ঘূর্ণিঝড় ইয়াস সরাসরি বাংলাদেশে আঘাত না হেনে ভারতের ওড়িশা রাজ্যের ধামড়া ও বালেশ্বরের মধ্যভাগে আঘাত হেনেছে। এর প্রতিক্রিয়ায় পশ্চিম বাংলা ও বাংলাদেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা-ও এক কথায় বিশাল। পশ্চিমবঙ্গে নিহতের সংখ্যা মাত্র একজন হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় কোটি মানুষ আর বাংলাদেশে সে তুলনায় ক্ষয়ক্ষতি কিছুটা সীমিত হলেও ঝড়ে মারা গেছে চার শিশুসহ সাতজন। দেশের উপকূলভাগের ৯ জেলায় ঘূর্ণিঝড়ের চেয়ে বেশি ক্ষতি হয়েছে জলোচ্ছ্বাসে। বেড়িবাঁধ নির্মাণে প্রতি বছর যে শুভঙ্করের ফাঁকি হয় তার কুফল অনুভূত হয়েছে ইয়াসের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে। উপকূলীয় ২৭ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে জলমগ্ন হয়েছে বিপুল এলাকা। জোয়ারের পানিতে ভেসে গেছে মাছের ঘের। লবণপানিতে তলিয়ে গেছে ফসলি জমি। জলোচ্ছ্বাসে গোটা সুন্দরবন ৪ থেকে ৬ ফুট পানির নিচে তলিয়ে যায়। এ ছাড়া বরগুনায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। খুলনার কয়রা, পাইকগাছা, দাকোপের বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল জোয়ারে ভোলার ৪০টি চরের মধ্যে অন্তত ৩০টি চর ৬ থেকে ৭ ফুট পর্যন্ত প্লাবিত হয়েছে। এসব চরের ২ লাখের মতো লোক নিরাপদ স্থানে ঠাঁই নিয়েছে। ইয়াস বুধবার সকালে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম শুরু করে। সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঘূর্ণিঝড়ের কেন্দ্রভাগ বা চোখ বালাশোরের কাছ দিয়ে পুরোপুরি স্থলভাগে উঠে আসে। তখন এর কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার; যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১৫৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল। বেড়িবাঁধ নির্মাণে পুকুরচুরির ঘটনায় সরকারি অর্থের ৯০ শতাংশই অপচয় হয়। দুর্গত এলাকার মানুষের দাবি সাহায্য নয়, বেড়িবাঁধ ঠিকমতো তৈরি করা হোক। আমরা এ কলামে বারবার বলেছি দেশের সর্বত্র বেড়িবাঁধ নির্মাণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে হবে। তেমনটি হলে অর্ধেকেরও কম অর্থে টেকসই বাঁধ নির্মাণ সম্ভব হবে। বন্ধ হবে পানি উন্নয়ন কর্মকর্তাদের চুরি-জোচ্চুরি। জনগণ ও চোর কার স্বার্থ রক্ষা করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সরকারকেই।
শিরোনাম
- লক্ষ্মীপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
- স্বর্ণের দাম কমেছে
- সেই নবজাতক পরিবারের পাশে পুলিশ
- নাতবউকে ধর্ষণের অভিযোগে জুতাপেটা, পুলিশে সোপর্দ
- ভাড়া নিয়ে শ্রমিক ও শিক্ষার্থীদের সংঘর্ষ, দুই শতাধিক বাস ভাঙচুর
- সিংড়ায় শীতের আগমনে লেপ–তোষকের দোকানে ভিড়
- মিরপুরে বিআরটিএ এলাকায় ককটেল বিস্ফোরণ
- ‘আগামী নির্বাচনে নোয়াখালীর ৬টি আসন বিএনপিকে উপহার দেওয়া হবে’
- হাতিরঝিলে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে আগুন
- সোনারগাঁয়ে তাঁতী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা
- ‘নিরাপত্তার স্বার্থে’ জাবিতে রাত ১০টার পর যেকোনো অনুষ্ঠান নিষিদ্ধ
- ‘ধানের শীষে ভোট দিয়ে দেশকে রক্ষা করুন’
- মোংলায় জামায়াতে ইসলামীর ওলামা সম্মেলন অনুষ্ঠিত
- কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তির পথে কঙ্গো ও এম২৩ বিদ্রোহীরা
- বিশ্বনাথে বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন দুই সহস্রাধিক মানুষ
- বারী সিদ্দিকীর জন্মদিনে কেক কাটলেন হিমু পাঠক আড্ডার সদস্যরা
- তফসিলের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসনকে আবারও ঢেলে সাজাবে সরকার
- দিনাজপুরে জামায়াত প্রার্থীর মোটরসাইকেল র্যালি
- সিডরে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো আজও পুনর্নির্মাণ হয়নি
- যুক্তরাষ্ট্র থেকে গম নিয়ে মোংলা বন্দরে জাহাজ