জীবন ও জীবিকা এর একটি অন্যটির অনুষঙ্গ। মহামারী মোকাবিলায় স্বাস্থ্যবিধি যথার্থভাবে পালনের কোনো বিকল্প নেই। একইভাবে স্বাস্থ্যবিধির নামে জীবিকার পথ যাতে রুদ্ধ হয়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আমাদের দেশে করোনা মোকাবিলার যে কৌশল নির্ধারণ করা হয়েছে তার বাস্তবায়ন পর্যায়ে ছিল সীমাহীন ত্রুটি। এ ত্রুটির কারণে স্বাস্থ্যবিধির প্রতি বুড়ো আঙুল দেখানোর আত্মঘাতী প্রবণতায় মেতে উঠেছিল দেশের সিংহভাগ মানুষ। পরিণতিতে করোনাভাইরাসের দ্বিতীয় থাবা দেশের স্বাস্থ্যব্যবস্থার টুঁটি চেপে ধরার মতো বিপদ সৃষ্টি করেছে। অর্থনৈতিক ক্ষেত্রে চরম সংকটের বিপদ থাকা সত্ত্বেও সরকার জরুরি সার্ভিস ছাড়া ৫ আগস্ট পর্যন্ত কলকারখানাসহ সব প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তবে সে বিধিনিষেধ শিথিল করে আজ থেকে গার্মেন্টসহ রপ্তানিমুখী শিল্পকারখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সরকারের এ সিদ্ধান্তকে বাস্তবসম্মত অভিহিত করতে চাই। একই সঙ্গে শুধু রপ্তানিমুখী নয়, উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব কার্যক্রম চালু রাখারও পরামর্শ দিতে চাই। তবে কোনো ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যাতে উপেক্ষিত না হয় সেদিকেও সর্বাত্মক নজর রাখতে হবে। আমরা প্রথম থেকেই বলে আসছি মহামারী মোকাবিলায় এমন কৌশল অবলম্বন করতে হবে যাতে মানুষের জীবিকার পথ স্তব্ধ না হয়। এজন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক এবং এ নির্দেশনা ভঙ্গকারীদের শাস্তির সম্মুখীন করাও প্রয়োজন। কিন্তু এ বিষয়টি হেলাফেলা করায় দেশ ও জাতি ইতিমধ্যে সমূহ সর্বনাশের শিকার হয়েছে। আরও বড় বিপর্যয় না চাইলে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সরকারকে অবশ্যই কঠোর হতে হবে। বাজার, ধর্মীয় উপাসনাগারসহ রাস্তাঘাটে কেউ মাস্ক ছাড়া থাকলে জেল বা জরিমানার ব্যবস্থা করতে হবে। যারা নিজেদের খামখেয়ালি চরিতার্থ করে ১৭ কোটি মানুষকে বিপদে ফেলতে চায় তাদের অপরাধ খাটো করে দেখার কোনো অবকাশ থাকা উচিত নয়।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
জীবন ও জীবিকা
অস্তিত্বের স্বার্থেই সুরক্ষা জরুরি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর