করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীর সঙ্গে পাশের সাত জেলার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন করা হয়েছে। লকডাউন পালনের অংশ হিসেবে রাজধানীর প্রবেশমুখে আরোপ করা হয়েছে কড়াকড়ি। লকডাউনের প্রথম দিনে মঙ্গলবার যাত্রীবাহী কোনো দূরপাল্লার যানবাহন রাজধানীতে ঢুকতে দেওয়া হয়নি। রাজধানীর সঙ্গে অন্যান্য জেলার ট্রেন ও লঞ্চ যোগাযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে গত মঙ্গলবার ভোর ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত সাত জেলায় লকডাউন ঘোষণা করে সরকার। এ নির্দেশনা অনুযায়ী ঢাকা-আরিচা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক দিয়ে ঢাকার আমিনবাজারে প্রবেশ করতে দেওয়া হয়নি গণপরিবহন। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। কর্দমাক্ত পথে হেঁটে, বৃষ্টিতে ভিজে, চরম দুর্ভোগ সঙ্গী করে দীর্ঘ কয়েক কিলোমিটার পথ পেরিয়ে রাজধানীতে পৌঁছে হাজারো মানুষ। এর বেশির ভাগই কর্মস্থলযাত্রী। সকাল থেকেই সাভারের বিভিন্ন বাসস্ট্যান্ডে দেখা গেছে এমন চিত্র। ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, বলিয়ারপুর ও আমিনবাজারে দায়িত্বরত পুলিশ মঙ্গল ও বুধবার রাজধানীতে কোনো গণপরিবহন প্রবেশ করতে দেয়নি। ফলে বৃষ্টি মাথায় নিয়ে হেঁটে রাজধানীতে পৌঁছে মানুষ। সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হওয়ায় মঙ্গলবার দীর্ঘ যানজটও দেখা গেছে ঢাকাগামী লেনে। হঠাৎ করে সর্বাত্মক লকডাউন ঘোষণায় চরম দুর্ভোগে পড়ে হাজার হাজার মানুষ। এদের অনেকে ঢাকার প্রবেশপথ থেকে ১০-১২ কিলোমিটার হেঁটে গাড়িতে ওঠে। বিশেষত অসুস্থ লোকজনের দুর্ভোগ ছিল সীমাহীন। হঠাৎ কঠোর লকডাউন ঘোষণা অপ্রত্যাশিত হলেও এর পেছনে সাধারণ মানুষের আইন না মানার প্রবণতা এবং মহামারীকে অবজ্ঞা করার মনোভাবই কার্যত দায়ী। গত ঈদে নিষেধাজ্ঞা সত্ত্বেও মানুষ যেভাবে ঘরমুখো হয়েছে তা কোনো সভ্যসমাজে মহামারীর সময় কল্পনা করাও কঠিন। আমরা বারবার বলেছি জনসমক্ষে মাস্ক ব্যবহারে সরকারের কঠোর হওয়া উচিত। বিশেষত রাজধানীর রাস্তাঘাট, বাজার এবং উপাসনালয়গুলোয় স্বাস্থ্যবিধি ভাঙার অশুভ যে প্রতিযোগিতা চলছে তা চলতে দেওয়া উচিত নয়। সরকার এদিকে কঠোর হলে লকডাউনের প্রয়োজনীয়তা থাকবে না বলে আশা করা যায়।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল