ঘূর্ণিঝড় ইয়াস সরাসরি বাংলাদেশে আঘাত না হেনে ভারতের ওড়িশা রাজ্যের ধামড়া ও বালেশ্বরের মধ্যভাগে আঘাত হেনেছে। এর প্রতিক্রিয়ায় পশ্চিম বাংলা ও বাংলাদেশে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা-ও এক কথায় বিশাল। পশ্চিমবঙ্গে নিহতের সংখ্যা মাত্র একজন হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় কোটি মানুষ আর বাংলাদেশে সে তুলনায় ক্ষয়ক্ষতি কিছুটা সীমিত হলেও ঝড়ে মারা গেছে চার শিশুসহ সাতজন। দেশের উপকূলভাগের ৯ জেলায় ঘূর্ণিঝড়ের চেয়ে বেশি ক্ষতি হয়েছে জলোচ্ছ্বাসে। বেড়িবাঁধ নির্মাণে প্রতি বছর যে শুভঙ্করের ফাঁকি হয় তার কুফল অনুভূত হয়েছে ইয়াসের কারণে সৃষ্ট জলোচ্ছ্বাসে। উপকূলীয় ২৭ কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে জলমগ্ন হয়েছে বিপুল এলাকা। জোয়ারের পানিতে ভেসে গেছে মাছের ঘের। লবণপানিতে তলিয়ে গেছে ফসলি জমি। জলোচ্ছ্বাসে গোটা সুন্দরবন ৪ থেকে ৬ ফুট পানির নিচে তলিয়ে যায়। এ ছাড়া বরগুনায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে শতাধিক গ্রাম। খুলনার কয়রা, পাইকগাছা, দাকোপের বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল জোয়ারে ভোলার ৪০টি চরের মধ্যে অন্তত ৩০টি চর ৬ থেকে ৭ ফুট পর্যন্ত প্লাবিত হয়েছে। এসব চরের ২ লাখের মতো লোক নিরাপদ স্থানে ঠাঁই নিয়েছে। ইয়াস বুধবার সকালে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম শুরু করে। সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে ঘূর্ণিঝড়ের কেন্দ্রভাগ বা চোখ বালাশোরের কাছ দিয়ে পুরোপুরি স্থলভাগে উঠে আসে। তখন এর কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার; যা দমকা বা ঝোড়ো হাওয়ার আকারে ১৫৫ কিলোমিটার পর্যন্ত বাড়ছিল। বেড়িবাঁধ নির্মাণে পুকুরচুরির ঘটনায় সরকারি অর্থের ৯০ শতাংশই অপচয় হয়। দুর্গত এলাকার মানুষের দাবি সাহায্য নয়, বেড়িবাঁধ ঠিকমতো তৈরি করা হোক। আমরা এ কলামে বারবার বলেছি দেশের সর্বত্র বেড়িবাঁধ নির্মাণে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করতে হবে। তেমনটি হলে অর্ধেকেরও কম অর্থে টেকসই বাঁধ নির্মাণ সম্ভব হবে। বন্ধ হবে পানি উন্নয়ন কর্মকর্তাদের চুরি-জোচ্চুরি। জনগণ ও চোর কার স্বার্থ রক্ষা করা হবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে সরকারকেই।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ