মাছ ও পানির সম্পর্ক যেমন অবিচ্ছেদ্য তেমন রাজনীতিকদের সঙ্গে দেশের সাধারণ মানুষের সম্পর্ক। এ দেশের সব মহৎ অর্জনের পেছনে রয়েছে রাজনীতিকদের ত্যাগ-তিতিক্ষা। বাঙালি জাতির হাজার বছরের সেরা অর্জন স্বাধীনতা এসেছে রাজনীতিকদের মাধ্যমে। বিবিসির জরিপে বঙ্গবন্ধুকে নির্বাচিত করা হয়েছে সর্বকালের সেরা বাঙালি হিসেবে। বাঙালি নামটি যিনি দুনিয়াজুড়ে পরিচিত করেছিলেন সেই মহাপুরুষের নাম রবীন্দ্রনাথ ঠাকুর। সর্বকালের সেরা কবি। সেই ঔপনিবেশিক আমলে তিনি নোবেল পুরস্কার পেয়ে দুনিয়াজুড়ে বাংলা ভাষা ও বাঙালি জাতির মুখ উজ্জ্বল করেন। এশিয়ায় তিনিই প্রথম নোবেল বিজেতা। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুও ছিলেন কবিগুরুর ভক্ত। তার পরও বিবিসির জরিপে বঙ্গবন্ধুকে শ্রেষ্ঠ বাঙালি নির্বাচিত করা হয়েছিল মাত্র একটি কারণে। তা হলো তিনি ছিলেন আমাদের স্বাধীনতা নামের অতুলনীয় কবিতার জনক। বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতার মতো অর্থনৈতিক স্বাধীনতাও অর্জিত হয়েছে একজন রাজনীতিকের হাত ধরে। তিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, তাঁর নেতৃত্বাধীন রাজনৈতিক সরকারের আমলেই আমলাতন্ত্রের থাবায় রাজনীতি কোণঠাসা হয়ে পড়ছে। গত এক যুগে দেশে অভাবিত অর্থনৈতিক উন্নতি হলেও আমলাতান্ত্রিক দৌরাত্ম্যে তার সুফল সরকার ঝুলিতে পুরতে পারছে কি না প্রশ্ন দেখা দিয়েছে। এ কারণেই সোমবার আমলা-তোষণ নীতির বিরুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছিল জাতীয় সংসদ। করোনাভাইরাস মোকাবিলায় জেলাওয়ারি স্বাস্থ্যসেবা ও সরকারি কার্যক্রম সমন্বয়ে সচিবদের দায়িত্ব দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সংসদ সদস্যরা। তাঁদের ক্ষোভ- দেশের ক্ষমতায় রাজনৈতিক সরকার কিন্তু দেশ চালাচ্ছেন আমলারা। প্রবীণ সংসদবেত্তা তোফায়েল আহমেদের ভাষ্য, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর তিনি শিল্প ও বাণিজ্য মন্ত্রী ছিলেন, তাঁরও দায়িত্ব ছিল একটি জেলায়। তখন মন্ত্রীরা জেলার দায়িত্ব পালন করতেন। একটি জেলায় মন্ত্রীরা গেলে নেতা-কর্মীরা আসতেন। তাদের সঙ্গে কথাবার্তা হতো। মন্ত্রীরা গ্রামে, ইউনিয়নে যেতেন। কোথায় যেন সেই দিনগুলো হারিয়ে গেছে। সংসদের সরকার ও বিরোধী দলের সদস্যদের অভিন্ন বক্তব্যে দেশ থেকে রাজনীতি হারিয়ে যাওয়ার যে চিত্র তুলে ধরা হয়েছে তা অশনিসংকেত। সময় থাকতে এ ভুল সংশোধন হবে এমনটিই প্রত্যাশিত।
শিরোনাম
- নারায়ণগঞ্জে বিএনপিকে কৃতজ্ঞতা জানিয়ে মাসুদের র্যালি
- ভালুকায় হেমন্তের কবিতা উৎসব অনুষ্ঠিত
- ছাত্রদের যৌন হয়রানির মামলায় ঢাবি অধ্যাপক কারাগারে
- চট্টগ্রামে অগ্নিকাণ্ডের নেপথ্যে যত কারণ
- খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
- মাগুরায় ১৬ ক্লাবের অংশগ্রহণে জমজমাট ক্রিকেট আসর
- ফেনীতে পুলিশের ওপর হামলা, আহত ৩
- কুড়িগ্রামে নতুন নারী জেলা প্রশাসক
- এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহের সময়সীমা বাড়ানো হলো
- জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের প্রথম পুনর্মিলনী উদযাপিত
- ছাত্রদের যৌন হয়রানির অভিযোগে ঢাবি অধ্যাপক আটক
- কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন নিলেন নুসরাত
- আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা
- টাকার বস্তা নিয়ে হাসিনা তার আত্মীয়-স্বজনকে ভাগিয়ে দিয়েছে : এ্যানি
- ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন
- বিচারকের ছেলে তাওসিফের মৃত্যু অতিরিক্ত রক্তক্ষরণে : ময়নাতদন্তকারী চিকিৎসক
- পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র
- গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন
- কিয়েভে ক্ষেপণাস্ত্র-ড্রোনের বড় হামলা চালিয়েছে রাশিয়া
- জেমস ও পাকিস্তানের আলী আজমতের কনসার্ট স্থগিত