করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীর সঙ্গে পাশের সাত জেলার যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন করা হয়েছে। লকডাউন পালনের অংশ হিসেবে রাজধানীর প্রবেশমুখে আরোপ করা হয়েছে কড়াকড়ি। লকডাউনের প্রথম দিনে মঙ্গলবার যাত্রীবাহী কোনো দূরপাল্লার যানবাহন রাজধানীতে ঢুকতে দেওয়া হয়নি। রাজধানীর সঙ্গে অন্যান্য জেলার ট্রেন ও লঞ্চ যোগাযোগও বিচ্ছিন্ন করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে গত মঙ্গলবার ভোর ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত সাত জেলায় লকডাউন ঘোষণা করে সরকার। এ নির্দেশনা অনুযায়ী ঢাকা-আরিচা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়ক দিয়ে ঢাকার আমিনবাজারে প্রবেশ করতে দেওয়া হয়নি গণপরিবহন। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। কর্দমাক্ত পথে হেঁটে, বৃষ্টিতে ভিজে, চরম দুর্ভোগ সঙ্গী করে দীর্ঘ কয়েক কিলোমিটার পথ পেরিয়ে রাজধানীতে পৌঁছে হাজারো মানুষ। এর বেশির ভাগই কর্মস্থলযাত্রী। সকাল থেকেই সাভারের বিভিন্ন বাসস্ট্যান্ডে দেখা গেছে এমন চিত্র। ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, বলিয়ারপুর ও আমিনবাজারে দায়িত্বরত পুলিশ মঙ্গল ও বুধবার রাজধানীতে কোনো গণপরিবহন প্রবেশ করতে দেয়নি। ফলে বৃষ্টি মাথায় নিয়ে হেঁটে রাজধানীতে পৌঁছে মানুষ। সড়কে যান চলাচল বাধাগ্রস্ত হওয়ায় মঙ্গলবার দীর্ঘ যানজটও দেখা গেছে ঢাকাগামী লেনে। হঠাৎ করে সর্বাত্মক লকডাউন ঘোষণায় চরম দুর্ভোগে পড়ে হাজার হাজার মানুষ। এদের অনেকে ঢাকার প্রবেশপথ থেকে ১০-১২ কিলোমিটার হেঁটে গাড়িতে ওঠে। বিশেষত অসুস্থ লোকজনের দুর্ভোগ ছিল সীমাহীন। হঠাৎ কঠোর লকডাউন ঘোষণা অপ্রত্যাশিত হলেও এর পেছনে সাধারণ মানুষের আইন না মানার প্রবণতা এবং মহামারীকে অবজ্ঞা করার মনোভাবই কার্যত দায়ী। গত ঈদে নিষেধাজ্ঞা সত্ত্বেও মানুষ যেভাবে ঘরমুখো হয়েছে তা কোনো সভ্যসমাজে মহামারীর সময় কল্পনা করাও কঠিন। আমরা বারবার বলেছি জনসমক্ষে মাস্ক ব্যবহারে সরকারের কঠোর হওয়া উচিত। বিশেষত রাজধানীর রাস্তাঘাট, বাজার এবং উপাসনালয়গুলোয় স্বাস্থ্যবিধি ভাঙার অশুভ যে প্রতিযোগিতা চলছে তা চলতে দেওয়া উচিত নয়। সরকার এদিকে কঠোর হলে লকডাউনের প্রয়োজনীয়তা থাকবে না বলে আশা করা যায়।
শিরোনাম
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল
- খুলনায় বাসার সামনে যুবদল নেতাকে গুলি করে হত্যা
- ভালুকায় দাখিল পরীক্ষায় শীর্ষ অবস্থানে দারুননাজাত মডেল মাদ্রাসা
- থিম্পুতে চলছে এসপিবিএ ভুটান আর্টক্যাম্প ২০২৫
- মুন্সীগঞ্জে এতিম শিক্ষার্থী ও ছিন্নমূল মানুষের মাঝে আহার বিতরণ বসুন্ধরা শুভসংঘের
- পি-২২: পাহাড়ে ঘুরে বেড়ানো সিংহ হয়ে উঠল পরিবেশ আন্দোলনের মুখ
- শাবিপ্রবিতে আয়োজিত হচ্ছে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন, চলছে রেজিস্ট্রেশন
- ডিমের বাজারে স্বস্তির হাওয়া, বেড়েছে বিক্রি