করা যায় এর নেপথ্যে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রকদের সম্পর্ক থাকা অস্বাভাবিক নয়। আইন প্রয়োগকারী সংস্থার চোখ এড়িয়ে কাদের যোগসাজশে ইউএস-বাংলা এয়ারলাইনস সোনা পাচারের বাহন হিসেবে এতকাল ব্যবহৃত হয়েছে তাও যথাযথ তদন্তের মাধ্যমে উদঘাটিত হওয়া উচিত। সন্দেহভাজন এ বিমান সংস্থা মাদক, অস্ত্র ও অন্যান্য বেআইনি দ্রব্য পাচারের সঙ্গে জড়িত কিনা সে বিষয়েও আইন প্রয়োগকারীদের তদন্ত দাবি রাখে। দেশের সুনামের স্বার্থেই সোনা চোরাচালানের সঙ্গে যুক্ত চুনোপুঁটি নয় আড়ালের মূল হোতাদের ধরতে হবে। এ ব্যাপারে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরসহ আইন প্রয়োগকারীরা আরও সক্রিয় হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
ইউএস-বাংলার সোনা পাচার
আড়ালের মানুষদের ধরতে হবে
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর