দেশে পিঁয়াজ নিয়ে আবারও একটা সমস্যার উদ্ভব ঘটতে চলেছে। এবারের সমস্যাটি পিঁয়াজের ভোক্তাদের জন্য নয়; এ দেশের পিঁয়াজ চাষিদের সামনে বড় ধরনের লোকসানের ঝুঁকি সৃষ্টি হচ্ছে। ভারত সরকার সম্প্রতি পিঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ভারতীয় পিঁয়াজ দেশে আসা শুরু করেছে। প্রশ্ন জাগতে পারে, এতে সমস্যা কোথায়? দেশে পণ্য আমদানি-রপ্তানি তো স্বাভাবিক বাণিজ্যিক প্রক্রিয়া। ভারতীয় পিঁয়াজ বাংলাদেশে আমদানি হলে আমাদের সমস্যা হবে কেন? বরং গত বছর ও তার আগের বছর ভারত নিজেদের বাজার সামাল দিতে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলে আমরা পিঁয়াজ-সংকটে পড়েছিলাম। অন্যদিকে তুরস্ক থেকে আমদানি করা পিঁয়াজের বস্তায় অর্ধেকই মিলেছে পাথর! কোনো কোনো পাথরের টুকরোর আকার পিঁয়াজের চেয়ে বড়। সম্প্রতি দেশটি থেকে প্রায় ৪০ টন পাথর মেশানো পিঁয়াজ আসে চট্টগ্রাম বন্দরে। এসব পিঁয়াজ নিয়ে চরম বিপাকে পড়েছে চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, আমদানির নামে মানি লন্ডারিং করতেই এমন কারসাজি কি না খতিয়ে দেখা জরুরি। চলতি বছরের শুরুতে ভারত থেকে নতুন করে পিঁয়াজ আমদানি শুরু হয়। তবে দেশটির স্থানীয় বাজারে পিঁয়াজের দাম বেশি হওয়ায় অনেকে এখনো আমদানি করছেন তুরস্কের পিঁয়াজ। দেশীয় খুচরা ব্যবসায়ীরা আমদানি পিঁয়াজ নিয়ে অসন্তোষ দেখিয়েছেন। তারা পাথরসহ পিঁয়াজ ফেরত দিচ্ছেন। আমদানি-রপ্তানির বিপরীতে বিপুল পরিমাণ অর্থ পাচারের খবর প্রায়ই উঠে আসে শুল্ক গোয়েন্দার প্রতিবেদনে। তা ছাড়া বাজারে আসা দেশি পিঁয়াজের বর্তমান জাতটি সংরক্ষণ করা যায় না। দাম কম দেখে পিঁয়াজ ধরে রাখার সুযোগ কৃষকের নেই। চাষিরা ক্ষতিগ্রস্ত হলে পিঁয়াজ চাষে তারা আগ্রহ হারাবেন। এ পরিস্থিতিতে দেশের পিঁয়াজ চাষিদের স্বার্থে বাজারের সুরক্ষা প্রয়োজন। এখন পিঁয়াজ আমদানির ক্ষেত্রে শুল্ক বাড়িয়ে দেশি পিঁয়াজ চাষিদের সুরক্ষার যে দাবি উঠেছে কৃষকের তরফ থেকে সরকারের উচিত তা আমলে নেওয়া।
শিরোনাম
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
- বিএনপি ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে : তারেক রহমান
- গাইবান্ধায় ফিস্টুলা নির্মূলে কাজ করছে ল্যাম্ব
- শাহবাগে ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের অবস্থান, যান চলাচল বন্ধ
- সার কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ল
- গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই : আমীর খসরু
- চট্টগ্রাম কারাগারে কয়েদির মৃত্যু
- নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটির ১০ বছর পূর্তি উদযাপন
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে আগ্রহী কানাডা
- শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা
- রাজনীতিতে সহনশীলতা না থাকায় সমাজে অসহিষ্ণুতা বাড়ছে : রিজভী
- শেরপুরের চরাঞ্চলে ব্রিজের অভাবে চরম ভোগান্তি
পিঁয়াজের বদলে পাথর
রহস্য উদ্ঘাটনের চেষ্টা করুন
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর