করোনা নামের মসিবত দুনিয়াজুড়ে রোজ কেয়ামতের হাহাকার সৃষ্টি করেছে। ইতিমধ্যে এ মহামারীতে জীবন হারিয়েছে লাখ লাখ মানুষ। তার চেয়েও শোকাবহ হলো দুনিয়াজুড়ে কয়েক শ কোটি মানুষের জীবন-জীবিকায় কশাঘাত হেনেছে। বলা হচ্ছে, প্রতি তিনজনের একজন কর্মহীন হয়ে পড়েছেন। বাংলাদেশে এই মহামসিবত এমন এক সময় এসেছে যখন বহির্দুনিয়ায় উচ্চারিত হচ্ছিল পদ্মা-মেঘনা-যমুনা-বুড়িগঙ্গা নদী তীরের অধিবাসীদের জয়গান। এক সময়কার তলাবিহীন ঝুড়ি নামের বিদ্রƒপের শিকার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অগ্রসর দেশগুলোর কাছেও ঈর্ষণীয় বলে বিবেচিত হচ্ছিল। করোনাকালে অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে যেসব দেশ এ-প্লাস পাওয়ার যোগ্য তার মধ্যে বাংলাদেশের নামও উচ্চারিত হচ্ছে। তা সত্ত্বেও আলোর নিচে যে ক্রমেই অন্ধকার বিস্তার লাভ করছে, তা অস্বীকার করার জো নেই। মহামারী করোনার সংক্রমণ ঠেকাতে টানা লকডাউনে কাজ হারিয়েছেন দেশের অসংখ্য মানুষ। বেশির ভাগ কর্মজীবীর আয়ও কমেছে। জীবন চালাতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির প্রায় সব মানুষেরই নাভিশ্বাস উঠেছে। সংসার চালাতে না পেরে অনেকেই ঢাকা ছেড়েছেন ইতিমধ্যে। এখনো চলছে ঢাকাসহ বিভিন্ন মহানগর ছাড়ার প্রক্রিয়া। মহামারীর রূপ নেওয়া করোনাভাইরাস থেকে রেহাই পেতে বিশ্ববাসীর মতো বাংলাদেশের মানুষও রীতিমতো যুদ্ধ করছে। ইতিমধ্যে বৈশি^ক অর্থনীতি ধসে পড়েছে। লোকসান গোনার আশঙ্কায় রয়েছে দেশ-বিদেশের বড় বড় অনেক কোম্পানি। বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। কর্মী ছাঁটাই আর কর্ম হারানোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে কর্মজীবীদের মধ্যে। বড় সংকট চলছে চিকিৎসা ক্ষেত্রে। নিম্ন কিংবা মধ্যবিত্ত শ্রেণির মানুষের চিকিৎসা নিয়ে ভোগান্তি সবচেয়ে বেশি। তারা সরকারি সেবাও ঠিকমতো পাচ্ছেন না। বলা যায় একাত্তরের ৯ মাস ছাড়া এমন সংকটের মুখে পড়েননি দেশবাসী। এ কঠিন সময় মোকাবিলায় সরকারকে আরও বাস্তবমুখী হতে হবে। করোনার থাবা ঠেকাতে জোরদার করতে হবে টিকাদান কর্মসূচি। জীবন-জীবিকায় গতি সৃষ্টিতে লকডাউন যত দ্রুত সম্ভব উঠিয়ে দিতে হবে। মাস্ক ব্যবহারে কঠোর হতে হবে। যার কোনো বিকল্প নেই।
শিরোনাম
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
- আনুষ্ঠানিকভাবে জানানোর পর গণভোট বিষয়ে সিদ্ধান্ত : সিইসি
- সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
- ‘নির্বাচনের দিন গণভোটের ঘোষণায় আওয়ামী লীগের পুনর্বাসনের পথ রুদ্ধ’
- ২৩ নভেম্বর বিপিএলের নিলাম
- মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ডিকেবিএ’র ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ঢাকা ওয়াসার এমডি হলেন আব্দুস সালাম ব্যাপারী
- ২০২৪ সালে যক্ষ্মায় মারা গেছে ১২ লাখ ৩০ হাজার মানুষ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
- বান্দরবানের লামায় মশাল মিছিল, গ্রেপ্তার ১
- সংবিধান সংশোধন করে সেনাপ্রধানের ক্ষমতা বাড়ালো পাকিস্তান
- নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিনে হিমু উৎসব
- জকসু নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের সব ব্যানার-ফেস্টুন সরানোর নির্দেশ
- সিলেটে প্রভাব নেই লকডাউনের
- আইরিশদের বিপক্ষে ইনিংস জয়ের পথে টাইগাররা