সাংবাদিকরা মুক্ত বুদ্ধি ও মুক্ত বিবেকের প্রতিনিধি। সব মত ও পথের খবর তুলে ধরেন তাঁরা। ফরাসি উপকথার মোরগ যেমন মনে করত সে বাক না দিলে সেদিন ভোর হবে না, তেমনি সাংবাদিকরা সচেতন থাকেন কোথায় কী ঘটছে তা তুলে না ধরলে মানুষ জানতে পারবে না। যে কারণে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনে ভারতের প্রধানমন্ত্রীসহ দক্ষিণ এশীয় বিভিন্ন দেশের সরকার প্রধানদের বাংলাদেশ সফরকে যথাযথভাবে তুলে ধরেছেন গণমাধ্যম কর্মীরা। একইভাবে যারা ভারতীয় প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে তাদের কর্মকা- সংবাদ মাধ্যমে স্থান পেয়েছে। তারপরও মোদিবিরোধী রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহের সময় অন্ধগলির জীবরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। রাজধানী ও রাজধানীর বাইরে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের তিন সাংবাদিকসহ অন্তত ২০ গণমাধ্যমকর্মী হামলার শিকার হয়েছেন। দেশের গণমাধ্যমগুলো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ পালনে অগ্রণী ভূমিকা পালন করেছে। একাত্তরে বিতর্কিত ভূমিকা পালনকারী পরজীবীদের তা পছন্দ হয়নি। যে কারণে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে নিষ্প্রভ করতে তারা উসকানিমূলক কর্মসূচি নেয়। বকধার্মিকরা সাধারণ মানুষকে উসকে দিতে অপপ্রচারও চালায়। আমরা নির্দ্বিধায় স্বীকার করি গণতান্ত্রিক সমাজে প্রতিবাদ জানানো যে কোনো নাগরিকের সংবিধান স্বীকৃত অধিকার। কিন্তু দেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে প্রশ্নবিদ্ধ ভূমিকা পালনকারী বিশেষ গোষ্ঠীর উত্তরসূরিরা সংবিধান স্বীকৃত অধিকার প্রয়োগের বদলে সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তাদের বর্বর ও নোংরা কর্মকান্ড যাতে প্রকাশ না পায় তা নিশ্চিত করতেই বকধার্মিকরা সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। অতীতে এ ধরনের অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সরকার আইনি পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় অপরাধীদের দুঃসাহস সীমা ছাড়িয়েছে। আমরা আশা করব সংবাদ মাধ্যমের স্বাধীনতার স্বার্থে সন্ত্রাসী হামলায় জড়িত দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে সরকার দায়বোধের পরিচয় দেবে। এটি তাদের কর্তব্য বলে বিবেচিত হওয়া উচিত।
শিরোনাম
- আমরা জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করে ছাড়ব : নাহিদ
- বাংলাদেশের সর্বস্তরের মানুষের দাবি ইসলামপন্থীদের ঐক্য : মাসুদ সাঈদী
- চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
- নান্দাইলে বজ্রপাতে পিতা-পুত্রের করুণ মৃত্যু
- বিএনপি নির্বাচিত হলে প্রতিটি ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : টুকু
- রাজনীতি হবে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে : আখতার হোসেন
- বন্ধুত্ব থেকে প্রেমের সফল পরিণতি
- ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
- ইরানে আফগানদের গণবহিষ্কার, ছাড়তে না পারলে গ্রেফতার
- ভেজাল টক দই যেভাবে চিনবেন
- গাজায় চলছে যুদ্ধ, তেলআবিবে ক্ষোভ ও প্রতিবাদ
- হাসারাঙ্গার বিশ্বরেকর্ড
- হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ
- চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ
- জলমহালের একমাত্র অধিকার প্রকৃত মৎস্যজীবীদের: ফরিদা আখতার
- ১০ম গ্রেডে উন্নীত হচ্ছেন প্রাথমিকের ৩০ হাজার প্রধান শিক্ষক
- ডেঙ্গু আক্রান্ত আরও ৩১৭ জন হাসপাতালে ভর্তি
- দেশে ২৪ ঘণ্টায় তিনজনের করোনা শনাক্ত
- ধর্ষণের শিকার হয়ে বিষ পান করা সেই কিশোরীকে বাঁচানো গেল না
- আমরা আশা করি একটা ঐকমত্যে পৌঁছাতে পারব : সালাহউদ্দিন
সাংবাদিকদের ওপর হামলা
দুর্বৃত্তদের আইনের আওতায় আনুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর