করোনা নামের মসিবত দুনিয়াজুড়ে রোজ কেয়ামতের হাহাকার সৃষ্টি করেছে। ইতিমধ্যে এ মহামারীতে জীবন হারিয়েছে লাখ লাখ মানুষ। তার চেয়েও শোকাবহ হলো দুনিয়াজুড়ে কয়েক শ কোটি মানুষের জীবন-জীবিকায় কশাঘাত হেনেছে। বলা হচ্ছে, প্রতি তিনজনের একজন কর্মহীন হয়ে পড়েছেন। বাংলাদেশে এই মহামসিবত এমন এক সময় এসেছে যখন বহির্দুনিয়ায় উচ্চারিত হচ্ছিল পদ্মা-মেঘনা-যমুনা-বুড়িগঙ্গা নদী তীরের অধিবাসীদের জয়গান। এক সময়কার তলাবিহীন ঝুড়ি নামের বিদ্রƒপের শিকার বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অগ্রসর দেশগুলোর কাছেও ঈর্ষণীয় বলে বিবেচিত হচ্ছিল। করোনাকালে অর্থনীতিকে সচল রাখার ক্ষেত্রে যেসব দেশ এ-প্লাস পাওয়ার যোগ্য তার মধ্যে বাংলাদেশের নামও উচ্চারিত হচ্ছে। তা সত্ত্বেও আলোর নিচে যে ক্রমেই অন্ধকার বিস্তার লাভ করছে, তা অস্বীকার করার জো নেই। মহামারী করোনার সংক্রমণ ঠেকাতে টানা লকডাউনে কাজ হারিয়েছেন দেশের অসংখ্য মানুষ। বেশির ভাগ কর্মজীবীর আয়ও কমেছে। জীবন চালাতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির প্রায় সব মানুষেরই নাভিশ্বাস উঠেছে। সংসার চালাতে না পেরে অনেকেই ঢাকা ছেড়েছেন ইতিমধ্যে। এখনো চলছে ঢাকাসহ বিভিন্ন মহানগর ছাড়ার প্রক্রিয়া। মহামারীর রূপ নেওয়া করোনাভাইরাস থেকে রেহাই পেতে বিশ্ববাসীর মতো বাংলাদেশের মানুষও রীতিমতো যুদ্ধ করছে। ইতিমধ্যে বৈশি^ক অর্থনীতি ধসে পড়েছে। লোকসান গোনার আশঙ্কায় রয়েছে দেশ-বিদেশের বড় বড় অনেক কোম্পানি। বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যেও এর নেতিবাচক প্রভাব পড়েছে। কর্মী ছাঁটাই আর কর্ম হারানোর আতঙ্ক ছড়িয়ে পড়েছে কর্মজীবীদের মধ্যে। বড় সংকট চলছে চিকিৎসা ক্ষেত্রে। নিম্ন কিংবা মধ্যবিত্ত শ্রেণির মানুষের চিকিৎসা নিয়ে ভোগান্তি সবচেয়ে বেশি। তারা সরকারি সেবাও ঠিকমতো পাচ্ছেন না। বলা যায় একাত্তরের ৯ মাস ছাড়া এমন সংকটের মুখে পড়েননি দেশবাসী। এ কঠিন সময় মোকাবিলায় সরকারকে আরও বাস্তবমুখী হতে হবে। করোনার থাবা ঠেকাতে জোরদার করতে হবে টিকাদান কর্মসূচি। জীবন-জীবিকায় গতি সৃষ্টিতে লকডাউন যত দ্রুত সম্ভব উঠিয়ে দিতে হবে। মাস্ক ব্যবহারে কঠোর হতে হবে। যার কোনো বিকল্প নেই।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
স্থবির জীবন-জীবিকা
যত দ্রুত সম্ভব লকডাউন উঠে যাক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর