দুনিয়াজুড়ে চেইন সুপারশপগুলো মানসম্মত পণ্য বিক্রেতা হিসেবে পরিচিত। প্রতিদ্বন্দ্বিতামূলক দামে ভোক্তাদের পণ্য সরবরাহের চেষ্টাও করে তারা। চেইন সুপারশপ থেকে মানহীন বা পচা নকল পণ্য উদ্ধার করার ঘটনা ঘটে না বললেই চলে। বহির্দুনিয়ার পথ ধরে বাংলাদেশেও চালু হয়েছে একের পর এক চেইন সুপারশপ। এর সব না হলেও বেশ কয়েকটির বিরুদ্ধে রয়েছে বাহারি বিজ্ঞাপনের আড়ালে প্রতারণার অভিযোগ। বেশির ভাগ পণ্যেই সুপারশপগুলো ৪০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত মুনাফা করছে। হাতে গোনা কয়েকটি পণ্যের বিজ্ঞাপন দিয়ে বলা হয়, এগুলো বাজারমূল্যের চেয়েও কম দাম। এর বাইরে শত শত পণ্যের গলা কাটা দাম রাখা হয়। চটকদার বিজ্ঞাপন আর প্রতারণামূলক বিক্রয় কৌশলে অনেক সময় ভোক্তাদের ভেজাল ও নিম্নমানের পণ্য কিনতে বাধ্য করা হয়। নকল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগ বেশির ভাগ সুপারশপের বিরুদ্ধে। বহুবার জরিমানা করার পরও বন্ধ হয়নি অনিয়ম। অতিসম্প্রতি খাদ্যমন্ত্রীর নেতৃত্বে রাজধানীর শান্তিনগরে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাদ্য রাখায় জরিমানা করা হয় কয়েকটি সুপারশপকে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ অভিযানে পচা মাছ, মাংস ও মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখার অপরাধে জেল-জরিমানাসহ নানা ধরনের শাস্তি দেওয়া হয় সুপারশপ-সংশ্লিষ্টদের। কথায় বলে চোরা নাহি শোনে ধর্মের কাহিনি। সুপারশপগুলোর একাংশের অবস্থা দাঁড়িয়েছে তেমনি। বারবার জরিমানার শিকার হওয়া সত্ত্বেও তাদের লোক ঠকানো অভ্যাসের পরিবর্তন ঘটছে না। মানসম্মত পণ্যের জন্য সমাজের অবস্থাপন্ন যেসব মানুষ সুপারশপগুলোর দিকে যাচ্ছে তাদের অনেকেই ঠকতে বাধ্য হচ্ছে। জনস্বার্থেই সুপারশপগুলো কর্তৃপক্ষের তীক্ষè নজর রাখা জরুরি হয়ে উঠেছে। বিশেষ করে এগুলো যাতে মানহীন ও নকল-ভেজাল পণ্যের ব্যবসা কেন্দ্র হিসেবে ব্যবহৃত না হয় তা দেখা তাদের কর্তব্য বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ