জীবন ও জীবিকা এর একটি অন্যটির অনুষঙ্গ। মহামারী মোকাবিলায় স্বাস্থ্যবিধি যথার্থভাবে পালনের কোনো বিকল্প নেই। একইভাবে স্বাস্থ্যবিধির নামে জীবিকার পথ যাতে রুদ্ধ হয়ে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। আমাদের দেশে করোনা মোকাবিলার যে কৌশল নির্ধারণ করা হয়েছে তার বাস্তবায়ন পর্যায়ে ছিল সীমাহীন ত্রুটি। এ ত্রুটির কারণে স্বাস্থ্যবিধির প্রতি বুড়ো আঙুল দেখানোর আত্মঘাতী প্রবণতায় মেতে উঠেছিল দেশের সিংহভাগ মানুষ। পরিণতিতে করোনাভাইরাসের দ্বিতীয় থাবা দেশের স্বাস্থ্যব্যবস্থার টুঁটি চেপে ধরার মতো বিপদ সৃষ্টি করেছে। অর্থনৈতিক ক্ষেত্রে চরম সংকটের বিপদ থাকা সত্ত্বেও সরকার জরুরি সার্ভিস ছাড়া ৫ আগস্ট পর্যন্ত কলকারখানাসহ সব প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। তবে সে বিধিনিষেধ শিথিল করে আজ থেকে গার্মেন্টসহ রপ্তানিমুখী শিল্পকারখানা খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সরকারের এ সিদ্ধান্তকে বাস্তবসম্মত অভিহিত করতে চাই। একই সঙ্গে শুধু রপ্তানিমুখী নয়, উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব কার্যক্রম চালু রাখারও পরামর্শ দিতে চাই। তবে কোনো ক্ষেত্রে স্বাস্থ্যবিধি যাতে উপেক্ষিত না হয় সেদিকেও সর্বাত্মক নজর রাখতে হবে। আমরা প্রথম থেকেই বলে আসছি মহামারী মোকাবিলায় এমন কৌশল অবলম্বন করতে হবে যাতে মানুষের জীবিকার পথ স্তব্ধ না হয়। এজন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক এবং এ নির্দেশনা ভঙ্গকারীদের শাস্তির সম্মুখীন করাও প্রয়োজন। কিন্তু এ বিষয়টি হেলাফেলা করায় দেশ ও জাতি ইতিমধ্যে সমূহ সর্বনাশের শিকার হয়েছে। আরও বড় বিপর্যয় না চাইলে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সরকারকে অবশ্যই কঠোর হতে হবে। বাজার, ধর্মীয় উপাসনাগারসহ রাস্তাঘাটে কেউ মাস্ক ছাড়া থাকলে জেল বা জরিমানার ব্যবস্থা করতে হবে। যারা নিজেদের খামখেয়ালি চরিতার্থ করে ১৭ কোটি মানুষকে বিপদে ফেলতে চায় তাদের অপরাধ খাটো করে দেখার কোনো অবকাশ থাকা উচিত নয়।
শিরোনাম
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
জীবন ও জীবিকা
অস্তিত্বের স্বার্থেই সুরক্ষা জরুরি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর